বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত ২০২৫ (আপডেট প্রাইজ)

বাংলাদেশের সেলাই মেশিনের বাজারে অনেক কোম্পানি থাকলেও বাটারফ্লাই সেলাই মেশিনটি সবচেয়ে জনপ্রিয়। এর দীর্ঘস্থায়ী ব্যবহার এবং ভালো কার্যকারিতার কারণে এটি সবার কাছে পরিচিতি লাভ করেছে। এটি অনেকদিন যাবত ভালো সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেকে বাটারফ্লাই সেলাই মেশিন পছন্দ করেন। এত সুবিধা থাকার কারণে বেশির ভাগ গ্রাহকেরাই এই মেশিনটি পছন্দ করে থাকে।
বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত
এই মেশিনের দাম কত টাকা এছাড়াও কোন মডেলের কত টাকা দাম কিংবা মডেলের উপর দাম নির্ধারণ করা হয়।অনেকেই এই মেশিনের দাম সম্পর্কে জানতে চান। আজকের এই আর্টিকেলে বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত, সে বিষয়ে আপডেটেড তথ্য নিয়ে আলোচনা করা হবে।
পোষ্ট সূচিপত্রঃ

বাটারফ্লাই সেলাই মেশিন দাম কত ২০২৫

বাটারফ্লাই সেলাই মেশিন অনেকেই স্ট্যান্ড ছাড়া আবার অনেকেই স্ট্যান্ডসহ দাম কত টাকা এই সম্পর্কে অনেকেই জানতে চাই। বাংলাদেশের সব জায়গায় বাটারফ্লাই সেলাই মেশিনের শোরুম রয়েছে অথবা দোকানে পাওয়া যায়। এই কোম্পানির বিভিন্ন মডেলের সেলাই মেশিন রয়েছে। একটি ভালো মানের সেলাই মেশিন ক্রয় করতে হলে আট থেকে দশ হাজার টাকা লাগতে পারে।
এছাড়াও আপনি যদি একটি উন্নত মানের সেলাই মেশিন তৈরি করতে চান তাহলে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে। আবার আপনি যদি স্ট্যান্ড ছাড়া সেলাই মেশিন নিতে চান তাহলে মোটামুটি আপনাকে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ করতে হতে পারে। কিছুটা দাম কম-বেশি হতে পারে।

বাটারফ্লাই সেলাই মেশিন অনেক ভালো মানের সেলাই মেশিন। বাটারফ্লাই কোম্পানি অনেক পুরাতন একটি কোম্পানি। বাটারফ্লাই সেলাই মেশিন মানুষ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আচ্ছে। গ্রাম অঞ্চলের মানুষ বাটার ফ্লাই সেলাই মেশিন বেশি ব্যবহার করে থাকে। তবে আগের তুলনায় বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কিছুটা বেড়েছে। তাই অনেকেই এর দাম জানতে চায়। আজকে আমরা বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কত জানিয়ে দিবো। 

আপনি চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে নিতে পারেন। কিছু জনপ্রিয় মডেলের সম্ভাব্য দাম নিচে উল্লেখ করা হলঃ
১। Butterfly JA2-1 Hand Sewing
  • ব্র্যান্ড: প্রজাপতি
  • মডেল: JA2-1
  • ফিড ড্রপ মেকানিজম
  • ফরোয়ার্ড এবং রিভার্স স্টিচিং
  • ডায়াল টাইপ থ্রেড টেনশন সামঞ্জস্য
  • প্রকার: হাত
  • হ্যান্ড স্ট্যান্ড
  • কাঠের কভার অন্তর্ভুক্ত
  • টুল কিট অন্তর্ভুক্ত
  • সম্পূর্ণ মেশিন যন্ত্রাংশ সেট এবং ম্যানুয়াল
  • রঙ: নীল
  • দাম: ৭৮০০ টাকা
২। Butterfly Overlock Electric Sewing
  • বৈদ্যুতিক সেলাই মেশিন
  • সেলাইয়ের গতি: 3000rpm
  • বুনন দৈর্ঘ্য: 2.5-3. 2 মিমি
  • হেমিং প্রস্থ: 3.5-5 মিমি
  • সেলাই উপাদান বেধ: 3 মিমি
  • প্রেসার ফুট স্ট্রোক: 3,5 মিমি
  • ব্যবহৃত সুই: 14# বা 11#
  • Suture স্পেসিফিকেশন: 40/2 পলিয়েস্টার থ্রেড
  • মোটর শক্তি: 150W
  • নেট ওজন: প্রায় 13 কেজি
  • মেশিনের মাথার আকার:250220270mm
  • দাম: ৯২০০ টাকা
৩। Butterfly Sewing Machine with Wooden Cover
  • ব্র্যান্ড: প্রজাপতি
  • ফিড ড্রপ মেকানিজম
  • ফরোয়ার্ড এবং রিভার্স স্টিচিং
  • ডায়াল টাইপ থ্রেড টেনশন সমন্বয়
  • স্ট্যান্ড অন্তর্ভুক্ত
  • কাঠের কভার অন্তর্ভুক্ত
  • টুল কিট অন্তর্ভুক্ত
  • রঙ: কালো
  • দাম: ৯৭০০ টাকা
৪। Butterfly Zig Zag And Straight Sewing
  • বৈদ্যুতিক সেলাই মেশিন
  • পোর্টেবল টেবিল শীর্ষ মেশিন
  • মাল্টি-ফাঙ্কটন জিগ জ্যাগ এমব্রয়ডারি মেশিন
  • LED পাইলট বাতি নির্মিত
  • দ্রুত ঘুরানো Bobbins
  • ফ্রি আর্ম
  • সুনির্দিষ্ট শীর্ষ সেলাই জন্য পরিবর্তনশীল সুচ অবস্থান
  • চার ধাপের বোতামহোল
  • সহজ পালা ডায়াল প্যাটার্ন নির্বাচন
  • চার ধাপের বোতামহোল সহ 10.12টি অন্তর্নির্মিত সেলাই
  • দাম: ১৪৪৯০ টাকা
৫। Butterfly Sewing Machine JH 8190A
  • ওয়ারেন্টি: ১ বছর
  • বিদ্যুৎ খরচ / পাওয়ার: ৭০W
  • দাম: ৭৪৯৯ টাকা
৬। Butterfly Sewing Machine JH-8390S
  • ওয়ারেন্টি: ১ বছর
  • বিদ্যুৎ খরচ / পাওয়ার: ৭০w
  • দাম: ৭৯৯৯ টাকা
৭। Butterfly Sewing Machine JH 5311A

এই সেলাই মেশিনটি মানের মেটাল ফ্রেম দিয়ে তৈরি যা অনেক ভালো এবং দীর্ঘস্থায়ী চলে। এতে অনেক ভালো মানের মটর থাকার ফলে লম্বা সময় ধরে নিজের প্রয়োজন মত কাজে লাগানো যায়। তাছাড়াও মজার ব্যাপার হচ্ছে ১১ ধরনের সেলাই দেওয়া যায় এই মেশিনের সহযোগিতায়। তাই বাটারফ্লাই এর জনপ্রিয় এই মডেলটি কিনতে হলে আপনার টোটাল খরচ ৮০০০ টাকার মত পড়তে পারে।

৮। Butterfly Sewing Machine JA2-1

আপনার আনুমানিক বাজেট হতে হবে ৯ থেকে ১০ হাজার টাকা। এই মডেলটি মজবুদ ধাতব দিয়ে তৈরি, যা দীর্ঘদিন ব্যবহারের জন্য উপযুক্ত।  সঠিক যত্ন নিলে এবং সঠিকভাবে ব্যবহার করলে এই সেলাই মেশিন টিকবে বেশ কয়েক বছর। যদি বাটারফ্লাই মেশিন কেনার আগে সঠিক দাম না জেনে থাকেন তাহলে বাজারের অসাধু ব্যবসায়ীরা বেশি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে।
আবার অনেকেই অনেক টাকা হাতিয়ে নিয়েছে। বাটারফ্লাই সেলাই মেশিন আগের থেকে তুলনামূলক ভাবে অনেকটা আধুনিক করেছে এছাড়াও মেশিন গুলোর মডেল কিছু টা চেঞ্জ করেছে।

এছাড়া অনেকেই বাটারফ্লাই মেশিন গুলোতে ভালো ইলেকট্রিক মোটর লাগিয়ে সেলাই কাজ করে থাকে। এই সেলাই মেশিন গুলোতে মোটর লাগানো থেকে শুরু করে সকল কাজ শেষ করতে টাকা লাগে ১২ থেকে ১৫ হাজার টাকা পযর্ন্ত। এই কাজ গুলো করতে অনেক সময় একটু বেশি টাকাও লাগতে পারে আবার অনেক সময় একটু কম টাকাও রাখতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: মনে রাখবেন, অনলাইন বা অফলাইন যেকোনো জায়গা থেকে পণ্য কেনার সময় সতর্ক থাকা জরুরি। অনেক সময় কম দামে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের জিনিস বিক্রি হতে দেখা যায়, সেগুলো কেনার সময়েও ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন।

আর হ্যাঁ, আমাদের দাম কত টাকা ডট কম ওয়েবসাইট কোন ধরনের পণ্য অনলাইনে বিক্রি করে না। মূলত আমাদের টিমের উদ্দেশ্য নিত্যপণ্য সম্পর্কে আপনাদেরকে জানানো এবং দাম সম্পর্কে সঠিক আইডিয়া দেওয়া।

সেলাই মেশিনের দাম কত টাকা ২০২৫

আপনি যদি সেলাই মেশিনের জগতে নতুন হয়ে থাকেন, তাহলে হয়তো এর দাম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। বাজার, দোকান বা অনলাইন থেকে সেলাই মেশিন কেনার আগে অবশ্যই বিভিন্ন মডেল এবং তাদের দাম সম্পর্কে জেনে নেওয়া উচিত। তাহলে আশা করি কোন জায়গাতেই আপনি মেশিন কিনতে গিয়ে ঠকবেন না ।

পোর্টেবল সেলাই মেশিনের দাম ১,৫০০ থেকে ২,০০০ টাকা হতে পারে। পায়ে চালিত সেলাই মেশিনগুলো ৭,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে পাওয়া যায়, আর ইলেকট্রিক সেলাই মেশিনের দাম ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। আপনি কোন ধরনের সেলাই মেশিন কিনতে চান তার উপর দাম কমবেশি হবে।
আপনার যদি অল্প কাজ থাকে, তাহলে আপনি একটি পোর্টেবল সেলাই মেশিন কিনতে পারেন। এই মেশিনগুলো দিয়ে নরম কাপড় সেলাই করা যায় এবং অল্প পরিমাণ কাজের জন্য এটি খুবই ভালো। পায়ে চালিত সেলাই মেশিনের দাম সাধারণত ৭ হাজার থেকে ১০ হাজার টাকা হয়ে থাকে। 

আপনি যদি এই ধরনের সেলাই মেশিন কিনতে চান, তাহলে এই দামের মধ্যে বাটারফ্লাই সহ বিভিন্ন কোম্পানির মেশিন কিনতে পারবেন। ইলেকট্রিক সেলাই মেশিনের দাম ২৫ হাজার টাকা থেকে শুরু হয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। একটি ভালো মানের ইলেকট্রিক সেলাই মেশিন কিনতে চাইলে আপনি 'জুকি' বা 'বাটারফ্লাই' ব্র্যান্ডের মেশিন দেখতে পারেন। 

এগুলোর দাম সাধারণত ৫০ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে। আমাদের অনেক মা-ও বোন বাড়িতে নিজেদের কাপড় সেলাই করার জন্য সেলাই মেশিন ব্যবহার করেন। আবার কেউ কেউ ব্যবসায়িক উদ্দেশ্যেও এটি ব্যবহার করে থাকেন। আসলে এই মেশিনের মূল্য আপনি কোন কোম্পানির সেলাই মেশিন কিনতে চাচ্ছেন তার ওপর নির্ভর করে হয়ে থাকে । 

বর্তমানে বাজারে অসংখ্য কোম্পানির সেলাই মেশিন পাওয়া যায় যেগুলো ব্যবহার করা খুবই সহজ এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলেও এই মেশিন গুলো ব্যবহার করতে পারবেন ।

বর্তমানে বাজারে ৬,০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের সেলাই মেশিন পাওয়া যায়। আপনার বাজেট যদি এর মধ্যে থাকে, তাহলে আপনি সহজেই একটি ভালো মেশিন কিনতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যত বেশি খরচ করবেন, মেশিনের গুণগত মানও তত ভালো হবে।

আসল বাটারফ্লাই সেলাই মেশিন চেনার উপায়

একটি সেলাই মেশিন যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে চান, তাহলে সেটি আসল কিনা তা যাচাই করে নেওয়া খুবই জরুরি। কারণ বাজারে ভালো জিনিসের নকলও বের হয়। তাই আপনার পছন্দের জিনিসটি কেনার আগে অবশ্যই তা আসল কিনা, তা যাচাই করে কিনবেন।

দীর্ঘদিন ধরে বাটারফ্লাই সেলাই মেশিন জনপ্রিয়তার সাথে গ্রাহকদের সেবা দিয়ে আসছে এছাড়াও অনেক অসাধু ব্যবসায়ীরা এর ডুব্লিকেট কপি বাজারে নিয়ে এসেছে। সেলাই মেশিন কেনার পূর্বে অবশ্যই আসল সেমাই মেশিন ক্রয় করছেন কিনা তা চেক করে নেওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম গুলো নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
  • প্রথমে দেখে নেবেন মেশিনের গায়ে Butterfly লোগোটি সঠিকভাবে লাগানো আছে কি না।
  • আসল সেলাই মেশিনের উপরে সুন্দরভাবে ইংরেজি তে বাটারফ্লাই লেখাটি দেওয়া থাকবে। কোন প্রকার ঝাপসা অথবা এলোমেলো থাকলে এটা ডুপ্লিকেট। একদম সুন্দর করে নামটি দেওয়া থাকবে।
  • সেলাই মেশিনের পাদানিতে সুন্দর করে বাটারফ্লাই লেখাটি দেওয়া থাকবে। যদি না থাকে তাহলে এগুলো কপি সেলাই মেশিন।
  • সেলাই মেশিনের প্যাকেট একটি বারকোড দেওয়া থাকবে।
  • এছাড়াও বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিনের সাথে কপি সেলাই মেশিনে দেখতে অনেকটা পরিবর্তন হয়েছে। 
  • আবার ওজন হালকা হতে পারে দেখতে কপি কপি লাগবে এবং রং গুলা হালকা হালকা লাগবে এছাড়াও আরে অনেক কিছু ধরা পড়বে।
  • এর পাশাপাশি মেশিনের গঠনগত মান, অর্থাৎ বিল্ড কোয়ালিটিও ভালোভাবে যাচাই করে দেখবেন।
সতর্কতা:
অনলাইন বা অফলাইন, যেকোনো জায়গা থেকে কেনাকাটা করার সময় সবসময় সতর্ক থাকাটা খুবই জরুরি। বর্তমানে অনেক সময় স্বনামধন্য ব্র্যান্ডের পণ্য খুব কম দামে বিক্রি করতে দেখা যায়।

লেখকের শেষ মতামত

গার্মেন্টস শিল্পের প্রসারের কারণে এখন অনেকেই সেলাই মেশিন কিনে নিজস্ব ব্যবসা শুরু করতে চাইছেন। আপনারা যদি সেলাই মেশিন কিনতে আগ্রহী হন, তাহলে আমি বলবো বাটারফ্লাই সেলাই মেশিন কেনার কথা ভাবতে পারেন। কারণ অন্যান্য কোম্পানির মেশিনের তুলনায় বাটারফ্লাই সেলাই মেশিনগুলো বেশ জনপ্রিয় এবং এদের গুণগত মানও অনেক ভালো।

এই আর্টিকেলটি লেখার সময় আমি চেষ্টা করেছি যথাসম্ভব সহজ ভাষায় বাটারফ্লাই সেলাই মেশিনের দাম কতএবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url