৭টি কোম্পানির ছোট ফ্রিজের দাম - ছোট ফ্রিজের দাম কত ২০২৫

আপনার ফ্যামিলিতে যদি আপনি আর আপনার স্ত্রী দুজন মানুষ রয়েছেন তাহলে মিনি ফ্রিজই যথেষ্ট। আর বড় ফ্রিজ রাখার কোন দরকার নেই। তাছাড়া অনেক সময় আমাদের বাজেট কম থাকে কিন্তু ফ্রিজ না রাখলেই নয় ওই সময় আমরা চাইলে এই ছোট ফ্রিজগুলো ক্রয় করে ব্যবহার করতে পারি।
ছোট ফ্রিজের দাম কত
আমরা অনেকেই অনলাইনে ছোট ফ্রিজের দাম কত লিখে সার্চ করি। তখন গুগল থেকে বেশ কিছু তথ্য এবং ইউটিউব থেকে ভিডিও দেখে ছোট ফ্রিজের আমরা ধারণা পাই। আবার অনেক সময় দেখা যায় মানুষজন ভুলভাল তথ্য তুলে ধরে ।

এতে আমরা আরো বেশি কনফিউশনে পড়ে যাই যে ছোট ফ্রিজ ক্রয় করব নাকি করব না । আপনি যদি ইতিমধ্যে ছোট ফ্রিজ ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন । তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
পোষ্ট সূচিপত্রঃ

ছোট ফ্রিজের দাম কত ২০২৫

ছোট পরিবারের জন্য অথবা যারা ঘন ঘন বাসা বদল করেন, তাদের কাছে ছোট ফ্রিজের কদর অনেক। এটি শুধু শাক-সবজি, মাছ, মাংস ও অন্যান্য খাবার তাজা রাখতেই সাহায্য করে না, বরং এর ছোট আকারের কারণে এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।

বিশেষ করে চাকরি পরিবর্তনের কারণে যদি আপনাকে এক শহর থেকে অন্য শহরে যেতে হয়, তখন ছোট ফ্রিজ পরিবহন করা অনেক সুবিধাজনক। আমাদের অনেকের বাজেট কম তাই ছোট ফ্রিজের দিকে নজর দেই ।

আবার কারো কারো ফ্যামিলিতে স্বামী এবং স্ত্রী এই দুইজন মানুষের জন্য ছোট ফ্রিজ পারফেক্ট বলে আমি মনে করি । বর্তমানে ছোট ফ্রিজের মূল্য হচ্ছে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত । আপনার বাজেট যদি ১০-১৫ হাজারের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই দোকান বা শোরুম থেকে ছোট ফ্রিজ ক্রয় করে নিয়ে আসো ।

সবচেয়ে ছোট ফ্রিজের দাম কত

ছোট ফ্রিজ কেনা এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নানা আকারের ছোট ফ্রিজ পাওয়া যায়। আকার, ব্র্যান্ড এবং মডেলের ওপর নির্ভর করে এদের দামও ভিন্ন হয়।

কেন ছোট ফ্রিজ কিনবেন?

  • ছোট ফ্রিজের দাম সাধারণত কম হয়, তাই এটি প্রায় সব ধরনের পরিবারের সাধ্যের মধ্যে থাকে।
  • এগুলো বিদ্যুৎ অনেক কম ব্যবহার করে, ফলে বিদ্যুৎ বিল নিয়েও চিন্তা করতে হয় না।
  • ছোট হওয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই সরানো যায়।
  • যাদের ঘরে জায়গা কম, তাদের জন্য ছোট ফ্রিজ আদর্শ। এটি সহজেই যেকোনো ছোট জায়গায় বসানো যায়।
সাধারণত, সবচেয়ে ছোট ফ্রিজগুলো আপনি ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। আপনি যে ব্র্যান্ডটি পছন্দ করেন, সেই ব্র্যান্ডের সবচেয়ে ছোট মডেলটি একবার দেখে নিতে পারেন।

ওয়ালটন মিনি ফ্রিজের দাম ২০২৫

আমরা সকলে জানি ওয়ালটন আমাদের বাংলাদেশের দেশীয় একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান । যারা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আন্তর্জাতিক মানের ফ্রিজ তৈরি করে থাকে । এই কোম্পানি বড় ফ্রিজের পাশাপাশি ছোট ফ্রিজ ও আমাদের দিয়ে থাকে । নিচে বেশ কয়েকটি ছোট ফ্রিজের মডেল সহ দাম উল্লেখ করা হলোঃ
  • WFO-JET-RXXX-XX (50 L) – 14,990 TK
  • WFS- TN3- RBXX-XX (93 L) – 17,490 TK
  • WFD-1B6-GDSH-XX (132 L) – 27,990 TK
  • WFA-1N3-GDSH-XX (193 L) – 26,590 TK
উল্লিখিত এই চারটি ফ্রিজের মধ্যে আপনার বাজেট এবং সুবিধা অনুযায়ী ক্রয় করুন। তাছাড়া আপনি চাইলে ওয়ালটনের waltonbd.com অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তাদের আপডেট দাম ও হালনাগাদ তথ্য জেনে নিতে পারেন।

ভিশন ছোট ফ্রিজের দাম ২০২৫

ভিশন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি । এই কোম্পানির বেশ কিছু পণ্য মার্কেটে রয়েছে তার মধ্যে অন্যতম একটি পণ্যের নাম হচ্ছে ফ্রিজ । তারা বড় ফ্রিজের পাশাপাশি ছোট ছোট ফ্রিজগুলো আমাদের মাঝে সরবরাহ করে থাকে । এখন নিচে ভিশনের কয়েকটি ছোট ফ্রিজের দাম উল্লেখ করা হলোঃ
  • Glass Door RE-208 L– 29,700 TK
  • Glass Door RE-160L Blue FL-BM – 27,360 TK
  • Glass Door RE-142 Liter – 30,700 TK
উল্লিখিত এই তিনটি ফ্রিজের মধ্যে আপনার বাজেট এবং সুবিধা অনুযায়ী ক্রয় করুন। তবে আপনি চাইলে ভিশনের vision.com.bd অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তাদের আপডেট দাম জেনে নিতে পারেন।

এলজি ছোট ফ্রিজের দাম ২০২৫

অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের মতোই এলজি একটি চমৎকার ফ্রিজ ব্র্যান্ড। যদিও এর দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হওয়ায় বাজারে এর চাহিদা কিছুটা কম দেখা যায়, তবুও যারা মানসম্মত পণ্য চান, তাদের পছন্দের তালিকায় এলজি থাকে।

এলজি ছোট ফ্রিজের দাম নির্ভর করে এর ধারণক্ষমতার ওপর। সাধারণত, এই ফ্রিজগুলোর দাম বেশি হলেও মানের দিক থেকে এটি বেশ ভালো। ফ্রিজের ওয়ারেন্টি সাধারণত ১০ বছর পর্যন্ত হয়ে থাকে।
  • LG 277 Ltr, Wine Crystal – 44,770 TK
  • LG 260 Ltr, No Frost Shiny Steel – 45,890 TK
  • LG 308 Ltr, No Frost Amber Steel – 58,600 TK
উল্লিখিত এই তিনটি ফ্রিজের মধ্যে আপনার বাজেট এবং সুবিধা অনুযায়ী ক্রয় করুন।

হিটাচি ছোট ফ্রিজের দাম ২০২৫

অন্যান্য ফ্রিজ ব্র্যান্ডের তুলনায় হিটাচি ফ্রিজের দাম সাধারণত বেশি হয়, কারণ এতে উন্নতমানের ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির কারণে ফ্রিজটি কম বিদ্যুৎ খরচ করে এবং এর কুলিং সিস্টেম খুবই শক্তিশালী হয়।

হিটাচি ফ্রিজের উন্নত প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী কুলিং সিস্টেমের কারণে এটি খাবারকে অনেকদিন পর্যন্ত সতেজ রাখতে পারে। বাজারে বিভিন্ন মডেল এবং আকারের হিটাচি ফ্রিজ পাওয়া যায়। যদিও এর ছোট ফ্রিজগুলোর দাম অন্যান্য ব্র্যান্ডের চেয়ে একটু বেশি, তবে মানের দিক থেকে এটি অসাধারণ।

আপনার সুবিধার জন্য, নিচে কয়েকটি হিটাচি ছোট ফ্রিজের মডেল ও সম্ভাব্য দামের একটি তালিকা দেওয়া হলো।
  • Hitachi R-M820VAG9PBX (GBK) – 51730 TK
  • Hitachi R-H330PUC7 230L – 70,000 TK
  • Hitachi Refrigerator R-H350P7PBK (BBK) – 86,500 TK

কনকা ছোট ফ্রিজের দাম ২০২৫

বর্তমানে অনেকের পছন্দের শীর্ষে রয়েছে কনকা ফ্রিজ। এর আকর্ষণীয় ডিজাইন এবং মজবুত কাঠামোর জন্য এটি বেশ জনপ্রিয়। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এটি একটি ভালো বিকল্প। সবচেয়ে ভালো দিক হলো, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কনকা ফ্রিজের দাম তুলনামূলকভাবে কম।

কনকা ফ্রিজে সাধারণত ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। আপনার বাজেট যদি কম থাকে, তাহলে আপনি ১০ থেকে ১২ সিএফটি (cft) ধারণক্ষমতার মধ্যে কনকা ফ্রিজ বেছে নিতে পারেন। কনকা ছোট ফ্রিজের দাম সাধারণত ২৬,০০০ থেকে ৩৬,০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

আপনার সুবিধার জন্য, নিচে কনকা ছোট ফ্রিজের কয়েকটি মডেল এবং তাদের দামের একটি তালিকা দেওয়া হলো।
  • KONKA 18KRB8CZG 12 CFT – 26,800 TK
  • KONKA 27KRT8CZG 15 CFT – 34,500 TK
  • KONKA KRB-190GB-Blue Delphinium 190 Ltr – 36,895 TK

হায়ার ছোট ফ্রিজের দাম ২০২৫

অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের মতো হায়ার ফ্রিজেরও বাজারে বেশ চাহিদা রয়েছে। যদিও এর দাম অন্য কিছু কোম্পানির তুলনায় একটু বেশি, তবে ভালো মানের সার্ভিস ও টেকসই হওয়ার কারণে এটি অনেকের কাছেই পছন্দের। আপনি যদি হায়ার ফ্রিজের প্রতি আগ্রহী হন, তাহলে তাদের ছোট ফ্রিজের মডেল গুলো দেখতে পারেন।

আপনার সুবিধার জন্য, নিচে কয়েকটি হায়ার ছোট ফ্রিজের মডেল ও সম্ভাব্য দামের একটি তালিকা দেওয়া হলো।
  • HRF-200EPGL (180 L) – 31,500 TK
  • HRF-200EPMB (180 L) – 31,500 TK
  • HRF-234EPDA ( 214 L) – 34,650 TK
  • HRF-234EPPW ( 214 L) – 34,650 TK

সিঙ্গার ছোট ফ্রিজের দাম কত ২০২৫

সিঙ্গার একটি সুপরিচিত এবং দীর্ঘদিনের বিশ্বস্ত ব্র্যান্ড, যার ফ্রিজের বাজারে প্রচুর চাহিদা রয়েছে। অন্যান্য জনপ্রিয় কোম্পানির মতোই সিঙ্গার ভালো মানের পণ্য সরবরাহ করে। এদের ফ্রিজগুলো সাশ্রয়ী হওয়ায় বেশিরভাগ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।

সিঙ্গারের ফ্রিজের সার্ভিস এবং গুণগত মান খুবই ভালো। এই ফ্রিজে খাবার দীর্ঘ সময় ধরে সতেজ থাকে এবং এটি অনেক টেকসই হয়, যে কারণে অনেকেই সিঙ্গারকে তাদের পছন্দের তালিকায় রাখেন।

সিঙ্গারের ছোট ফ্রিজের দাম কত, তা জানতে চাইলে নিচে কয়েকটি মডেল এবং তাদের সম্ভাব্য দামের একটি তালিকা দেওয়া হলো।
  • FTDS155V (157 L) – 27,490 TK
  • FTDS155 (157 L) – 29,690 TK
  • FTDS185V (180 L) – 30,990 TK
  • FTDS200V (200 L) – 31,240 TK
উল্লিখিত ৭টি কোম্পানির ছোট ফ্রিজের দাম তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করা হয়েছে। এগুলো কোম্পানির ফ্রিজের দাম যেকোন কম-বেশি হতে পারে তাই আপনি যে ব্র্যান্ডটি পছন্দ করছেন, সেই ব্র্যান্ডের নিকটস্থ শোরুমে ফিচারগুলো সরাসরি দেখে নেওয়া উত্তম।

ফ্রিজ কেনার আগে কিছু বিষয় বিবেচনা করা উচিত

ছোট ফ্রিজ কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা উচিত, যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেরা ফ্রিজটি বেছে নিতে পারেন।

১। ধারণক্ষমতা: ফ্রিজ কেনার আগে এর ধারণক্ষমতা কত লিটার, তা দেখে নিন। ছোট পরিবারের জন্য সাধারণত ৫০ থেকে ১৫০ লিটারের ফ্রিজই যথেষ্ট। আপনার কতটুকু জায়গা দরকার, সে অনুযায়ী ধারণক্ষমতা ঠিক করুন।

২। কম্প্রেসার ও প্রযুক্তি: এখনকার আধুনিক ফ্রিজগুলোতে ইনভার্টার কম্প্রেসার ব্যবহার করা হয়। ইনভার্টার টেকনোলজিযুক্ত ফ্রিজগুলো কম বিদ্যুৎ খরচ করে এবং শব্দও কম হয়। যদি আপনার বাজেট ভালো থাকে, তবে ইনভার্টার কম্প্রেসারের ফ্রিজ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

৩। ব্র্যান্ড ও ওয়ারেন্টি: ফ্রিজের কম্প্রেসার এবং অন্যান্য যন্ত্রাংশের ওয়ারেন্টি কত বছরের, তা যাচাই করে নিন। সাধারণত, কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়।

৪। বিদ্যুৎ খরচ: ছোট ফ্রিজগুলো সাধারণত কম বিদ্যুৎ ব্যবহার করে। তবে ফ্রিজের গায়ে থাকা স্টার রেটিং দেখে নিতে পারেন। যত বেশি স্টার থাকবে, বিদ্যুৎ খরচ তত কম হবে।

৫। দাম ও বাজেট: ছোট ফ্রিজের দাম সাধারণত ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকে। আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের মডেলগুলো তুলনা করে দেখুন। মনে রাখবেন, শুধু দাম কম হলেই হবে না, গুণগত মান এবং সার্ভিসও ভালো হওয়া জরুরি।

এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটি ভালো ছোট ফ্রিজ কিনতে পারবেন।

লেখকের শেষ মতামত

ছোট ফ্রিজ কেনার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দাম বলা কঠিন, কারণ দাম বিভিন্ন ব্র্যান্ড, মডেল, ধারণক্ষমতা এবং ফিচারের ওপর নির্ভর করে। তবে একটি সাধারণ ধারণা দেওয়া যেতে পারে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

সম্মানিত পাঠক বৃন্দ, আজকের পোস্টে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ৭টি ইলেকট্রনিক্স কোম্পানি ছোট ফ্রিজ সম্পর্কে আলোচনা করছি । এইগুলো কোম্পানির বেশ কয়েকটি ফ্রিজের মডেল নাম্বারও উল্লেখ করা হয়েছে । তাই আপনি যদি কখনো ছোট ফ্রিজ ক্রয় করতে চান তাহলে উপরোক্ত যে কোন একটি ফ্রিজ ক্রয় করতে পারেন ।

সবচেয়ে ভালো হয় আপনি যে ব্র্যান্ডটি পছন্দ করছেন, সেই ব্র্যান্ডের নিকটস্থ শোরুম বা তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দাম এবং ফিচারগুলো সরাসরি দেখে নেওয়া। এতে আপনি সর্বশেষ দাম এবং অফার সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url