স্প্রিং ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ - অর্থোপেডিক ও সোয়ান ম্যাট্রেস দাম (আপডেট প্রাইস)
আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো স্প্রিং ম্যাট্রেস প্রাইস ইন
বাংলাদেশ। বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের ম্যাট্রেস বাজারে পাওয়া যায়
কিন্তু সেগুলোর সঠিক দাম না জানার কারণে অনেক সময় আপনাদের থেকে বেশি দাম নিয়ে
নেয়।
তাই সঠিক দাম জানা থাকলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না তাহলে চলুন নিচের অংশগুলো
থেকে জেনে নেওয়া যাক বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন সাইজের ম্যাট্রেস এর দাম
গুলো।
পোষ্ট সূচিপত্রঃ
স্প্রিং ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ
বাংলাদেশে বাজারে বিভিন্ন মানের স্প্রিং ম্যাট্রেস পাওয়া যায়। সাধারণ ম্যাট্রেসের
চেয়ে স্প্রিং ম্যাট্রেস অনেক আরামদায়ক হলেও এর দাম কিছুটা বেশি হয়ে থাকে। নিচে
কিছু স্প্রিং ম্যাট্রেসের দামের তালিকা দেওয়া হলো:
- Fairy Bonel Spring Mattress 19,600 Taka
- Pocket Spring Mattress 45,600 Taka
- Max Pocket Spring Mattress 29,500 Taka
- Swan Pocket Spring Mattress 43,500 Taka
- Latex Pocket Spring Mattress 110,000 Taka
- Memory Pocket Spring Mattress 52,800 Taka
- Latex Pocket Spring Mattress 91,000 Taka
এই স্প্রিং ম্যাট্রেসগুলো খুবই আরামদায়ক এবং ভালো মানের হওয়ায় এগুলোর দাম
কিছুটা বেশি হতে পারে। তবে এগুলো অনেক টেকসই হয়, ফলে দীর্ঘদিন ব্যবহার করতে
পারবেন। তাই আপনার পছন্দমতো ম্যাট্রেসটি বেছে নিতে পারেন।
অর্থোপেডিক ম্যাট্রেস দাম
ভালো এবং আরামদায়ক ঘুমের জন্য অনেকেই অর্থোপেডিক ম্যাট্রেস কেনার কথা ভাবেন।
কিন্তু এগুলোর দাম কেমন, সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই। বাজারে বিভিন্ন ধরনের
এবং বিভিন্ন আকারের অর্থোপেডিক ম্যাট্রেস পাওয়া যায়, আর তাই সেগুলোর দামও ভিন্ন
ভিন্ন হয়ে থাকে।
৬ ফিট বাই ৭ ফিট আকারের একটি অর্থোপেডিক ম্যাট্রেসের দাম সাধারণত ১০,০০০ থেকে
১৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে, বাজারে এর চেয়ে কম বা বেশি দামের
ম্যাট্রেসও পাওয়া যায়। আপনি চাইলে আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী ম্যাট্রেস
কাস্টমাইজ করে বানিয়েও নিতে পারেন।
সোয়ান ম্যাট্রেস এর দাম
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ম্যাট্রেস ব্র্যান্ড হলো সোয়ান (Swan)। তারা
বিভিন্ন আকার, মান এবং দামের ম্যাট্রেস তৈরি করে। যেমন: সোয়ান-এর ৩ ফুট বাই ৬
ফুট একটি স্প্রিং ম্যাট্রেসের দাম ২৬,১০০ টাকা এবং ৭ ফুট বাই ৮ ফুট একই
ম্যাট্রেসের দাম ৮১,২০০ টাকা।
সোয়ান ব্র্যান্ডের সাধারণ ম্যাট্রেসগুলোর দাম সাধারণত ম্যাট্রেসের আকারের ওপর
নির্ভর করে। যেমন, সর্বনিম্ন আকারের (৩ ফুট বাই ৬ ফুট) একটি ম্যাট্রেসের দাম
৬,৪৫০ টাকা থেকে শুরু হয়, আর সবচেয়ে বড় আকারের (৬ ফুট বাই ৮ ফুট) ম্যাট্রেসের
দাম ১৭,২০০ টাকা পর্যন্ত হতে পারে। বিভিন্ন আকারের সোয়ান ম্যাট্রেসের দামের
একটি তালিকা নিচে দেওয়া হলো:
📌আরো পড়ুন👉 ওয়ালটন ও মিয়াকো কফি মেশিনের দাম জেনে নিন
- সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৪ ফুট বাই ৫ ফুট ২৯,০০০ টাকা
- সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৫ ফুট বাই ৬ ফুট ৪৩,৫০০ টাকা
- সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৬ ফুট বাই ৭ ফুট ৬০,৯০০ টাকা
- সোয়ান স্প্রিং ম্যাট্রেস ৭ ফুট বাই ৮ ফুট ৮১,২০০ টাকা
- সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস ৩ ফুট বাই ৬ ফুট ৩,৯৩০ টাকা
- সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস ৫ ফুট বাই ৭ ফুট ৭,৬৪২ টাকা
- সোয়ান স্ট্যান্ডার্ড ম্যাট্রেস ৬ ফুট বাই ৮ ফুট ১০,৪৮০ টাকা
পারটেক্স ম্যাট্রেস দাম
পারটেক্স বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড, যারা বিভিন্ন ধরনের ম্যাট্রেস
তৈরি করে। ২০২৫ সালে পারটেক্স ম্যাট্রেসের দাম ম্যাট্রেসের ধরণ, আকার এবং মান
অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। নিচে কিছু জনপ্রিয় পারটেক্স ম্যাট্রেসের দামের একটি
ধারণা দেওয়া হলো:
পারটেক্সের অর্থোপেডিক ম্যাট্রেসগুলো সাধারণত পিঠের ব্যথা বা মেরুদণ্ডের
সমস্যায় ভোগা মানুষের জন্য বিশেষভাবে তৈরি। এগুলো বেশ শক্ত হয় এবং শরীরের সঠিক
ভঙ্গি বজায় রাখতে সাহায্য করে। ৬ ফুট x ৭ ফুট আকারের অর্থোপেডিক ম্যাট্রেসের
দাম প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
পারটেক্সের স্প্রিং ম্যাট্রেস বেশ আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী হয়। এই
ম্যাট্রেসগুলোর ভেতরে স্প্রিং বা কয়েল থাকে, যা শরীরকে দারুণ সাপোর্ট দেয়। ৩
ফুট x ৬ ফুট স্প্রিং ম্যাট্রেসের দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা বা এর বেশি হতে
পারে। আর ৬ ফুট x ৭ ফুট স্প্রিং ম্যাট্রেসের দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা বা তারও
বেশি হতে পারেজ
পারটেক্সের সাধারণ ফোম ম্যাট্রেসগুলো তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়।
এগুলোর দাম নির্ভর করে ম্যাট্রেসের পুরুত্ব এবং আকারের ওপর। ৩ ফুট x ৬ ফুট
ম্যাট্রেসের দাম প্রায় ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আর ৬ ফুট x ৭
ফুট সাইজের সাধারণ ম্যাট্রেসের দাম ১৫ থেকে ২০ হাজ্র টাকা বা এর কাছাকাছি হতে
পারে।
দামগুলো বিভিন্ন শোরুম, অনলাইন শপ এবং অফারের ওপর নির্ভর করে কিছুটা কম-বেশি
হতে পারে। ম্যাট্রেস কেনার আগে অবশ্যই ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা
নির্ভরযোগ্য বিক্রেতার কাছ থেকে সর্বশেষ দাম ও অফার জেনে নেওয়া ভালো।
অনলাইন এবং অফলাইন দুই জায়গা থেকেই আপনারা পারটেক্স ম্যাট্রেস পেয়ে যাবেন তবে
আপনাদের সবচেয়ে তবে যদি আপনার নিজে দেখে যাচাই-বাছাই করে নিতে পারেন। তো আশা
করছি আপনাদের চাহিদা অনুযায়ী সঠিক দামের মধ্যে পারটেক্স ম্যাট্রেস বাছাই করতে
পারবেন।
এপেক্স ম্যাট্রেস এর দাম
এপেক্স ম্যাট্রেস বাংলাদেশের একটি জনপ্রিয় ব্র্যান্ড। তাদের ম্যাট্রেসগুলো
সাধারণত ভালো মানের এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে পাওয়া যায়। ২০২৫ সালে
এপেক্স ম্যাট্রেসের দাম ম্যাট্রেসের ধরন, আকার এবং ব্যবহৃত উপাদানের ওপর নির্ভর
করে ভিন্ন ভিন্ন হয়।
এপেক্স ব্র্যান্ডের সাধারণ ফোম ম্যাট্রেসগুলো আরামদায়ক এবং বাজেট-বান্ধব হয়।
এগুলোর দাম ম্যাট্রেসের আকার এবং পুরুত্বের ওপর নির্ভর করে। ৩ ফুট x ৬ ফুট
সাইজের একটি সাধারণ ফোম ম্যাট্রেসের দাম প্রায় ৬ থেকে ৮ হাজার টাকা হতে পারে।
৬ ফুট x ৭ ফুট বা বড় সাইজের ম্যাট্রেসের দাম সাধারণত ১৫ থেকে ২০ হাজার টাকা বা
এর বেশিও হতে পারে।
পিঠের ব্যথা বা শারীরিক সমস্যায় ভোগা মানুষের জন্য এপেক্স অর্থোপেডিক
ম্যাট্রেস তৈরি করে। এগুলো সাধারণত বেশ শক্ত হয় এবং শরীরকে সঠিক সাপোর্ট দেয়।
৬ ফুট x ৭ ফুট সাইজের অর্থোপেডিক ম্যাট্রেসের দাম ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা
বা তার বেশি হতে পারে।
এপেক্স স্প্রিং ম্যাট্রেসগুলো তুলনামূলকভাবে বেশি আরামদায়ক হয়, কিন্তু এগুলোর
দামও একটু বেশি। ৩ ফুট x ৬ ফুট সাইজের স্প্রিং ম্যাট্রেসের দাম ২৫,০০০ থেকে
৩০,০০০ টাকা থেকে শুরু হতে পারে। ৬ ফুট x ৭ ফুট বা বড় সাইজের স্প্রিং
ম্যাট্রেসের দাম ৪০,০০০ টাকা বা তারও বেশি হতে পারে।
এপেক্সের কিছু বিশেষ ম্যাট্রেস আছে যেগুলো হাসপাতালে বা রোগীদের ব্যবহারের জন্য
ডিজাইন করা হয়েছে। এগুলোর দাম অন্যান্য ম্যাট্রেসের তুলনায় কম হতে পারে।
যেমন, একটি এপেক্স এয়ার অর্থোপেডিক ম্যাট্রেসের দাম প্রায় ৪,০০০ থেকে ৫,০০০
টাকা হতে পারে।
ম্যাট্রেসের দাম বিভিন্ন বিক্রেতা, অনলাইন প্ল্যাটফর্ম এবং শোরুমের ওপর নির্ভর
করে কিছুটা কম-বেশি হতে পারে। ম্যাট্রেস কেনার আগে সবথেকে ভালো হয়, যদি আপনি
তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো বিশ্বস্ত দোকান থেকে দাম এবং অফার সম্পর্কে
সর্বশেষ তথ্য জেনে নেন।
সিঙ্গেল ম্যাট্রেস এর দাম
২০২৫ সালে একটি সিঙ্গেল ম্যাট্রেসের দাম ম্যাট্রেসের ধরণ, গুণগত মান এবং
ব্র্যান্ডের ওপর নির্ভর করে অনেকটা ভিন্ন হয়। সিঙ্গেল ম্যাট্রেস বলতে সাধারণত ৩
ফুট বাই ৬ ফুট আকারের ম্যাট্রেসকে বোঝানো হয়, যা একজন ব্যক্তির জন্য উপযুক্ত।
নিচে বিভিন্ন ধরনের সিঙ্গেল ম্যাট্রেসের দাম সম্পর্কে একটি ধারণা দেওয়া হলো:
- সাধারণ ফোম ম্যাট্রেসের দাম প্রায় ৫ থেকে ৮ হাজার টাকা হতে পারে।
- স্প্রিং ম্যাট্রেসের দাম প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।
- অর্থোপেডিক ম্যাট্রেসের দাম সাধারণত ১০ থেকে ১৫ হাজার টাকা বা তারও বেশি হয়ে থাকে।
- লেটেক্স বা মেমরি ফোম ম্যাট্রেসের দাম ২৫ হাজার টাকা থেকে শুরু করে বেশি হতে পারে।
বিছানার ম্যাট্রেস দাম
২০২৫ সালে বিছানার ম্যাট্রেসের দাম ম্যাট্রেসের ধরণ, আকার, ব্র্যান্ড এবং
ব্যবহৃত উপাদানের ওপর নির্ভর করে অনেকটা ভিন্ন হয়। বাজারে বিভিন্ন ধরনের
ম্যাট্রেস পাওয়া যায়, যেমন—ফোম ম্যাট্রেস, স্প্রিং ম্যাট্রেস, অর্থোপেডিক
ম্যাট্রেস ইত্যাদি। প্রতিটি ম্যাট্রেসের দামের একটি আলাদা তালিকা থাকে।
১. সাধারণ ফোম ম্যাট্রেস
- সিঙ্গেল (৩ ফুট x ৬ ফুট): দাম প্রায় ৫ থেকে ৮ হাজার টাকা।
- ডাবল (৪ ফুট x ৬.৫ ফুট): দাম প্রায় ৮ থেকো ১২ হাজার টাকা।
- কিং সাইজ (৬ ফুট x ৭ ফুট): দাম প্রায় ১৫ থেকে ২৫ হাজার টাকা।
২. স্প্রিং ম্যাট্রেস
- সিঙ্গেল (৩ ফুট x ৬ ফুট): দাম প্রায় ১৫ থেকে ২৫ হাজার টাকা।
- ডাবল (৪ ফুট x ৬.৫ ফুট): দাম প্রায় ২৫ থেকে ৪০ হাজার টাকা।
- কিং সাইজ (৬ ফুট x ৭ ফুট): দাম প্রায় ৪০ থেকে ৬০ হাজার টাকা বা তারও বেশি।
৩. অর্থোপেডিক ম্যাট্রেস
- সিঙ্গেল (৩ ফুট x ৬ ফুট): দাম প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।
- ডাবল (৪ ফুট x ৬.৫ ফুট): দাম প্রায় ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা।
- কিং সাইজ (৬ ফুট x ৭ ফুট): দাম প্রায় ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা বা তার বেশি।
৪. মেমরি ফোম ম্যাট্রেস
- সিঙ্গেল (৩ ফুট x ৬ ফুট): দাম প্রায় ২০ হাজার টাকা থেকে শুরু।
- কিং সাইজ (৬ ফুট x ৭ ফুট): দাম প্রায় ৫০ থেকে ৮০ হাজার টাকা বা তারও বেশি।
৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস প্রাইস ইন বাংলাদেশ
৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস এর দাম কোয়ালিটি অনুযায়ী সর্বনিম্ন ২০০০ টাকা
থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। দামের পার্থক্য থাকার কারণ হলো
কোন ম্যাট্রেস কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে।
ভালো মানের উপাদান দিয়ে তৈরি করা ৬ ফুট বাই ৭ ফুট ম্যাট্রেস এর দাম যেমন
বেশি সে কারণে এগুলো অনেক বছর টিকে থাকে সহজে নষ্ট হয় না এবং ঘুমাতে অনেক
বেশি আরামদায়ক হয়ে থাকে। ভালো কোয়ালিটির Swan Pocket Spring Mattress ৬
ফুট বাই ৭ ফুট নিতে চাইলে দাম পড়বে ৫০ হাজার ৭৫০ টাকা।
আবার আপনি যদি কম দামের মধ্যে ৬ ফুট বাই ৭ ফুট এর Deluxe Topper Mattress নেন
তাহলে এটার দাম পড়বে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা। তবে আপনি যদি দীর্ঘ সময় ধরে
ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একটু বেশি দাম দিয়ে ভালো মানের নেওয়ার
চেষ্টা করবেন।
কোন কোম্পানির ম্যাট্রেস ভালো
বাংলাদেশে ম্যাট্রেস কেনার কথা ভাবলে বেশ কয়েকটি ভালো ব্র্যান্ডের নাম উঠে
আসে। তবে কোন কোম্পানির ম্যাট্রেস আপনার জন্য ভালো হবে, তা নির্ভর করে আপনার
বাজেট, আরামের চাহিদা এবং শারীরিক অবস্থার ওপর। এখানে কয়েকটি জনপ্রিয় এবং
নির্ভরযোগ্য ম্যাট্রেস ব্র্যান্ডের নাম ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা
করা হলো:
📌আরো পড়ুন👉সবচেয়ে ভালো সিলিং ফ্যান কোনটি
১. আকিজ ম্যাট্রেস
আকিজ একটি পরিচিত এবং বিশ্বস্ত ব্র্যান্ড। তাদের ম্যাট্রেসগুলো সাধারণত ভালো
মানের এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়। তারা বিভিন্ন ধরনের ম্যাট্রেস তৈরি
করে, যেমন—ফোম, স্প্রিং এবং অর্থোপেডিক ম্যাট্রেস। আকিজ ম্যাট্রেস
দীর্ঘস্থায়ী এবং টেকসই হওয়ার জন্য বেশ জনপ্রিয়।
২. সোয়ান ম্যাট্রেস
সোয়ান ম্যাট্রেস তাদের প্রিমিয়াম কোয়ালিটির জন্য পরিচিত। তারা বিশেষ করে
স্প্রিং এবং মেমরি ফোম ম্যাট্রেসের জন্য বিখ্যাত। যদিও সোয়ানের
ম্যাট্রেসগুলোর দাম কিছুটা বেশি হয়, তবে ভালো মানের ঘুম এবং
দীর্ঘস্থায়িত্বের জন্য এটি একটি ভালো বিনিয়োগ হতে পারে। যারা বিলাসবহুল এবং
আরামদায়ক ম্যাট্রেস চান, তাদের জন্য সোয়ান একটি সেরা পছন্দ।
৩. পারটেক্স ম্যাট্রেস
পারটেক্সও বাংলাদেশের ম্যাট্রেস বাজারে একটি প্রতিষ্ঠিত নাম। তাদের
ম্যাট্রেসগুলো টেকসই এবং ভালো মানের হওয়ায় ক্রেতাদের কাছে জনপ্রিয়।
পারটেক্সের অর্থোপেডিক ম্যাট্রেসগুলো বিশেষভাবে পরিচিত, যা পিঠের ব্যথা বা
শারীরিক সমস্যায় ভোগা মানুষের জন্য উপযুক্ত। পারটেক্স ম্যাট্রেসও
তুলনামূলকভাবে ভালো দামে পাওয়া যায়।
৪. এপেক্স ম্যাট্রেস
এপেক্স ম্যাট্রেস তাদের বাজেট-বান্ধব দামের জন্য পরিচিত। যারা কম দামে ভালো
মানের ম্যাট্রেস খুঁজছেন, তাদের জন্য এপেক্স একটি ভালো বিকল্প। তারা বিভিন্ন
আকারের ফোম এবং স্প্রিং ম্যাট্রেস তৈরি করে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য
উপযুক্ত।
৫. ডেল্টা ম্যাট্রেস
ডেল্টা ম্যাট্রেসও মানসম্মত ম্যাট্রেস সরবরাহ করে থাকে। তাদের পণ্যগুলোও বেশ
সাশ্রয়ী। যারা ভালো মানের ফোম ম্যাট্রেস খুঁজছেন, তারা ডেল্টা ম্যাট্রেসকে
বিবেচনা করতে পারেন।
আপনার জন্য কোন ম্যাট্রেস ভালো?
- আপনার যদি বাজেট কম হয়, তাহলে এপেক্স বা আকিজ ম্যাট্রেস দেখতে পারেন।
- যদি আরাম আপনার প্রধান লক্ষ্য হয় এবং বাজেট নিয়ে চিন্তা না থাকে, তাহলে সোয়ান ম্যাট্রেস বেছে নিতে পারেন।
- যদি পিঠের ব্যথা বা মেরুদণ্ডের সমস্যা থাকে, তাহলে পারটেক্স বা আকিজ-এর অর্থোপেডিক ম্যাট্রেসগুলো আপনার জন্য ভালো হবে।
ম্যাট্রেস কেনার আগে প্রতিটি ব্র্যান্ডের অফার এবং ওয়ারেন্টি সম্পর্কে জেনে
নেওয়া ভালো। সম্ভব হলে দোকানে গিয়ে ম্যাট্রেসটি নিজে পরীক্ষা করে দেখুন।
ভালো ম্যাট্রেস চেনার উপায়
যেহেতু বাজারে অসংখ্য ধরনের ম্যাট্রেস পাওয়া যায় সেজন্য এর মধ্যে থেকে ভালো
মানের ম্যাট্রেস চেনার উপায় না জানলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো
মানের ম্যাট্রেস কেনার আগে অবশ্যই চেনার উপায় জেনে নেওয়া প্রয়োজন। ভালো
ম্যাট্রেস চিনতে যেগুলো বিষয়ে খেয়াল রাখবেন।
- ফোম অতিরিক্ত নরম নয় আবার অতিরিক্ত শক্ত নয় এরকম দেখে বাছাই করতে হবে।
- শুয়ে থাকলে বা বসে থাকলে একেবারে বসে যায় না এরকম দেখে নিতে হবে।
- ভালো কুলিং ফিচার থাকতে হবে এতে গরমের সময় ঘামলেও কোন সমস্যা হবে না।
- কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা জেনে নিতে হবে।
- ধুলো ময়লা বা ব্যাকটেরিয়া কম জমে এরকম দেখে বাছাই করতে হবে।
- বাজারে অনেক ব্যান্ডের ম্যাট্রেস রয়েছে সবচেয়ে ভালো ব্র্যান্ডের ম্যাট্রেস বাছাই করতে হবে।
- রিটার্ন পলিসি সম্পর্কে জেনে নিতে হবে।
- যদি সম্ভব হয় তাহলে কিছুক্ষণ শুয়ে টেস্ট করে নিলে ভালো হবে।
- ভালো মানের এর ট্রায়াল পিরিয়ড থাকে সেটা দিবে কিনা জেনে নিতে হবে।
- কত বছরের ওয়ারেন্টি রয়েছে এটাও জেনে নিতে হবে।
ভালো মানের ম্যাট্রেস নির্বাচন করার ক্ষেত্রে এই সকল বিষয়ে ভালোভাবে যাচাই
বাছাই করে নিতে হবে। আর ভালো মানের ম্যাট্রিসে এ সকল সুযোগ সুবিধা ওয়ারেন্টি
সহ দিতে পারবে। তারপরেও আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী আরো ভালোভাবে যাচাই-বাছাই
করতে পারেন।
লেখকের শেষ মতামত
আজকের আর্টিকেলে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রেসের দাম সম্পর্কে আপনাদেরকে
জানিয়েছি। আশা করি, এই তথ্যগুলো আপনাদের ম্যাট্রেস কিনতে সাহায্য করবে। মনে
রাখবেন, সময়ের সাথে দামের কিছুটা পরিবর্তন হতে পারে। তাই কেনার আগে অবশ্যই
ভালোভাবে যাচাই করে নিবেন।
ম্যাট্রেসের ক্ষেত্রে শুধু দাম কম হলেই হবে না, ভালো মানও জরুরি। যদি আপনি
মানসম্মত পণ্য নিতে চান, তাহলে দাম কিছুটা বেশিই পড়বে। আপনার যদি কোনো প্রশ্ন
থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url