ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ - ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২০২৫

ওয়ালটন ফ্রিজ বাংলাদেশের একটি জনপ্রিয় দেশীয় পণ্য। বর্তমানে দেশের ফ্রিজ বাজারের একটি বড় অংশ ওয়ালটন গ্রুপের দখলে রয়েছে, যার কারণে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি ওয়ালটন ফ্রিজ কিনতে আগ্রহী হন, তাহলে এর দাম সম্পর্কে জেনে নেওয়া আপনার জন্য খুবই জরুরি।
ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ
ওয়ালটন বাংলাদেশের একটি নিজস্ব ব্র্যান্ড হওয়ায় তারা দেশের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে। বর্তমানে অন্য যেকোনো কোম্পানির ফ্রিজের তুলনায় ওয়ালটনের ফ্রিজ অনেক সাশ্রয়ী। দাম কম হওয়া সত্ত্বেও মানের দিক থেকে এটি এগিয়ে এবং ওয়ারেন্টির মেয়াদও অনেক বেশি।

২০২৫ সালে ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনা এখন খুবই সহজ। কিস্তিতে ফ্রিজ কেনার জন্য প্রথমে আপনাকে ওয়ালটনের যেকোনো ডিলার পয়েন্ট বা শোরুমে যোগাযোগ করতে হবে। সেখানে আপনার পছন্দের ওয়ালটন ফ্রিজ বা যেকোনো পণ্য বেছে নিতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, কিস্তিতে কেনার জন্য পণ্যের দাম কমপক্ষে ৮ হাজার টাকা হতে হবে।

ফ্রিজের ক্ষেত্রে ওয়ালটন এখন ৩ বছরের কিস্তিতে পণ্য কেনার সুবিধা দিচ্ছে। অর্থাৎ, আপনি ফ্রিজের নির্ধারিত মূল্য ৩ বছরে পরিশোধ করতে পারবেন। তাই আপনি যদি ওয়ালটন ফ্রিজের একজন ভক্ত হয়ে থাকেন, তবে আর দেরি না করে কিস্তির মাধ্যমে হলেও একটি ওয়ালটন ফ্রিজ কিনে ফেলুন।
পোষ্ট সূচিপত্রঃ

ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ

বর্তমান সময়ে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। তাই আমাদের জীবনে ফ্রিজের প্রয়োজনীয়তা বেড়ে চলেছে। খাদ্যদ্রব্য দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য ফ্রিজের বিকল্প কিছু নেই। তাই আমাদের সকলের বাড়িতেই ফ্রিজ থাকা প্রয়োজন। বর্তমান সময়ে আমাদের দেশে যে কয়েকটি ফ্রিজ কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো ওয়ালটন ফ্রিজ।

আবার ওয়ালটন ফ্রিজ কম দামের মধ্যে ভালো মানের হয়ে থাকে। আপনি যদি একটি ভালো মানের ওয়ালটন ফ্রিজ নিতে চান তাহলে ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। মনে রাখবেন একটি ফ্রিজ কেনার আগে অবশ্যই সেই ফ্রিজের দাম সম্পর্কে ধারণা থাকা সবারই প্রয়োজন।
আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আশা করি ওয়ালটন ফ্রিজের দাম সম্পর্কে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আপনারা জেনে থাকবেন যে ওয়ালটন ফ্রিজের অনেকগুলো মডেল রয়েছে তাদের মধ্য ভালো মানের ২০ টি মডেল নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করব। তাহলে চলুন ওয়ালটন ফ্রিজের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে ওয়ালটন ফ্রিজের বেশ কয়েকটি মডেল ও তাদের দাম তুলে ধরা হলো
  • Model: WFC-3F5-GDXX-XX – Price: 38,900
  • Model: WFC-3E8-GDXX-XX – Price: 36,350
  • Model: WFC-3F5-GDXX-XX – Price: 37,700
  • Model: WFC-3F5-GDEH-XX – Price: 39,990
  • Model: WFC-3F5-GDNE-XX – Price: 40,399
  • Model: WFE-2N5-GDEL-XX – Price: 30,900
  • Model: WFC-3E8-ELEX-XX – Price: 36,250
  • Model: WNI-6A9-GDSD-DD – Price: 79,900
  • Model: WFC-3D8-GDEL-XX – Price: 36,500
  • Model: WFE-3BO-GDEL-XX – Price: 34,250
  • Model: WFC-3F5-GDXX-XX – Price: 48,990
  • Model: WFC-3F5-GENE-X – Price: 49,490
  • Model: WFC-3F5-GDEL-XX – Price: 49,490
  • Model: WFC-3F5-GDEH-XX – Price: 49,990
  • Model: WFC-3F5-GDXX-XX – Price: 49,990
  • Model: WFC-3E8-GDXX-XX – Price: 48,990
  • Model: WFC-3E8-GDEL-XX – Price: 49,490
  • Model: WFC-3E8-GDEN-XX – Price: 49,990
  • Model: WFC-3F5-GDNE-XX – Price: 50,490
  • Model: WFD-1F3-GDEL-XX Price: 32,490
বিশেষ দ্রষ্টব্যঃ উপরে দেওয়া সকল ওয়ালটন ফ্রিজের দাম সমূহ ওয়ালটন কোম্পানির অফিসিয়াল পেজ থেকে সংগ্রহ করা। যেহেতু সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় তাই উপরে দেওয়া ফ্রিজগুলোর দামও কিছুটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হতে পারে।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম

সাধারণত, ফ্রিজের ক্ষেত্রে ১ সেফটি সমান ২৮ লিটার ধরা হয়। যদি কোনো ফ্রিজের ধারণক্ষমতা ৩৩৬ লিটারের বেশি হয়, তাহলে সেটিকে ১২ সেফটি ফ্রিজ হিসেবে বিবেচনা করা হয়। আপনার যদি ১২ সেফটি ফ্রিজের প্রয়োজন হয়, তাহলে নিচে থেকে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটির দামের বিস্তারিত তালিকা দেখে নিতে পারেন।
  • Model: WFC-3A7-NXXX-XX – দাম ৪২,৬৯০ টাকা
  • Model: WFB-2B6-GDSH-XX – দাম ৪০,৮৯০ টাকা
  • Model: WFE-3B0-CRXX-XX – দাম ৪৩,২৯০ টাকা
  • Model: WFC-3A7-GDXX-XX – দাম ৪৫,৬৯০ টাকা
  • Model: WFC-3A7-GDNE-XX – দাম ৪৬,১৯০ টাকা
  • Model: WFE-3B0-GDXX-XX (Inverter) – দাম ৪৭,৭৯০ টাকা
  • Model: WFE-3B0-GDEL-XX – দাম ৪৭,৭৯০ টাকা
  • Model: WFE-3B0-GDEN-XX – দাম ৪৮,২৯০ টাকা
  • Model: WFC-3D8-GDEH-XX – দাম ৫০,৪৯০ টাকা
  • Model: WFC-3D8-GDXX-XX – দাম ৪৮,৪৯০ টাকা
উল্লিখিত ফ্রিজের কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলঃ

১। WFC-3A7-NXXX-XX

ওয়ালটন ১২ সেফটি ফ্রিজগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি বিক্রিত একটি মডেল। এটি সরাসরি ঠাণ্ডা করা ফ্রিজ, যার মোট ধারণক্ষমতা (গ্রস ভলিউম) ৩৩৭ লিটার এবং ব্যবহারযোগ্য ধারণক্ষমতা (নেট ভলিউম) ৩১৭ লিটার। ওয়ালটনের এই ১২ সেফটি ফ্রিজটির দাম ৪২,৬৯০ টাকা।

২। WFB-2B6-GDSH-XX

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটির দাম কত এর তালিকায় আমাদের দ্বিতীয় নাম্বারে রয়েছে এই ফ্রিজটি। ফ্রিজটির ধরণ হলো সরাসরি ঠান্ডা করে। ফ্রিজটির গ্রস ভলিউম হলো ২৫২ লিটার ও নেট ভলিউম হলো ২৩৮ লিটার। বর্তমান বাজারে ফ্রিজটির দাম হলো ৪০,৮৯০ হাজার টাকা।

৩। WFE-3B0-CRXX-XX

ওয়ালটনের ১২ সেফটি ফ্রিজগুলোর মধ্যে এটি অন্যতম। যারা ৩৬ হাজার টাকার বাজেটে ভালো মানের ১২ সেফটি ফ্রিজ খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ একটি বিকল্প হতে পারে। এই ফ্রিজটি সরাসরি ঠাণ্ডা করে, এর গ্রস ভলিউম ৩৪১ লিটার এবং নেট ভলিউম ৩২০ লিটার। বর্তমানে এই ১২ সেফটি ফ্রিজটির দাম ৪৩,২৯০ টাকা।

৪। WFC-3A7-GDXX-XX

ওয়ালটনের এই ১২ সেফটি ফ্রিজটির দাম ৪৫,৬৯০ টাকা। এটি একটি ডাইরেক্ট কুল বা সরাসরি ঠাণ্ডা করা ফ্রিজ, যার দরজা গ্লাসের তৈরি। ফ্রিজটির গ্রস ভলিউম ৩৩৭ লিটার এবং নেট ভলিউম ৩১৭ লিটার। এটি ১৫০-২৬০ ভোল্টেজে চলে।

৫। WFC-3A7-GDNE-XX

ওয়ালটন ১২ সেফটি ফ্রিজগুলোর মধ্যে এটি একটি ভালো মানের ফ্রিজ। এটি সরাসরি ঠাণ্ডা করে এবং এর দরজাটি কাঁচের তৈরি। ফ্রিজটির মোট ধারণক্ষমতা (গ্রস ভলিউম) ৩৩৭ লিটার এবং ব্যবহারযোগ্য ধারণক্ষমতা (নেট ভলিউম) ৩১৭ লিটার। বর্তমানে এই ফ্রিজটির বাজার মূল্য ৪৬,১৯০ টাকা।

৬। WFE-3B0-GDXX-XX (Inverter)

যারা ৪৭ হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ালটনের ভালো ফ্রিজ খুঁজছেন, তারা এই ফ্রিজটি কিনে দেখতে পারেন। এটি সরাসরি ঠাণ্ডা করে। ফ্রিজটির মোট ধারণক্ষমতা (গ্রস ভলিউম) ৩৪১ লিটার এবং ব্যবহারযোগ্য ধারণক্ষমতা (নেট ভলিউম) ৩২০ লিটার। বর্তমানে এর বাজার মূল্য ৪৭,৭৯০ টাকা।

৭। WFE-3B0-GDEL-XX

ওয়ালটনের এই মডেলের ফ্রিজটিও বেশ অসাধারণ। যা সরাসরি ঠাণ্ডা করে এবং এর ধারণক্ষমতা ৩৪১ লিটার, যেখানে আপনি মোট ৩২০ লিটার ব্যবহার করতে পারবেন।

৮। WFE-3B0-GDEN-XX

কম দামের মধ্যে ওয়ালটনের ১২ সেফটি ফ্রিজগুলোর মধ্যে এটি একটি। বর্তমানে এই ফ্রিজটির বাজার মূল্য ৪৮,২৯০ টাকা। এটি সরাসরি ঠাণ্ডা করে। এর মোট ধারণক্ষমতা (গ্রস ভলিউম) ৩৪১ লিটার এবং ব্যবহারযোগ্য ধারণক্ষমতা (নেট ভলিউম) ৩২০ লিটার।

৯। WFC-3D8-GDEH-XX

ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের মধ্যে এই ফ্রিজে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই ফ্রিজে গ্লাস এর দরজা ব্যবহার করা হয়েছে। ফ্রিজটির গ্রস ভলিউম হলো ৩৪৮ লিটার ও নেট ভলিউম হলো ৩৩৩ লিটার। বর্তমান বাজারে এই ফ্রিজটির দাম হলো ৫০,৪৯০ হাজার টাকা।

১০। WFC-3D8-GDXX-XX

ওয়ালটনের এটি একটি সেরা ফ্রিজ, যার বর্তমান দাম ৪৮,৪৯০ টাকা। এই ফ্রিজটির দরজা গ্লাসের তৈরি এবং এটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার ছাড়াই চলতে পারে। ফ্রিজটির মোট ধারণক্ষমতা (গ্রস ভলিউম) ৩৩৩ লিটার এবং ব্যবহারযোগ্য ধারণক্ষমতা (নেট ভলিউম) ২৯৩ লিটার।

ওয়ালটন ফ্রিজ ৯ সেফটি দাম কত

ওয়ালটন ৯ সেফটি ফ্রিজের আপডেট দামের তালিকা নিচে দেওয়া হলো:
ফ্রিজ মডেল: Walton WFD-1D4-GDEL-XX Frost
বর্তমান মূল্য: ২৬,৯৯০ টাকা

ফ্রিজ মডেল: Walton WFD-1B6-GDEL-XX Frost
বর্তমান মূল্য: ২৪,২৯৯ টাকা

ফ্রিজ মডেল: WFA-2D4-GDEH-XX Direct Cool 244 Ltr
বর্তমান মূল্য: ৪০,৩৯০ টাকা।

ফ্রিজ মডেল: WFA-2D4-GDEL-XX Direct Cool 244 Ltr
বর্তমান মূল্য: ৩৯,৮৯০ টাকা।

ফ্রিজ মডেল: WFB-2E0-GDEH-XX Direct Cool 250 Ltr
বর্তমান মূল্য: ৪২,২৯০ টাকা।

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত

ওয়ালটন কোম্পানির বিভিন্ন সাইজের ফ্রিজ রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হলো ৮ সেফটি ফ্রিজ। বর্তমানে ওয়ালটনের অন্যান্য সাইজের ফ্রিজের জনপ্রিয়তা থাকলেও সাধারণত ছোট পরিবারগুলোতে ওয়ালটনের ৮ সেফটি ফ্রিজের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

সাধারণত একটি ফ্রিজের দাম নির্ধারিত হয় ওই ফ্রিজের আকার আকৃতি, ধারণ ক্ষমতা ইত্যাদি সহ অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তির উপর। আপনাদের জন্য ওয়ালটন ৮ সেফটি ফ্রিজের সকল মডেল ও তাদের দাম নিচে তুলে ধরা হলো।
  • Model: WFA-2BO-GDEL-XX – Price: 32,990
  • Model: WFB-1H5 -ELXX-XX – Price: 31,290
  • Model: WFA-2BO-GDXX-XX – Price: 32,490
  • Model: WFB-2X1-GDXX-XX – Price: 33,490
  • Model: WFA-2D4-NEXX-XX – Price: 33,990
  • Model: WFB-2X1- EL XX-XX – Price: 33,290
  • Model: WFB-2X1- EL XX-XX – Price: 33,290

লেখকের শেষ মতামত

ওয়ালটন আমাদের দেশীয় একটি জনপ্রিয় ব্র্যান্ড। ভালো মানের ফ্রিজ তৈরির কারণে ওয়ালটনের সুনাম দিন দিন বাড়ছে। বর্তমানে অনেকেই ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি এবং বাংলাদেশে এর দাম সম্পর্কে জানতে চান। কেনার আগে দাম সম্পর্কে ধারণা থাকলে ফ্রিজ কেনা অনেক সহজ হয়ে যায়।

এখানে দেয়া দামের সাথে বাজারের দামের কিছুটা পার্থক্য হতে পারে। ফ্রিজের দাম সবসময় একরকম থাকে না। তাই ফ্রিজ কেনার সময় অবশ্যই ভালো ভাবে দামের ব্যাপারটি দেখে নিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url