সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫ - ৭টি কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলার দাম
সিঙ্গেল গ্যাসের চুলার দাম: বর্তমানে সিঙ্গেল গ্যাসের চুলার দাম কিছুটা ওঠানামা
করলেও, সব কোম্পানির দাম বাড়েনি। বাজারে আরএফএল-এর মতো ভালো ব্র্যান্ডের চুলাগুলো
বেশ জনপ্রিয়।আজকের এইআর্টিকেলটিতে আমরা ২০২৫ সাল অনুযায়ী আরএফএল, ওয়ালটন,
সিঙ্গার, গাজী, টপার, এলজি, মার্সেল এবং মিয়াকো কোম্পানির সিঙ্গেল ও ডাবল
বার্নারের গ্যাসের চুলার দাম বিস্তারিত জানাবো।
গ্যাসের চুলা কেনার আগে যদি আপনি দামগুলো জেনে নিতে পারেন, তাহলে যেকোনো দোকান
থেকে সঠিক দামে চুলা কিনতে আপনার সুবিধা হবে। আজকের লেখায় আমরা বাজারের সবচেয়ে
জনপ্রিয় সাতটি ব্র্যান্ডের গ্যাসের চুলার দাম নিয়ে আলোচনা করব। ২০২৫ সালের
হিসাবে আরএফএল, ওয়ালটন এবং অন্যান্য কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত,
জানতে পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন।
পোষ্ট সূচিপত্রঃ
সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫ ও ২০২৬
বাজারে বেশ কিছু কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলা পাওয়া যায়। সিঙ্গেল গ্যাসের
চুলার দাম ২০২৫ সালের তুলনায় ২০২৫ সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে। সিঙ্গেল
গ্যাসের চুলা গুলো গ্যাস সাশ্রয়ী। অল্প গ্যাসে দীর্ঘক্ষণ রান্না করা যায়।
আপনি আপনার ঘরের যে কোন স্থানে এই সিঙ্গেল গ্যাসের চুলা রাখতে পারবেন। অল্প
জায়গাতে সহজে এটি সেটাপ করে রান্নার কাজ করা যায়।
সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলার জন্য আলাদা কোনো রান্নাঘরের প্রয়োজন নেই।
সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা সহজে পরিবহন করা যায়। বাসা বাড়ি ছাড়াও
আপনি এই গ্যাসের চুলা যেকোনো স্থানে পরিবহন করতে পারবেন। ধরুন ভ্রমণে
যাচ্ছেন, একাকী রুমে থাকেন, অথবা কোন মুখরোচক খাবারের ব্যবসা প্রতিষ্ঠানের
জন্য সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা গুলো অত্যন্ত সুবিধা জনক।
সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলায় স্বল্প গ্যাসের দীর্ঘক্ষণ রান্না করা যায়।
বাজারে বেশ কিছু কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলা পাওয়া যায়। ৭টি কোম্পানির
২০২৫ ও ২০২৬ সালের সিঙ্গেল গ্যাসের চুলার দাম যেগুলো বাজারের সবচেয়ে সেরা
কিছু তালিকা দেওয়া হলোঃ
📌আরো পড়ুন👉১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত (আপডেট দাম)
- আরএফএল 828492 মডেলের চুলার দাম 2,530 টাকা
- ওয়ালটন WGS-SSH90 মডেলের চুলার দাম ১৬৫০ টাকা
- গাজী GST-115C LPG গ্যাসের চুলার দাম ২৩৯৯ টাকা
- এলজি মধ্যম সাইজের সিঙ্গেল গ্যাসের চুলার দাম ১৮০০-২০০০ টাকা
- মার্সেল MGS-SSH90 LPG মডেলের দাম ১৬৫০ টাকা
- মিয়াকো MG-3213 LPG মডেলের দাম ২৪০০ টাকা
এইগুলো কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলার দাম প্রায়ই কম বেশি হয়ে থাকে। তাই
সবচেয়ে হালনাগাদ ও আপডেট দাম জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নিকটস্থ
ডিলার শোরুমে গিয়ে সঠিক দাম জেনে নেওয়াটা জরুরি।
আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৫
অনেকে আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলা কিনবেন বলে প্রতিনিয়ত আরএফএল সিঙ্গেল
গ্যাসের চুলার দাম কত সে সম্পর্কে জানতে চান। আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার
দাম মডেল ও বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন রকমের হয়। বাজারে আরএফএল
এর সিঙ্গেল বেশকিছু গ্যাসের চুলা পাওয়া যায়। সাধারণ গ্যাসের চুলার চাইতে
টেফনল কোটেড ননস্টিক বডির গ্যাসের চুলার দাম কিছুটা বেশি।
সাধারণ সিঙ্গেল আরএফএল গ্যাসের চুলার দাম ১৬০০-২০০০ টাকা। আরএফএল সিঙ্গেল
আকর্ষণীয় ফিচার স্টেনলেস স্টিলের গ্যাসের চুলার দাম ২০০০-৪৫০০ টাকা পর্যন্ত।
তবে মডেল অনুযায়ী এই দাম কিছুটা কম অথবা বেশিও হতে পারে। নিচে বেশকিছু
মডেলের আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত তার একটি তালিকা দেওয়া হলঃ
১। মডেলঃ HUK-3364540905
- বার্নারঃ সিঙ্গেল
- ওয়ারেন্টিঃ ১ বছর
- দামঃ 1,520
২। মডেলঃ 828492
- বার্নারঃ সিঙ্গেল
- ওয়ারেন্টিঃ ১ বছর
- দামঃ 2,530
৩। মডেলঃ 801394
- বার্নারঃ সিঙ্গেল
- ওয়ারেন্টিঃ ১ বছর
- দামঃ 1,200
৪। মডেলঃ RflzT2000Vb
- বার্নারঃ সিঙ্গেল
- ওয়ারেন্টিঃ ১ বছর
- দামঃ 3,600
ওয়ালটন সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫
বাংলাদেশের সুনামধন্য কোম্পানি গুলোর মধ্যে একটি হলো ওয়ালটন। অন্যান্য
কোম্পানির সাথে তাল মিলিয়ে ওয়ালটনের সিঙ্গেল গ্যাসের চুলা গুলো বাজারে
বিক্রয় হয়। ওয়ালটনের গ্যাসের চুলা গুলো বেশ কিছু মডেলের ভিন্ন ভিন্ন
ডিজাইনের দেখতে পাওয়া যায়। মডেল অনুযায়ী ওয়ালটনের গ্যাসের চুলা গুলোর
দাম কিছুটা কম বেশি হয়। মডেল অনুযায়ী ওয়ালটন সিঙ্গেল গ্যাসের চুলার দাম
নিচে দেয়া হলঃ
📌আরো পড়ুন👉রিমোট কন্ট্রোল হেলিকপ্টার দাম কত (আপডেট দাম)
- ওয়ালটন WGS-SSH90 মডেলের চুলার দাম ১৬৫০ টাকা
- ওয়ালটন WGS-SS2 মডেলের চুলার দাম ১৮৯০ টাকা
- ওয়ালটন WGS-SWEETY SINGLE মডেলের চুলার দাম ২৬৫০ টাকা
- ওয়ালটন WGS-GSC90 মডেলের চুলার দাম ২৫৯০ টাকা
- ওয়াল্টন WGS-GSC20 মডেলের চুলার দাম ২৭৯০ টাকা
সিঙ্গার সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫
সিঙ্গার ব্যান্ডের গ্যাসের চুলা গুলো রান্নার জন্য অত্যন্ত উপযোগী। সিঙ্গার
ব্যান্ডের গ্যাসের চুলা অন্যান্য কোম্পানির চাইতে তুলনামূলক দামে কিছুটা
সংস্থা। সিঙ্গার ব্যান্ডের গ্যাসের চুলায় উন্নত মানের স্টিল ব্যবহার করা
হয়েছে। এই স্ট্যান্ডলেস স্টিল এই ব্র্যান্ডের চুলাকে টেকসই ও মরিচা
প্রতিরোধ করতে সাহায্য করে।
সিঙ্গার ব্র্যান্ডের গ্যাস চুলায় স্টিলের বার্নার ব্যবহার করা হয়েছে, যা
রান্নার জন্য সর্বোচ্চ তাপ সরবরাহ করতে পারে। সিঙ্গার-এর কিছু মডেলে ইগনিশন
সিস্টেমও আছে। এই ব্র্যান্ডের চুলাগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায়। সিঙ্গার
ব্র্যান্ডের সিঙ্গেল গ্যাসের চুলার দাম মডেল ও বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে
কম বেশি হয়।
- নরমাল সিঙ্গার সিঙ্গেল গ্যাসের চুলার দাম ১৮০০-২২০০ টাকা হয়ে থাকে।
- সর্বোচ্চ ভালো মানের সিঙ্গেল মডেলের গ্যাসের চুলার দাম ৩৬৯০ হয়ে থাকে।
গাজী সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫
অন্যান্য কোম্পানির সাথে তাল মিলিয়ে বাজারে গাজী কোম্পানির গ্যাসের চুলা
মার্কেট দখল করে আছে। গাজী কোম্পানির গ্যাসের চুলা গুলো দেখতে অত্যন্ত
আকর্ষণীয়। গাজী কোম্পানির গ্যাসের চুলা গুলো গ্যাসে সাশ্রয়ী। অল্প গ্যাসে
গাজী সিঙ্গেল গ্যাসের চুলা গুলোতে দীর্ঘক্ষণ রান্না করা যায়। সাধারণত
মডেলের উপর ভিত্তি করে গাজী সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৪ সালের তুলনায়
২০২৫ সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
📌আরো পড়ুন👉গাজী ট্যাংক 1000 লিটার দাম কত জানুন
- GST-115C LPG গ্যাসের চুলার দাম ২৩৯৯ টাকা
- GST-111C LPG গ্যাসের চুলার দাম ২৪০০ টাকা
- GST-110C LPG গ্যাসের চুলার দাম ২৮০০ টাকা
টপার সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫
টপার সিঙ্গেল গ্যাসের চুলা মূলত আরএফএল কোম্পানির একটি মডেলের নাম। আরএফএল
কোম্পানির টপার গ্যাসের চুলা মূলত সর্বনিম্ন কোয়ালিটির গ্যাসের চুলা। টপার
গ্যাসের চুলা সিঙ্গেল গ্যাসের চুলা। টপার সিঙ্গেল গ্যাসের চুলার দাম ১২৫০
টাকা ছিল। ২০২৫ সালে টপার সিঙ্গেল গ্যাসের চুলার দাম বৃদ্ধি পেয়ে ১৫২০
টাকা হয়েছে।
এলজি সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫
অন্যান্য কোম্পানির গ্যাসের চুলার চাইতে এলজি সিঙ্গেল গ্যাসের চুলার দাম
কিছুটা বেশি। তবে দাম বেশি হলেও এলজি সিঙ্গেল গ্যাসের চুলা অত্যন্ত টেকসই।
আপনি সহজে এলজি গ্যাসের চুলা গুলো ব্যবহার করতে পারবেন। ঘরের যে কোন
জায়গায় রেখে এলজি গ্যাসের চুলা ব্যবহার করা যায়। কেননা অন্যান্য গ্যাসের
চুলা গুলোর চাইতে এই গ্যাসের চুলার সাইজ কিছুটা ছোট।
এলজি সিঙ্গেল গ্যাসের চুলাগুলো খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে
যাওয়া যায়। এই চুলায় উন্নত মানের স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। ২০২৪
সালের তুলনায় ২০২৫ সালে এলজি সিঙ্গেল গ্যাসের চুলার দাম কিছুটা বেড়েছে।
- এলজি ব্র্যান্ডের মাঝারি মানের সিঙ্গেল গ্যাসের চুলার দাম সাধারণত ১৮০০ থেকে ২০০০ টাকা
- সর্বোচ্চ মানের চুলার দাম ৩২০০ থেকে ৪২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
মার্সেল সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫
অন্যান্য কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলার চাইতে মার্সেল সিঙ্গেল গ্যাসের
চুলার দাম একটু বেশি। মার্সেল সিঙ্গেল গ্যাসের চুলগুলো দেখতে অত্যন্ত
আকর্ষণীয়। মার্সেল সিঙ্গেল গ্যাসের চুলায় উচ্চ তাপমাত্রা সহ্য করার জন্য
ইউরোপীয় স্ট্যান্ডার্ড টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে। দীর্ঘ সময়
ধরে মরিচা রোধ করার জন্য স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে।
- মার্সেল MGS-SSH90 LPG মডেলের দাম ১৬৫০ টাকা
- মার্সেল MGS-SWEETY SINGLE LPG মডেলের দাম ২৬৫০ টাকা
- মার্সেল MGS-GSC20 LPG মডেলের দাম ২৭৯০ টাকা
- মার্সেল MGS-GSC90 LPG মডেলের দাম ২৫৯০ টাকা
মিয়াকো সিঙ্গেল গ্যাসের চুলার দাম ২০২৫
মিয়াকো সিঙ্গেল গ্যাসের চুলার দাম সাধারণত মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন রকম
হয়। অন্যান্য কোম্পানির চাইতে মিয়াকো গ্যাসের চুলার দাম কিছুটা কম।
মিয়াকো গ্যাসের চুলায় উন্নত মানের স্ট্যান্ডলেস স্টিল ব্যবহার করা
হয়েছে। মিয়াকো গ্যাসের চুলা আকর্ষণীয় ডিজাইন গ্লাস ও নন গ্লাস উভয়
মডেলের পাওয়া যায়।
- মিয়াকো MG-132SG LPG মডেলের দাম ৩২০০ টাকা
- মিয়াকো MG-6211 LILY LPG মডেলের দাম ২২০০ টাকা
- মিয়াকো MG-3213 LPG মডেলের দাম ২৪০০ টাকা
- মিয়াকো MG-29SG LPG মডেলের দাম ২১৫০ টাকা
কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা সবচেয়ে ভালো
অনেকেই প্রায়ই জানতে চান, কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা সবচেয়ে ভালো?
বাজারে যত চুলা আছে, তার মধ্যে আরএফএল প্রথম অবস্থানে এবং ওয়ালটন দ্বিতীয়
অবস্থানে আছে। যদিও আরএফএল ছাড়াও আরও অনেক ভালো কোম্পানির গ্যাস চুলা পাওয়া
যায়, তবে গুণগত মানের দিক থেকে আরএফএল-এর গ্যাস চুলাগুলো সত্যিই বেশ এগিয়ে।
আর এফ এল গ্যাসের চুলার দীর্ঘস্থায়ী। স্বল্প গ্যাসের খরচে আরএফএল গ্যাসের
চুলায় দীর্ঘ সময় ধরে রান্না করা যায়। অন্যদিকে, ওয়ালটন ব্র্যান্ডের
গ্যাস চুলাগুলো গ্যাস সাশ্রয়ী এবং দামও তুলনামূলকভাবে কম। তাই দাম ও গুণগত
মান—দু'দিক থেকেই আরএফএল এবং ওয়ালটনের গ্যাস চুলা বেশ ভালো।
কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা সবচেয়ে বেশি টেকসই
অনেকে গ্যাসের চুলা কিনবেন বলে প্রতিনিয়ত খোঁজ করেন কোন ব্র্যান্ডের
গ্যাসের চুলা সবচেয়ে বেশি টেকসই। প্রত্যেকটি ব্র্যান্ডের গ্যাসের চুলায়
সবচেয়ে বেশি টেকসই ও মজবুত। টেক সহায়তা নিজের কাছে। আপনি চুলা যেভাবে
ব্যবহার করবেন ওই চুলা তত বেশি টেকসই হবে।
চুলা ব্যবহারের পর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। পরিষ্কার
পরিচ্ছন্ন করে রাখলে সহজে মরিচা ধরে না। আরএফএল ও ওয়াল্টনের গ্যাস চুলাগুলো
বেশ টেকসই। তবে এই দুটি ব্র্যান্ড ছাড়াও বাজারে আরও অনেক ভালো ও মজবুত
গ্যাসের চুলা আছে।
গ্যাসের চুলা টেকসই করার উপায়
গ্যাসের চুলা টেকসই করার জন্য গ্যাসের চুলা নিয়মিত পরিষ্কার করুন।
প্রতিদিন রান্না শেষে গ্যাসের চুলা পরিষ্কার করুন। প্রতি সপ্তাহে কমপক্ষে
একবার চুলার প্রত্যেকটি অংশ খুলে আলাদাভাবে পরিষ্কার করুন। রান্না করার
সময় অবশ্যই মিডিয়াম তাপমাত্রায় রান্না করবেন এতে চুলা দীর্ঘদিন ভালো
থাকবে। কখনোই ওভারলোড বাহ বেশি ওজনের পাত্র চুলায় দিয়ে রান্না করবেন না।
বাজারে গুণগতমান যাচাই করে সবচেয়ে ভালো কোম্পানির গ্যাসের চুলা ক্রয়
করুন। রান্নাঘরে উঁচু জায়গায় সমান স্থানে গ্যাসের চুলা রাখুন। রান্না
করার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের চুলার খুঁটি ভালোভাবে লেগে আছে
কিনা। গ্যাসের চুলা নড়াচড়া করলে চুলাটি ভালোভাবে স্থাপন করুন। এভাবে আপনি
গ্যাসের চুলা ব্যবহার করলে আপনার গ্যাসের চুলা টেকসই হবে।
গ্যাসের চুলা কেনার আগে যেসব দিক বিবেচনা করবেন
আপনি সিঙ্গেল বা ডাবল যেকোনো বার্নারের গ্যাস চুলাই কেনেন না কেন, কেনার
আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনি কম খরচে
একটি ভালো চুলা অনেক দিন ব্যবহার করতে পারবেন। প্রথমেই আপনার পরিবারের
প্রয়োজন অনুযায়ী বার্নারের সংখ্যা বেছে নিন।
ছোট ফ্যামিলির জন্য সিঙ্গেল বার্নার এবং বড় ফ্যামিলির জন্য ডবল বার্নার
নির্বাচন করুন। গ্যাসের চুলার মধ্যে সবচেয়ে ভালো স্ট্যান্ড বিল্টিন
গ্যাসের চুলা। গ্যাসের চুলা কেনার পূর্বে অবশ্যই পিতলের বার্নার দেখে
গ্যাসের চুলা কিনবেন। পিতলের বার্নার তাপমাত্রা ভালোভাবে ধরে রাখতে পারে
এবং দীর্ঘস্থায়ী, ও জ্বালানি সাশ্রয়ী হয়।
অ্যালুমিনিয়ামের বার্নারগুলো ওজনে হালকা। অন্যদিকে, স্টেইনলেস স্টিলের
বার্নারগুলো সহজে পরিষ্কার করা যায় এবং এতে মরিচা ধরে না। গ্যাস চুলা কেনার
সময় এমন মডেল বেছে নিন, যা বাজারে সহজে পাওয়া যায় এমন গ্যাসের সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ। কোম্পানির নাম যা-ই হোক না কেন, যে চুলায় সবচেয়ে বেশি
নিরাপত্তা ব্যবস্থা আছে, সেটিই কেনা বুদ্ধিমানের কাজ।
যেমন অটো ইগনিশন, ফিল্ম সেফটি ডিভাইস, এন্টি ডিস্ক বেস, এ ফিচারগুলো যে
চুলাতে রয়েছে আপনি সেই চুলা সহজে ব্যবহার করতে পারবেন। সিঙ্গেল বার্নারের
চুলা গুলো জ্বালানি সাশ্রয়ী, সিঙ্গেল বার্নারের চুলা গুলোতে গ্যাস অপচয়
কম হয়। যে কোম্পানির গ্যাসের চুলা সহজে পরিষ্কার করা যায়, ওয়ারেন্টির
মেয়াদ বেশি রয়েছে এমন কোম্পানির চুলা নির্বাচন করুন।
লেখকের শেষ মন্তব্য
পরিশেষে বলতে চাই, উল্লিখিত কোম্পানির সিঙ্গেল গ্যাসের চুলার দাম প্রায়ই কম
বেশি হয়ে থাকে। তাই সবচেয়ে হালনাগাদ ও আপডেট দাম জানতে তাদের অফিসিয়াল
ওয়েবসাইট কিংবা নিকটস্থ ডিলার শোরুমে গিয়ে সঠিক দাম জেনে নেওয়াটা জরুরি।
উল্লিখিত সাতটি ব্র্যান্ডের মধ্যে, আপনি যদি স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী
ব্যবহারের কথা ভাবেন, তবে আরএফএল একটি ভালো পছন্দ। যদি বাজেট আপনার প্রধান
বিবেচ্য বিষয় হয় এবং আপনি মানসম্মত চুলা চান, তাহলে ওয়ালটন আপনার জন্য
সেরা বিকল্প হতে পারে। অন্য ব্র্যান্ডগুলোও নির্দিষ্ট কিছু সুবিধা প্রদান
করে, তাই আপনার ব্যক্তিগত চাহিদা এবং রান্নার অভ্যাসের ওপর ভিত্তি করে
সিদ্ধান্ত নেওয়া উচিত।
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url