নেদারল্যান্ডস কাজের বেতন কত - নেদারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা (আপডেট তথ্য)
নেদারল্যান্ডস কাজের বেতন কত এটি জানার জন্য প্রথমেই মনে হয়ে যায়, ইউরোপের একটি
উন্নত দেশ হলো নেদারল্যান্ড। সেখানে অনেক বেশি কাজের সুযোগ সুবিধা আছে।
নেদারল্যান্ডে সুযোগ সুবিধা গুলো অসাধারণ থাকার কারণে, বিশ্বের বিভিন্ন জায়গা
থেকে কাজের জন্য নেদারল্যান্ডে এসে থাকেন।
আপনি যদি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে আপনাকে একটানা পাঁচ বছর
নেদারল্যান্ডে বসবাস করতে হবে। এরপর আপনি সেখানে আবেদন করতে পারবেন। পাঁচ বছরের
মধ্যে যদি আপনি ছয় মাস বা তার বেশি সময় নেদারল্যান্ডের বাইরে থাকেন তাহলে আপনি
আবেদনের জন্য অযোগ্য বলে গণ্য হবেন। আরও বিস্তারিত তথ্য জানতে শেষ অবদি পড়ুন।
পোষ্ট সূচিপত্রঃ
নেদারল্যান্ডস যেতে কত টাকা লাগে
নেদারল্যান্ডস যেতে কত টাকা লাগে এটা নির্ভর করে, কোন ধরনের ভিসা হবে তার উপরে ।
অর্থাৎ অর্থাৎ আপনি কোন ধরনের ভিসার মাধ্যমে নেদারল্যান্ড যেতে চান এবং তাতে কত
খরচ হয়ে থাকে। এখানে বিভিন্ন ক্যাটাগরি ভিসা পাওয়া যায়। যেমনঃ নেদারল্যান্ড
টুরিস্ট ভিসা, নেদারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা, নেদারল্যান্ড জব ভিসা, কোম্পানি
ভিসা এবং নেদারল্যান্ড রেস্টুরেন্ট ভিসা।
এটা হতে পারে যদি আপনার পরিবার নেদারল্যান্ডে থাকে , তাহলে আপনি খুব কম খরচে
সেখানে যেতে পারবেন। নেদারল্যান্ডে যারা পড়াশোনা করতে যেতে চান । অর্থাৎ
ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক মানের কোন ভিসার মাধ্যমে নেদারল্যান্ডে গেলে ব্যয়
হবে ৬০০ থেকে ২০০০ ইউরো কাছাকাছি ।
সাধারণভাবে আপনি যখন নেদারল্যান্ডে যেতে যাবেন তখন আপনার খরচ দাঁড়াবে নয় লাখ
থেকে প্রায় ১২ লাখ টাকা পর্যন্ত । কিন্তু আপনি যখন সরকারিভাবে নেদারল্যান্ড যেতে
সুযোগ পাবেন। তখন আপনার খরচ দাঁড়াবে , পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে। তাহলে
বুঝতে পারছেন সরকারিভাবে যেতে পারলে কতটা সুযোগ-সুবিধা পাওয়া যায় এবং কত কম খরচ
লাগে।
নেদারল্যান্ডস কাজের বেতন কত
আপনি যদি নেদারল্যান্ডে ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেনজেন ভিসা নিয়ে
যেতে হবে। আর যদি কাজের জন্য ভিসা নেন তাহলে আপনাকে জানতে হবে কোন কাজে বেতন বেশি
আছে এবং আপনি কোন কাজে পারদর্শী। সেই টার উপর নির্ভর করে আপনাকে ভিসাটি তৈরি করতে
হবে।
📌আরো পড়ুন👉কুয়েত কাজের বেতন কত? জেনে নিন
বর্তমানে নেদারল্যান্ডে বেশ কিছু ক্যাটাগরির উপরে কাজ পাওয়া যায় এবং এর চাহিদাও
ব্যাপক। এ থেকে বোঝা যায় যে কোন কাজে অর্থাৎ কাজের ক্যাটাগরির উপর ভিত্তি করে,
আপনি কত টাকা বেতন পেতে পারেন তা নির্ধারণ করতে পারবেন। বর্তমানে নেদারল্যান্ডে
যে সকল কাজের ব্যাপক চাহিদা রয়েছে সেই কাজগুলো হল গার্মেন্টস, ইলেকট্রিক্যাল,
ড্রাইভার এবং ক্লিনার এর।
নেদারল্যান্ডে যারা অভিজ্ঞ কর্মী তাদের জন্য যে কাজগুলো সেগুলো হচ্ছে -
ইলেকট্রনিক্যাল কাজ, কনস্ট্রাকশনের কাজ, গার্মেন্টস কর্মী এবং আইটি যারা ভালো
জানেন তাদের জন্য। এই অভিজ্ঞ কর্মীদের প্রথমদিকে নেদারল্যান্ডে ৯০০ থেকে ১০০০
ইউরো বেতন দেয় ।
এই টাকাকে বাংলাদেশী টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে দেখব যে এক লাখ টাকা
থেকে এক লাখ বিশ হাজার টাকা হয়। পরবর্তীতে অভিজ্ঞতার জন্য এবং দক্ষতা বৃদ্ধির
সাথে সাথে তাদের বেতনের পরিমাণ বৃদ্ধি হতে থাকে । আর যারা স্টুডেন্ট ভিসায়
যেয়ে থাকেন তাদের পড়াশুনা চলাকালীন সময়ে পার্ট টাইম কাজ করে তারা মাসে ৩০০
থেকে ৪০০ ইউরোপ ইনকাম করতে পারেন।
এই টাকাটি বাংলাদেশী টাকায় কনভার্ট করলে দেখা যায় যে ৪০ হাজার টাকা থেকে
৬০০০০ টাকা পর্যন্ত হয় অনেকদিন ধরে স্টুডেন্ট ভিসায় নেদারল্যান্ডে পড়াশোনা
করে থাকলে তারা পরবর্তীতে চাকরির আবেদন করে সেখানে স্থায়ী হওয়ার সুযোগ পান।
সব সময় খেয়াল রাখতে হবে যে আপনি বেশ কিছু টাকা খরচ করে নেদারল্যান্ডে যাবেন
কাজের সন্ধানে। তাই ভালো কাজ খুঁজে উচ্চ বেতন যেখানে পাওয়া যাবে সেই জায়গার
ব্যবস্থা করে ্নেওয়ার প্রচেষ্টা রাখবেন।
নেদারল্যান্ডস ভিসা পাওয়ার উপায়
নেদারল্যান্ডস যেতে কত টাকা লাগে এই খরচে তালিকা টি পাওয়ার জন্য প্রথমে আপনাকে
পাসপোর্ট বৈধ উপায়ে তৈরি করে নিতে হবে । তারপর আপনাকে ভিসার জন্য প্রক্রিয়া
করতে হবে ।নেদারল্যান্ডে যে কয়েকটি ভিসা আছে তার মধ্যে টুরিস্ট ভিসা পাওয়াটা
সহজ।
কিন্তু নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ড পারমিট ভিসা পাওয়ার
প্রক্রিয়াটা বেশ জটিল। তবে নেদারল্যান্ডে টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা
পাওয়ার জন্য যে উপায় গুলো আছে তা হল - যারা স্টুডেন্ট ভিসা করতে চান
প্রয়োজনীয় ডকুমেন্টগুলো থাকতে হবে এবং ইংলিশে ভালো দক্ষতা রাখতে হবে।
নেদারল্যান্ডস একটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ । আপনি যদি সেখানে বেড়াতে যান
তাহলে অবশ্যই আপনাকে সেনজেন ভিসা ব্যবহার করতে হবে । ওয়ার্ক পারমিট ভিসার
আবেদন করার জন্য আপনাকে যেতে হবে নেদারল্যান্ড দূতাবাসে।
আপনার খরচ কতটুকু হবে এবং কি পরিমান হবে তা অনেকটা নির্ভর করে আপনি কি ধরনের
ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে নেদারল্যান্ডে যেতে চান। নেদারল্যান্ড ওয়ার্ক
পারমিট ভিসা পাওয়ার ক্ষেত্রে তারাই বেশি লাভবান হন, যারা ভাল ইংরেজি বলতে পারে
তাদের জন্য ।
নেদারল্যান্ডস ওয়ার্ক পারমিট ভিসা
ইউরোপের একটি দেশ হলো নেদারল্যান্ডস। মনোমুগ্ধকর একটি অপরূপ রূপময় দেশ। সেখানে
আছে টিউলিপ ফুল, চমৎকার সাইকেল লেন এবং প্রাচীন প্রাচীন স্থাপত্য। উন্নত শিক্ষা
ব্যবস্থা নেদারল্যান্ডে এক অন্যতম। সেখানে আছে চিকিৎসা ব্যবস্থা এবং জীবনমান এই
সব মিলিয়ে দেশটি যেন এক স্বপ্নের ঠিকানা।
এরপরেও বলতে হয় যে আপনারা হয়তো জানেন নেদারল্যান্ড হলো সেনজেনভুক্ত ইউরোপের
একটি দেশ। ইউরোপ মানেই তো আমাদের কাছে একটা স্বপ্নের মত । যদি বেড়াতে যান
তাহলে এক সেনজেনভুক্ত ভিসা দিয়ে আপনি ২৭ টি দেশে ঘুরতে পারবেন ।
কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার জন্য নেদারল্যান্ডে দূতাবাসে আবেদন করতে হবে।
নেদারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে তা
নিম্নে উল্লেখ করা হলোঃ
- প্রসেসিং করার জন্য কমপক্ষে ৯০ দিন সময় লাগতে পারে।
- তিন মাসের বেশি সময় কাজ করতে হলে সাধারণত আমাদেরকে ব্যবহার করতে হবে GWA পারমিট।
- তিন মাসের কম সময়ে কাজ করতে চাইলে আমাদের লাগবে TWV পারমিট।
- GWA ও TWV এই দুইভাবে আবেদন নিয়োগকর্তা আপনার হয়ে করে থাকবে।
- বাংলাদেশ থেকে যারা যাবেন তাদেরকে অবশ্যই ওয়ার্ক পারমিট ও সাথে রেসিডেন্ট পারমিট দুটোই দরকার হবে ।
- আর্থিক সাবলীলতার নিশ্চয়তা লাগবে।
- ভিসা ফি প্রদান করতে হবে।
নেদারল্যান্ডস ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
নেদারল্যান্ডের ভিসা পাওয়ার জন্য কি কি কাগজপত্র গুলো লাগবে তা নিম্নে উল্লেখ
করা হলোঃ
📌আরো পড়ুন👉কুয়েত যেতে কি কি কাগজপত্র লাগে? জেনে নিন
- বৈধ পাসপোর্ট থাকতে হবে ।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ।
- কাজের অভিজ্ঞতা সনদপত্র ।
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে ।
- পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন হতে হবে ।
- মেডিকেল রিপোর্ট ফটোকপি থাকতে হবে ।
- ভিসা আবেদন ফি দিতে হবে ।
- কভারিং লেটার বা প্রাসঙ্গিক পক্ষ থেকে ইনভাইটেশন লেটার (প্রযোজ্য ক্ষেত্রে) ।
- আবেদনকারী আর্থিক অবস্থার প্রমাণ ।
নেদারল্যান্ডস ভিসা আবেদন প্রক্রিয়া
উন্নত জীবন যাপন এবং সমৃদ্ধপূর্ণ কর্মজীবনের স্বপ্ন পূরণের আশায় আমরা অনেকেই
ইউরোপের দেশগুলোতে পাড়ি দেই । উচ্চ বেতন , সুন্দর পরিবেশ এবং উন্নতকর্ম পরিবেশ
, সামাজিক সুরক্ষা উচ্চমানের জীবনযাত্রা সুযোগ গুলো এই ইউরোপে নেদারল্যান্ড দেশ
গড়ে তুলে অনেকের জীবনে স্বপ্নের গন্তব্য করে।
আর তাই নেদারল্যান্ডে যাওয়ার জন্য আমরা ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে থাকি বৈধ
উপায় এ । নেদারল্যান্ড জনসংখ্যার ঘনত্ব দিক থেকে একটি জনঘনত্ব বিশিষ্ট দেশ ।
সেখানে বিভিন্ন ধরনের কাজ করার জন্য প্রবাসী কর্মী নিয়ে থাকে । আর তাই
বাংলাদেশ থেকে অনেকেই কাজের সন্ধানে নেদারল্যান্ড যাওয়ার সুযোগ পেয়ে থাকে।
কাজ করে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে করে অনেক সমৃদ্ধ। আর এই
জনসংখ্যা গড়ে তোলে জনশক্তিতে। তাই আপনাকে নেদারল্যান্ড যাওয়ার জন্য ভিসা
প্রসেসিং করতে হবে। ভিসা প্রসেসি করার জন্য আপনি যে পদক্ষেপ গুলো নিবেন তা
নিম্নে আলোচনা করা হলোঃ
- ডাচ দূতাবাসের ওয়েবসাইটে আপনাকে যোগাযোগ করতে হবে
- অনলাইনে আবেদনের জন্য ফর ডাউনলোড করতে হবে
- প্রয়োজন হলে আপনাকে নেদারল্যান্ড ফর্মে স্পন্সারশীপ এবং বাসস্থানে প্রমাণ প্রদান করতে হবে
- প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এবং সাক্ষাৎকারের পরবর্তী সময়ে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করতে হবে
- দূতাবাস কনসুলেট বা বহিরাগত পরিষেবা প্রদানকারী বি এস এ গ্লোবাল সবসময় চেক করুন
- বায়োমেট্রিক ডেটা নিতে হবে
- প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে ফি পরিশোধ করুন।
- আপনার পাসপোর্ট সংগ্রহ করুন এবং ভিসা স্টিকার চেক করুন।
নেদারল্যান্ডস কেন যাবেন?
উন্নত শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সেখানে জীবন ব্যবস্থা অনেক সুন্দর ।
নিজেকে সুন্দরভাবে , পরিচ্ছন্নভাবে জীবন যাপন করার জন্য নেদারল্যান্ড আপনার
জন্য এক অন্যতম দেশ । নেদারল্যান্ড আপনি কেন যেতে চান তার কিছু কিছু
গুরুত্বপূর্ণ কারণ নিম্নে আলোচনা করা হলোঃ
- উন্নত অর্থনীতি এবং উচ্চ মজুরি ।
- উন্নত স্বাস্থ্যসেবা ।
- অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা ।
- উন্নত বাসস্থান ও পরিবহন ব্যবস্থা ।
- মাল্টিকালচারাল পরিবেশ ।
- আইনের শাসন এবং মানবাধিকার রক্ষা ব্যবস্থা অনেক সুন্দর ।
নেদারল্যান্ডস যাওয়ার উপায়
নেদারল্যান্ডকে অনেক সময় হল্যান্ড বলেও ডাকা হয় । কিন্তু হলান্ড মূলত
নেদারল্যান্ডের একটি অঙ্গরাজ্যের নাম। ক্যারিবিয়া নেদারল্যান্ড এর যে তিনটি
দ্বীপ আছে তা নিয়ে এই নেদারল্যান্ড রাজ্য । শুধু তাই নয় ১২টি প্রদেশ নিয়ে
তৈরি হয়েছে নেদারল্যান্ডস। এত বড় রাষ্ট্র ইউরোপের যা সত্যি স্বপ্নের মত ।
📌আরো পড়ুন👉সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার উপায়
আমাদের মত বাংলাদেশীদের কাজ করতে যেতে পারলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে হবে।
বাংলাদেশ থেকে অনেকেই আবার স্টুডেন্ট ভিসা নিয়েও যেতে পারে । ভিসার খরচ
বিভিন্ন ধরন হিসাবে হয়ে থাকে যেমন শর্স্ট ষ্টে( 90 দিনের কম) এটা ৮০ ইউরো থেকে
৯০ ইউরো পর্যন্ত ।
লং ষ্টে খরচ হয় ৩৫০ ইউরো থেকে ৫০০ ইউরো পর্যন্ত। শিক্ষার্থী ভিসা ২০৭ ইউরো
থেকে 300 ইউরো পর্যন্ত খরচ হয়ে থাকে। টিউলিপ ফুলের সমারাহ যে দেশটি সেটি হল
নেদারল্যান্ড। নেদারল্যান্ড যেতে আমরা সাধারণত যে পথগুলো পায় তার পাঁচটি মূল
পথ হলঃ
- স্টুডেন্ট ভিসা বা শিক্ষার্থী ভিসা
- কাজের ভিসা বা ওয়ার্ক ভিসা
- বিজনেস বা স্টার্টআপ ভিসা
- স্পন্সার শিপ ভিসা
- পরিবার পুনর্মিলন বা পারিবারিক ভিসা
নেদারল্যান্ডস কোন কাজের চাহিদা বেশি
নেদারল্যান্ডে যেতে হলে প্রথমে আপনাকে যে জেনে যেতে হবে যে সেখানে কোন কাজের
চাহিদা বেশি আছে এবং এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি আপনার যে কোন
একটি কাজকে জেনে তার উপরে দক্ষতা তৈরি করে এবং অভিজ্ঞতা অর্জন করে যেতে পারেন।
তাহলে আপনি নেদারল্যান্ডে গিয়ে বেশি ফলোপ্রসু হবেন । কারণ দক্ষতা এবং অভিজ্ঞতা
সম্পন্ন কর্মীদেরকে নেদারল্যান্ডে বেশ মূল্যায়ন করে থাকে এবং উচ্চমানের বেতন
দিয়ে থাকে। নেদারল্যান্ডসের এক ইউরো সমান ১৪১.৮১ বাংলাদেশি টাকা।
এই মান ধরে আপনি আপনার নেদারল্যান্ডে কত বেতন পাচ্ছেন তা , যাবার আগে আপনি
হিসেব করে যেতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, নেদারল্যান্ডে কোন কাজের
চাহিদাগুলো সবচেয়ে বেশি এবং তারা কোন কাজে বাহির থেকে শ্রমিক নিয়োগ করে থাকে।
- আইটি সেক্টর
- স্বাস্থ্যসেবা
- ইঞ্জিনিয়ারিং
- একাউন্ট এন্ড ফাইনান্স
- শিক্ষা খাস খাত খাত
- কৃষি কাজ
- হোটেল এবং রেস্টুরেন্ট
এই উল্লেখিত কাজগুলোকে আপনি লক্ষ্য রেখে যদি নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে তৈরি
করতে পারেন । তাহলে আপনি নেদারল্যান্ডে গিয়ে বেশ ভালো মানে অর্থ উপার্জন করে
উন্নত জীবনযাপন করতে পারবেন বলে আশা রাখি।
লেখকের শেষ মতামত
ইউরোপীয় ইউনিয়নের অধীনে দেশটি হচ্ছে নেদারল্যান্ড। বর্তমান সময়ে অন্যতম
উন্নত দেশগুলোর মধ্যে একটি দেশ হচ্ছে নেদারল্যান্ড । সেই দেশে যেতে কত টাকা
লাগবে, কাজের বেতন কত এবং ভিসা তৈরি করার জন্য কোন কোন কাগজপত্র তৈরি করতে হবে
সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছেন।
তাই আশা করব আপনি যদি কখনও নেদারল্যান্ড যেতে চান তাহলে এই পোস্ট থেকে সমস্ত
তথ্য নিয়ে ভিসা তৈরি করতে আপনি নির্ভুল একটা পদক্ষেপ নিতে পারবেন। পরিচ্ছন্ন
দেশ এবং সুন্দর ও উন্নত জীবন ব্যবস্থা উপভোগ করার জন্য নেদারল্যান্ড এক অন্যতম
দেশ।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url