পাউডার ব্যাটারির দাম কত 2025 – 12 ভোল্ট ব্যাটারি দাম কত (আপডেট প্রাইজ)

পাউডার ব্যাটারির দাম কত 2025 সালে তা অনেকে জানেন না। ব্যাটারির দাম ব্যাটারির ভোল্টেজ, পাওয়ার ক্ষমতা, ব্যাটারির ধরণের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। আপনি যদি 12 ভোল্ট ব্যাটারি দাম কত অথবা পাউডার ব্যাটারি কেনার কথা ভাবেন সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ব্যাটারি গুলোর দাম জানতে হবে। ব্যাটারি সম্পর্কে প্রত্যেকটি বিষয় থাকছে আজকের আর্টিকেলটিতে।
পাউডার ব্যাটারির দাম কত
আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুলোর জন্য প্রতিনিয়ত ব্যাটারির প্রয়োজন হয়। বিশেষ করে যারা অটো রিক্সা তে, বাসা বাড়িতে সোলার প্যানেলে ব্যবহারের জন্য, আই পি এস এর ব্যাটারি হিসেবে, ইলেকট্রিক ফ্যান চালাতে, ছোট লাইটগুলো জ্বালাতে নতুন ও পুরাতন উভয় ব্যাটারির প্রয়োজন হয়।

কিন্তু অনেকেই এই ব্যাটারি গুলোর দাম জানে না। প্রতিনিয়ত পাউডার ব্যাটারির দাম কত 2025 সম্পর্কে জিজ্ঞাসা করেন। পুরাতন ব্যাটারি দাম জানা থাকলে আপনি সহজেই বাংলাদেশের যেকোনো স্থান থেকে সহজে পুরাতন ব্যাটারি কিনতে পারবেন।
পোষ্ট সূচিপত্রঃ

পাউডার ব্যাটারির দাম কত 2025

আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য পাউডার ব্যাটারির প্রয়োজন হয়। সাধারণত পানি ব্যাটারির চাইতে পাউডার ব্যাটারির কার্যক্ষমতা অনেক বেশি। পাউডার ব্যাটারিগুলো লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার ব্যাটারি হয়। পানি ব্যাটারির চাইতে লিথিয়াম ব্যাটারিগুলো দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে পারে। পানি ব্যাটারির চাইতে এর কার্যক্ষমতা কিছুটা বেশি।

বিদ্যুৎ না থাকলেও আমরা পাউডার ব্যাটারির সুবিধা নিতে পারি। যা ব্যবহারকারীর জন্য অত্যন্ত সুবিধা জনক। আপনি যদি এই কাজগুলো করার জন্য ভাবেন পাউডার ব্যাটারি কিনবেন, সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাউডার ব্যাটারির দাম কত 2025 সালে। বিগত বছরের চাইতে পাউডার ব্যাটারির দাম ২০২৪ সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

কেননা বাইরের দেশে ব্যাটারি তৈরির উপকরণ গুলোর দাম একটু বেশি। তাই বাধ্য হয়ে কোম্পানি গুলোকেও বাইরের দেশ থেকে বেশি দামে আমদানি করতে হচ্ছে। পাউডার ব্যাটারির দাম নির্ধারিত হয় ব্যাটারির কোম্পানি, ব্যাটারির ভোল্টেজ, ব্যাটারির ওজন, এর উপর ভিত্তি করে।

ভিন্ন ভিন্ন কোম্পানির পাউডার ব্যাটারির দাম ভিন্ন রকম। নিচে বেশ কিছু কোম্পানির ভিন্ন ভিন্ন মডেলের, পাউডার ব্যাটারির দাম কত 2025 সালে তার একটি তালিকা দেওয়া হলঃ
১। কোম্পানিঃ ভোলভো
  • পাওয়ারঃ ১২ ভোল্ট
  • ওজনঃ ১৩ কেজি
  • দামঃ ১০,০০০ টাকা
২। কোম্পানিঃ DLDC-GOLDEN
  • পাওয়ারঃ ১২ ভোল্ট
  • ওজনঃ ১৩.২৫০কেজি
  • দামঃ ৬,৫০০ টাকা
উপরে দুইটি কোম্পানির পাউডার ব্যাটারির দাম কত 2024 সালে তার একটি তালিকা দিয়েছি। সাধারণত ব্যাটারির ওজনের উপর, ব্যাটারির ভোল্টেজ, কোম্পানির মান এর উপর ভিত্তি করে পাউডার ব্যাটারি গুলোর দাম নির্ধারিত হয়। আমাদের দেশে পাওয়া অধিকাংশ ব্যাটারি গুলোই চায়না থেকে আমদানিকৃত।

তবে আপনি অধিকাংশই ১৩ কেজি ওজনের, ১২ ভোল্টের ব্যাটারি গুলো ৬-১০,০০০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। পাউডার ব্যাটারির 2024 সালে ৬-১০ হাজার টাকা। আপনি এই দামে অরিজিনাল চায়নার গোল্ডেন ব্যাটারি পেয়ে যাবেন।

পুরাতন ব্যাটারি দাম ২০২৫

আপনি যদি বাসা বাড়িতে ব্যবহারের জন্য পুরাতন ব্যাটারি কিনতে চান সে ক্ষেত্রে অবশ্যই পুরাতন ব্যাটারি দাম জানা প্রয়োজন। পুরাতন ব্যাটারি দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। পুরাতন ব্যাটারির মাধ্যমে সোলার তৈরি করতে পারবেন, বাড়িতে বাল্ব জ্বালানো, আইপিএসে ব্যবহারের জন্য, ইলেকট্রিক চুলা ব্যবহার করতে, চার্জার ফ্যান চালাতে পুরাতন ব্যাটারি অত্যন্ত উপযোগী।

তাছাড়া যে ব্যাটারিগুলো ব্যবহারের একেবারে অযোগ্য হয়ে যায় পুনরায় কোম্পানিরাও ওই ব্যাটারিগুলো কিনে নতুনভাবে ব্যবহারযোগ্য করে তোলেন। এজন্য সাধারণত পুরাতন ব্যাটারি গুলো বিক্রয় হয়।বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পুরাতন ব্যাটারি ভিন্ন ভিন্ন দামে বিক্রয় হয়। ব্যাটারির কোম্পানি, ব্যাটারির ভোল্টেজ, ওজন ও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে পুরাতন ব্যাটারির দাম নির্ধারিত হয়।

পুরাতন ব্যাটারি যদি ব্যবহারযোগ্য থাকে, তাহলে সেটির দাম সাধারণত বেশি পাওয়া যায়। অন্যদিকে, ব্যাটারি ভাঙা বা ফাটা হলে সেটিকে ব্যবহার-অযোগ্য ধরা হয়। সাধারণত, পুরোনো পানি ব্যাটারির চেয়ে পুরোনো পাউডার ব্যাটারির দাম কিছুটা বেশি হয়। নিচে পুরোনো ব্যাটারির দামের একটি তালিকা দেওয়া হলো:
  • পানি পুরাতন ব্যাটারি দাম প্রতি কেজি ২২০ টাকা
  • ১২ ভোল্টের ১৫ কেজি পুরোনো পানি ব্যাটারির দাম ৩,৩০০ টাকা।
  • পাউডার পুরাতন ব্যাটারি দাম প্রতি কেজি ২৫০ টাকা
  • ১২ ভোল্টের ১৩ কেজি ওজনের পুরোনো পাউডার ব্যাটারির দাম ৩,২৫০ টাকা।
তবে ওজন কম বা বেশি হলে এই ব্যাটারী গুলোর দাম কম বেশি হয়। সময় ও স্থানভেদে পুরাতন ব্যাটারির দাম কিছুটা কম বেশি হতে পারে। তাছাড়া ভিন্ন ভিন্ন কোম্পানির ক্ষেত্রে এই ব্যাটারী গুলোর দাম কিছুটা কম বেশি। তবে আপনি বাংলাদেশের যে কোন অংশে উপরের দেওয়া এই দামে সহজে পুরাতন ব্যাটারি ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন।

12 ভোল্ট ব্যাটারি দাম কত

বাজারে বিভিন্ন কোম্পানির পাউডার ও পানি—দুই ধরনের ১২ ভোল্টের ব্যাটারি পাওয়া যায়। সাধারণত ব্যাটারির ধরন, কোম্পানির সুনাম, ব্যাটারির ওজন, ধারণক্ষমতা ও ওয়ারেন্টির মেয়াদের ওপর ভিত্তি করে ১২ ভোল্ট ব্যাটারির দাম নির্ধারিত হয়। ভিন্ন ভিন্ন কোম্পানির ১২ ভোল্টের ব্যাটারি গুলোর দাম ভিন্ন রকম। নিচে বেশকিছু ব্রান্ডের ভিন্ন ভিন্ন কোয়ালিটির 12 ভোল্ট ব্যাটারি দাম কত তার একটি তালিকা দেওয়া হলঃ
১। কোম্পানিঃ ভোলভো
  • ভোল্টেজঃ ১২ ভোল্ট
  • ক্ষমতাঃ ২০০Ah
  • দামঃ ২৫,৫০০ টাকা
২। কোম্পানিঃ Rahim afrooz
  • ভোল্টেজঃ ১২ ভোল্ট
  • ক্ষমতাঃ 100 Ah
  • দামঃ 1,800
৩। কোম্পানিঃ Rahim afrooz
  • ভোল্টেজঃ ১২ ভোল্ট
  • ক্ষমতাঃ 150 Ah
  • দামঃ 4,200
৪। কোম্পানিঃ Amaron
  • ভোল্টেজঃ ১২ ভোল্ট
  • ক্ষমতাঃ 75 Ah
  • দামঃ 1,150
৫। কোম্পানিঃ Power Battery
  • ভোল্টেজঃ ১২ ভোল্ট
  • ক্ষমতাঃ 100
  • দামঃ 3,000
প্রিয় পাঠক উপরে বেশ কিছু কোম্পানির ভিন্ন ভিন্ন কোয়ালিটির 12 ভোল্ট ব্যাটারি দাম কত তার একটি তালিকা দিয়েছি। সময় ও স্থানভেদে এই ব্যাটারী গুলোর দাম কিছুটা কম বেশি হতে পারে। এছাড়া ভিন্ন ভিন্ন ব্যাটারি গুলোর দাম ভিন্ন রকম। সোলারে ব্যবহারের জন্য ১২ ভোল্টের ব্যাটারিগুলো ৮-২৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।

অটোরিকশায় ব্যবহারের জন্য ৮-১৪ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। পুরাতন ব্যাটারি ক্রয় করতে গেলে ৪-৮ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এটি সাধারণত ব্যাটারির কোয়ালিটি, ক্যাপাসিটি, কোম্পানির উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়।

অটোরিকশা ব্যাটারি দাম ২০২৫

অটোরিকশায় ব্যবহারের জন্য অনেকে প্রতিনিয়ত পাউডার ব্যাটারির দাম কত 2024 সালে ও অটোরিকশা ব্যাটারির দাম ২০২৫ সালে সম্পর্কে জানতে চান। ভিন্ন ভিন্ন কোম্পানি, ব্যাটারির মডেল, ক্ষমতার উপর ভিত্তি করে অটো রিক্সার ব্যাটারির দাম নির্ধারিত হয়।

সাধারণত অটো রিক্সা গুলোতে 200Ah এর ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। তবে ভিন্ন ভিন্ন অটোরিক্সার ক্ষেত্রে ব্যাটারির মাত্রা কমবেশিও হতে পারে।
  • হামকো গ্রুপের 130Ah অটোরিকশা ব্যাটারি দাম ২০,৭০০ টাকা
  • হামকো গ্রুপের 200Ah অটোরিকশা ব্যাটারি দাম ২২,৫০০ টাকা
  • রহিম আফরোজ গ্রুপের 200Ah অটোরিকশা ব্যাটারি দাম ২০,২০০ টাকা
  • ভোলভো গ্রুপের 200Ah অটোরিকশা ব্যাটারি দাম ২৫,৫০০ টাকা

২০০ এম্পিয়ার ব্যাটারির দাম ২০২৫

অনেকে প্রতিনিয়ত ২০০ এম্পিয়ার ব্যাটারির দাম সম্পর্কে খোঁজ করেন। ২০০ এম্পিয়ার ব্যাটারির মাধ্যমে প্রত্যেকটি কাজে করা যায়। অটো রিক্সায় ব্যবহারের জন্য। সোলার প্যানেলে ব্যবহারের জন্য, বাসা বাড়িতে আইপিএস এ ব্যবহারের জন্য, ইলেকট্রিক চুলা, বাল্ব জ্বালাতে, চার্জার ফ্যানগুলো ২০০ এম্পিয়ার ব্যাটারির মাধ্যমে চালানো যায়।

২০০ এম্পিয়ার ব্যাটারির দাম নির্ধারিত হয় কোম্পানির মান, ব্যাটারির ধরন, ব্যাটারির ওজন এর ওপর ভিত্তি করে। আজকে ২০০ এম্পিয়ার ব্যাটারির দাম ১৮,০০০-২৩,৪০০ টাকা। ভিন্ন ভিন্ন কোম্পানির ক্ষেত্রে এর দামের ভিন্নতা রয়েছে। ভোলভো কোম্পানির ২০০ এম্পিয়ার ব্যাটারির দাম ২৩,৪০০ টাকা। রহিম আফরোজ গ্রুপের ২০০ এম্পিয়ার ব্যাটারির দাম ২০,২০০ টাকা।

৩০ এম্পিয়ার ব্যাটারির দাম কত ২০২৫

ভিন্ন ভিন্ন গ্রুপের ভিন্ন কোম্পানির ৩০ এম্পিয়ার ব্যাটারির দাম ভিন্ন রকম। সাধারণত ছোট ছোট যে কোন কাজ ৩০ এম্পিয়ার ব্যাটারির মাধ্যমে করা যায়। ৩০ অ্যাম্পিয়ার ব্যাটারির মাধ্যমে সোলার প্যানেল, আই পি এস, বাল্ব, চার্জিং ফ্যান, লাইট সহজে ব্যবহার করা যায়। 

কোম্পানির মান, পানি ও পাউডার ব্যাটারি, ব্যাটারির ওজনের উপর ভিত্তি করে ৩০ এম্পিয়ার ব্যাটারির দাম নির্ধারিত হয়। আজকে ৩০ এম্পিয়ার ব্যাটারির দাম ৩৮০০-৭০০০ টাকা পর্যন্ত।

৪০ এম্পিয়ার ব্যাটারির দাম কত ২০২৫

৪০ এম্পিয়ার ব্যাটারির দাম সম্পর্কে অনেকেই খোঁজ করেন। ৪০ এম্পিয়ার ব্যাটারী ভিন্ন ভিন্ন কোম্পানির পাওয়া যায়। কোম্পানির মান এর উপর ভিত্তি করে ৪০ এম্পিয়ার ব্যাটারির দাম নির্ধারিত হয়। তাছাড়া পাউডার ব্যাটারি ও পানি ব্যাটারির দাম কমবেশি রয়েছে।

আজকে ৪০ এম্পিয়ার ব্যাটারি ৬২০০- ৯৫০০ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। তবে কোম্পানি অনুযায়ী এর চাইতে দাম বেশি অথবা কম হতে পারে।

পাওয়ার প্লাস ব্যাটারি দাম ২০২৫

পাওয়ার প্লাস ব্যাটারির দাম ২০২৪ সালে কত তা অনেকেই জানেন না। পাওয়ার প্লাসের বিভিন্ন অ্যাম্পিয়ার এর ব্যাটারি রয়েছে। সাধারণত এম্পিয়ার এর উপর ভিত্তি করে এই ব্যাটারী গুলোর দাম নির্ধারিত হয়। ভিন্ন ভিন্ন এম্পিয়ারের ব্যাটারির দাম ভিন্ন রকম।
  • পাওয়ার প্লাস ১২ ভোল্টের ১৮০Ah ব্যাটারির দাম ১১,৪০০ টাকা
  • পাওয়ার প্লাস ১২ ভোল্টের ১০০Ah ব্যাটারির দাম ৯,৩০০ টাকা
  • পাওয়ার প্লাস ১২ ভোল্টের ২০০Ah ব্যাটারির দাম ১২,৬০০ টাকা
তবে সময় ও স্থানভেদে পাওয়ার প্লাসের এই ব্যাটারি গুলোর দাম কিছুটা কম বেশি হতে পারে। আজকের দাম অনুযায়ী উপরে এই তালিকা গুলো দেওয়া হয়েছে।

লেখকের শেষ মতামত

আজকের এই লেখায় ২০২৫ সালে পাউডার ব্যাটারির দাম এবং পুরোনো ব্যাটারির দাম সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়েছে। আশা করি, ব্যাটারি সংক্রান্ত এই বিষয়গুলো জেনে আপনারা উপকৃত হবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url