গুগল অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন-গুগল অ্যাডস দিয়ে দ্রুত লিড জেনারেট করার ১০টি উপায়

 নতুন শিক্ষাক্রম এর সুবিধা ও অসুবিধাগুলো বিস্তারিত জানুনগুগল অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন তা সম্পর্কে অনেকেই জানেন না। তাই আপনি যদি দ্রুত লিড নিয়ে আসতে চান তাহলে এই বিষয়ে জানা দরকার। এর ফলে আপনি সহজেই লিড পেয়ে যাবেন।

লিড- জেনারেশন -টুলস- কি -কি

অনেকেই লিড জেনারেশন এর কাজ করে থাকেন। তবে এই কাজটি যদি আপনি অনেক সহজ ভাবে করতে চান তাহলে আপনি গুগল অ্যাডস ব্যবহার করতে পারেন। তাই চলুন জেনে নিই গুগল অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন তা সম্পর্কে।

পেজ সূচিপত্র : গুগল অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন

গুগল অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন

গুগল অ্যাডস দিয়ে আপনি অনেক সহজেই আপনার লিড নিয়ে আসতে পারবেন। এড এর মাধ্যমে যদি লিড দেওয়া হয় তাহলে তা অল্প সময়ের মধ্যেই অনেকের কাছে পৌঁছে যাবে। যার ফলে অল্প সময়ে অনেক সংখ্যক লিড নিয়ে আসতে পারবেন। তাই চলুন জেনে নিন কিভাবে গুগল অ্যাড ব্যবহার করে লিড জেনারেশন নিয়ে আসতে পারেন।

১. অ্যাড কপি তৈরি করা
আপনাকে ভালো মানের একটি অ্যাড তৈরি করে নিতে হবে। এটি অনেক আকর্ষণীয় করে তুলবেন ফলে দর্শকরা অনেক উৎসাহ পাবে। ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী আপনি যদি ভালো একটা বিজ্ঞাপন তৈরি করতে পারেন তাহলে তা আপনার লিড নিয়ে আস্তে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। তাই এই কাজটি অনেক ভালো ভাবে করে নিন।

২. লেজার শার্প কিওয়ার্ড নির্বাচন করা
কিওয়ার্ড গুলো কে বেশ দক্ষতার সাথে নির্বাচন করে নিন। এর ফলে আপনি আপনার সম্ভাব্য গ্রাহকদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে পাবেন। কিওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে একজন দর্শকের মতো করে ভাবতে হবে। তারা কি লিখে আপনার সাইটে আসবে সে অনুযায়ী কিওয়ার্ড সিলেক্ট করতে হবে।

৩. ল্যান্ডিং পেজ তৈরি করা
ল্যান্ডিং পেজই হলো আসল ও গুরুত্বপূর্ণ। এটি আপনার বিজ্ঞাপনে সুন্দর ভাবে ও ব্যবহারকারীদের লিড হওয়ার জন্যে সারিবদ্ধ ভাবে পথ দেখাবে। এটি ভৌগালিক ভাবে টার্গেট করা জনসংখ্যা ও নির্দিষ্ট সময়ের কার্যকারিতায় সর্বাধিক প্রভাব ফেলবে। আর তাই ব্যবহারকারীদের জন্যে একটি সুন্দর ও প্রচারণা মূলক ল্যান্ডিং পেজ তৈরি করে নিন।

৪. টার্গেটিং
টার্গেটিং বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। আপনি প্রথমেই কাজ শুরু করার পূর্বে আপনাকে নির্দিষ্ট জনসংখ্যা, ভৌগোলিক স্থান সিলেকশন করে নিতে হবে। আপনার টার্গেট করা অডিয়েন্সদের কাছে আপনাকে এই অ্যাডস গুলো পৌঁছে দিতে হবে।
লিড- জেনারেশন- কি
গুগল এটি করবে। আপনাকে আপনার টার্গেট করা অডিয়েন্স এর সংখ্যা কত ও কোন এলাকা বা দেশের অডিয়ন্স চাচ্ছেন তা উল্লেখ করে দিবেন। তাহলে গুগল অ্যাডস সেই ভৌগালিক অঞ্চলের মানুষদের কাছে পৌঁছাবে এবং আপনার টার্গেট করা দর্শকদের থেকে লিড নিয়ে আসবে।

৫. ট্র্যাক ও বিশ্লেষণ করা
আপনার ওয়েব সাইটে রূপান্তর ট্র্যাকিং ইন্সটল করে নিন। এর মাধ্যমে আপনি একটা বিশ্লেষণ করতে পারবেন। আপনার লিডে কেমন ক্লিক করছে এবং কত জন থেকে লিড আসছে এই সব কিছু জানতে পারবেন। এই গুলোর মাধ্যমে আপনি ডেটা বিশ্লেষণ ও আপনার প্রচারণার কাজ কে অপ্টিমাইজ করতে পারবেন।

৬. বিজ্ঞাপন এক্সটেনশন ব্যবহার করুন
বেশী পরিমাণে তথ্য প্রদান করার জন্যে ও দর্শক কে ক্লিক করতে উৎসাহিত করতে বিজ্ঞাপন এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এর জন্যে আপনি সাইট লিংক এক্সটেনশন, কল আউট এক্সটেনশন ইত্যাদি ব্যবহার করতে পারেন।

৭. কোয়ালিটি স্কোর অপ্টিমাইজেশন করুন
প্রাসঙ্গিক ও উচ্চ মানের বিজ্ঞাপন তৈরি করতে চাইলে আপনার বিজ্ঞাপন এর গুণগত মানের দিকে নজর দিন। আপনি যদি উচ্চ মানের স্কোর এবং আরো ভালো বিজ্ঞাপন প্লেসমেন্ট ব্যবহার করতে পারেন তাহলে এটি প্রতি ক্লিকে খরচ কমাতে সাহায্য করবে।
আপনি এই টিপস গুলো যদি ভালো ভাবে অবলম্বন করতে পারেন তাহলে আপনি গুগল এডস এর মাধ্যমে খুব দ্রুতই লিড জেনারেশন করতে পারবেন। তাই দ্রুত লিড জেনারেশন করার জন্যে আপনি এই কাজ গুলো করতে পারেন।

লিড জেনারেশন কি

গুগল অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন তা সম্পর্কে জেনেছেন। লিড মানে হলো কোনো কাঙ্খিত বিষয়ের উপর সংগৃহীত তথ্য ও উপাত্ত। একটি ব্যবসায়িক প্রক্রিয়ার উপর ভিত্তি করে সাধারণত এই লিড গুলো সংগ্রহ করা হয়ে থাকে। আর এই প্রক্রিয়াটি কেই বলা হয়ে থাকে লিড জেনারেশন। লিড জেনারেশন বেশ কয়েকটা কারনে করা হয়ে থাকে। যেমন সঠিক ক্রেতা জোগাড় করা, বিক্রয় বৃদ্ধি করা ও ব্যান্ড ভ্যালু তৈরি করা ইত্যাদি। একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠান এর জন্যে ব্যবসার উদ্দেশ্য বিভিন্ন কাস্টমারদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে। পরে তাদের কে তাদের পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য গুলো দিয়ে থাকে এবং তাদের কাস্টমারদের পণ্য কেনার জন্যে আগ্রহী করে তোলে।

লিড নেওয়ার মাধ্যমে ক্রেতাদের কে বিভিন্ন তথ্য দেওয়া হয়ে থাকে তাদের পণ্য সম্পর্কে এবং পছন্দ অনুভব ক্রেতাদের কে পণ্য সরবরাহ করে আগ্রহী করে তোলে। ফলে লিড জেনারেশন করে ব্যবসায়ী পণ্য বেশী পরিমাণে বিক্রি হয়ে থাকে। আপনি লিড সংগ্রহ করে আপনার পণ্য গুলো কে আপনার ক্রেতার কাছে পৌঁছে দিতে পারেন ও বিক্রয় সংখ্যা বাড়াতে পারেন। আবার আপনি যদি সঠিক ভাবে লিড জেনারেশন করতে পারেন তাহলে এটি আপনার কোম্পানির বিশ্বাস যোগ্যতা বাড়িয়ে থাকে। আর তাই ব্যান্ডের মান বাড়ানোর জন্যে লিড জেনারেশন করতে পারেন।

লিড জেনারেশন করে কিভাবে টাকা আয় করা যায়

অনেক মার্কেট প্লেস রয়েছে যেখানে আপনি লিড জেনারেশন করে টাকা আয় করতে পারেন। লিড জেনারেশন এর মাধ্যমে আসলে বিভিন্ন ধরণের ডেটা সংগ্রহ করে থাকে। এই কাজটি যেহুতো সহজ তাই এখানে প্রতিযোগি অনেক বেশী থাকে। ফাইবারে যদি আপনি ৫০ থেকে ১০০ টি লিড নিয়ে আসতে পারেন তাহলে ১০ থেকে ৫০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা শুধু মাত্র লিড জেনারেশন করেই ৫০ থেকে ১০০ ডলার পর্যন্ত ইনকাম করে থাকে। অনলাইন যে মার্কেটে প্লেস গুলো রয়েছে সেখানে আপনি অনেক লিড জেনারেশন এর কাজ পাবেন। এই লিড জেনারেশন এর কাজ করেই আপনি মাসে অনেক পরিমাণ টাকা আয় করতে পারবেন।

লিড জেনারেশনের কাজ কোথায় পাওয়া যায়

গুগল অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন তা সম্পর্কে জেনেছেন। আপনি সকল মার্কেট প্লেস গুলো তে লিড জেনারেশন করার কাজ পাবেন। যেমন আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার, গুরু ইত্যাদি প্ল্যাটফর্ম গুলো তে আপনি এই লিড জেনারেশন এর কাজ গুলো দেখতে পাবেন।
তাই আপনি যদি লিড জেনারেশন এর কাজ গুলো করতে চান তাহলে এই প্ল্যাটফর্ম গুলো তো এসে কাজ করতে পারেন। এই মার্কেট প্লেস গুলো তে আপনি কাজ গুলো করতে পারেন।

লিড জেনারেশন কত ধরনের

গুগল অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন তা সম্পর্কে জেনেছেন। লিড জেনারেশন কে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন B2B (Business to business) এবং B2C (Business to consumer)। বি টু বি লিড জেনারেশন এর মাধ্যমে আপনি কোম্পানির মালিকদের তথ্য গুলো খুঁজে বের করবেন। অর্থাৎ আপনাকে কোম্পানি যে মালিক গুলো রয়েছে বা ব্যবসার মালিকদের থেকে আপনাকে লিড নিয়ে আসতে হবে। আর আপনি যদি বি টু সি করেন তাহলে আপনাকে কাস্টমার এর লিড নিয়ে আসতে হবে। বি টু বি তে একজন কোম্পানি বা ব্যবসায়ীর সকল তথ্য গুলো যেমন ঠিকানা, ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর ইত্যাদি বিষয় গুলো কে সংগ্রহ করতে হবে। আর বি টু সি তে আপনাকে কাস্টমারের সকল তথ্য গুলো যেমন, ফোন নম্বর, ইমেইল ইত্যাদি সংগ্রহ করা হয়ে থাকে।

ফেসবুক অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন

ফেসবুক অ্যাডস দিয়ে আপনি লিড জেনারেট করতে পারবেন। তাই আপনি যদি এই বিষয়ে কিছু না জেনে থাকেন তাহলে জেনে নিতে পারেন। তাহলে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনি খুব সহজেই লিড জেনারেট করতে পারবেন। তাই এই বিষয় গুলো সম্পর্কে জেনে নিন।
  • এর জন্যে প্রথমেই ফেসবুকের অ্যাড ম্যানেজার লগ ইন করে নিন। পূর্বের কোনো একাউন্ট থাকলে তা শুধু লগ ইন করে নিন। আর যদি একাউন্ট না থাকে তাহলে একাউন্ট তৈরি করে নিন।
  • অ্যাড ম্যানেজারে প্রবেশ করে, ক্যাম্পেইন তৈরি করার জন্যে ক্রিয়েট বাটনে ক্লিক করুন। ক্যাম্পেইন এর একটি নাম সিলেক্ট করে নিন ও লক্ষ্য হিসেবে লিড জেনারেশন সিলেকশন করে নিন।
  • ক্যাম্পেইন তৈরি করা হয়ে গেলে অ্যাড সেট করে নিতে হবে। এখানে আপনার টার্গেট করা অডিয়েন্স ও সময় এবং বাজেট নির্ধারন করে নিন।
  • অ্যাড সেট করার পর আপনাকে অ্যাড ক্রিয়েট করে নিন। আপনি কিভাবে অ্যাড দেখাতে চান তা এখানে নির্ধারণ করে দিন।
  • অ্যাড ক্রিয়েট করার জন্যে অ্যাড ফরম্যাট সিলেকশন করে নিন। এর জন্যে সিঙ্গেল ইমেজ, ভিডিও ইত্যাদি ফরম্যাট সিলেকশন করুন।
  • আপনার অ্যাডের জন্যে ছবি, ভিডিও ইত্যাদি ক্রিয়েট করুন। অ্যাডের জন্যে কার্যকরী কল টু অ্যাকশন নির্বাচন সিলেক্ট করুন।
  • এরপর আপনাকে লিড ফর্ম তৈরি করতে হবে। ফর্মে একটি নাম দিন। কোন তথ্য গুলো আপনি সংগ্রহ করবেন তা দিয়ে ফর্ম বিল্ড করুন। ফর্ম সাবমিট করা হয়ে গেলে ইউজারদের কি দেখানো হবে তা সিলেকশন করুন। Thank you দিতে পারেন।
  • ফর্ম তৈরি হয়ে গেলে এটি কে আপনি একবার প্রিভিউ করে দেখতে পারেন। সকল কিছু যদি ঠিক থাকে তাহলে এটি কে পাবলিশ করে দিন। তাহলে আপনার অ্যাড পাবলিশ করা হয়ে গেলো।

লিড জেনারেশন টুলস কি কি

আপনি যদি লিড জেনারেশন এর কাজ করতে চান এবং এটিকে সঠিক ভাবে করতে চাইলে কত গুলো টুলস এর প্রয়োজন হয়। আপনি লিড জেনারেশন করার জন্যে বেশ কিছু টুলস যেমন লিডপেজ, হাবস্পট মার্কেটিং হাব, যাস্টনু, মেইলচিম্প, কলিংলি, টোয়াক টু, চ্যাট ফুয়েল ইত্যাদি৷ এই গুলো হলো লিড জেনারেশন করার টুলস। লিডপেজ (Leadpage) হলো একটি জনপ্রিয় লিড জেনারেশন করার টুলস।
এর মাধ্যমে আপনি লেন্ডিং পেজ তৈরি করতে পারেন যার ফলে ভিজিটরদের কে এটি লিডে পরিণত করতে পারেন। যাস্টনু (Justuno) হলো কনভারসন অপ্টিমাইজড টুল। আপনি এর মাধ্যমে ওয়েবসাইট ভিজিটর কে লিডে রূপান্তর করতে পারবেন।

লিড জেনারেশনের গুরুত্ব

লিড জেনারেশন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে যেমন কাস্টমারদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয় তেমনি ব্যবসায়ীদের তথ্যও সংগ্রহ করা সম্ভব হয়ে থাকে। আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে লিডের মাধ্যমে আপনার কাস্টমারদের তথ্য গুলো সংগ্রহ করতে পারবেন। তারপর তাদের ফোন নম্বর বা ইমেইলে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারবেন।
গুগল -অ্যাডস- দিয়ে- কিভাবে- দ্রুত- লিড- জেনারেট -করবেন
ফলে আপনার পণ্য গুলো সম্পর্কে কাস্টমারদের আপডেট জানানো ও বিক্রি করতে এটি সহায়তা করবে। তাই একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্যে লিড জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ।

B2B লিড জেনারেশন কি

বি টু বি লিড জেনারেশন মানে হলো বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। এর মাধ্যমে আপনি একজন ব্যবসায়ীর সকল তথ্য গুলো সংগ্রহ করতে পারবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট পাইকারি ভাবে ক্রয় করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই ধরণের পদক্ষেপ নিতে পারেন। বিভিন্ন ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে তাদের থেকে পাইকারি পণ্য ক্রয় করতে পারেন। এটি হলো ব্যবসায়ী ও ব্যবসায়ীর মধ্যে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া।

লেখকের শেষ মন্তব্য

প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেলটি লেখা হয়েছে গুগল অ্যাডস দিয়ে কিভাবে দ্রুত লিড জেনারেট করবেন তা সম্পর্কে। আশা করি এই বিষয়ে সকল কিছু বিস্তারিত জানতে পেরেছেন। এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা জানাতে পারেন। পাশাপাশি এটি আপনার বন্ধুর সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ। 250109

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url