uliroid ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া

uliroid ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে আজকের এই কন্টেন্ট। আধুনিক চিকিৎসায় হরমোন জনিত নানা অসুখের জন্য ব্যবহৃত হয় নানা ধরনের ঔষধ। তার মধ্যেই একটি হলো uliroid ট্যাবলেট। অন্যান্য ঔষধের মত এই ঔষধেরও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

uliroid-ট্যাবলেট-পার্শ্ব-প্রতিক্রিয়া

ঔষধটি সাধারণত একটি হরমোন প্রতিস্থাপক ঔষধ। থাইরয়েড হরমোনের অভাবের কারণে ব্যবহৃত হয়ে থাকে। শরীরের বিপাকীয় হার স্বাভাবিক রাখতে এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজে যেমন শক্তি উৎপাদনে ব্যবহার হয়। এই ঔষধ এর পার্শ্ব প্রতিক্রিয়া এর কার্যকারিতার সাথে সম্পর্কিত।

পেজ সূচিপত্রঃ uliroid ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া

uliroid ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া

uliroid ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া, বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ হল যে ঔষধ প্রয়োগের সময় সেই ঔষধ এর অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যেন সেবনকারীর ওপর প্রভাব বিস্তার না করতে পারে সেই প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া। কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন করা সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। কেননা প্রতিটি ঔষধেরই কোন না কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কাজেই uliroid ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া সেবন করার সময় পরিলক্ষিত হয়। uliroid এ লেভোথাইরক্সিন সোডিয়াম নামক হরমোন উপস্থিত থাকে।

এটি কৃত্রিমভাবে মানুষের শরীরে প্রবেশ করিয়ে হাইপোথাইরয়েডিজমের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। যে সমস্ত মানুষেরা দীর্ঘদিন ধরে হরমোন জনিত কারণে থাইরয়েডের সমস্যায় ভুগছেন এবং এর লক্ষণ হিসেবে ওজন বৃদ্ধি, ক্লান্তি ভাব, মনোযোগহীনতা ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে তারা এই ধরনের ঔষধ সেবন করে থাকেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনে সেবন না করা হলে এর নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবং এটি বিপদজনকও হতে পারে।

    ওজন বেড়ে যেতে থাকা

    uliroid ট্যাবলেট টি সাধারণত হরমোনের ঘাটতি পূরণের জন্য মানবদেহে সেবন করা হয়ে থাকে। তবে মাঝে মাঝে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ওজন বেড়ে যেতে থাকার সমস্যাটি ও গোপন ভাবে শরীরে বাসা বাঁধতে পারে। স্বাভাবিকভাবে থাইরয়েড হরমোন শরীরে ঘাটতি থাকলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। কিন্তু যখন বাইরে থেকে হরমোনটি শরীরের ভেতরে প্রবেশ করানো হয় তখন শরীরের বিপাক হার অস্থির হয়ে যেতে থাকে। এটি শরীরের ওপর নানা দিক থেকে প্রভাব বিস্তার করতে থাকে।
    যেমন শরীরের পানির ভারসাম্য অথবা শরীরের চর্বির সঞ্চয় ও হজমের উপর প্রভাব বিস্তার করে। ঔষধ টি সেবন করার কিছুদিন পর অস্বাভাবিকভাবে ক্ষুধা বাড়তে থাকে এবং একটি মানুষ স্বাভাবিকভাবেই আগের তুলনায় বেশি বেশি খাওয়া শুরু করে। এর ফলে তার শরীরের ওজন বেড়ে যায়। যে সকল সেবনকারী খাদ্য নিয়ন্ত্রণে অভ্যস্ত নন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায়। আগে থেকেই খাদ্য নিয়ন্ত্রণে অভ্যস্ত না হওয়ার কারণে এটি সেবন করার পরও একই অবস্থা থেকে যায় যার ফলে তাদের ওজন বেড়ে যায়।

    মাথা ঘোরা অনুভব হওয়া

    uliroid ট্যাবলেট টি সেবন করার পর অনেক সেবনকারীরই মাথা ঘোরা অনুভব হয় অর্থাৎ নিয়মিত মাথা ঘুরতে থাকে। এটি সেবনকারীকে একটি অস্থিরতায় ফেলে দেয় এবং স্বাভাবিক দৈনন্দিন কার্যকলাপের বিঘ্ন ঘটায়। এই ঔষধটি সেবন করার ফলে দেহের কোষ গুলো হঠাৎ অতিরিক্ত শক্তির চাহিদায় পড়ে যায়। যার ফলস্বরূপ রক্তচাপ কমে যায় এবং রক্তের গ্লুকোজের পরিমাণ ওঠানামা করতে থাকে। যার ফলস্বরূপ মাথা ঘোরা অনুভূতি হয়। সেবনকারী যদি সকালে খালি পেটে এই ঔষধটি সেবন করেন।

    পুষ্টিকর অথবা শক্তি যোগান দেয় এমন খাবার গ্রহণ না করে থাকেন তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়া টি দেখা দিতে পারে। মাথা ঘোরা পার্শ্ব প্রতিক্রিয়া টি খুবই গম্ভীর বিষয়। কেননা দৈনন্দিন জীবনে কাজ-কর্ম করতে গিয়ে এটির প্রভাবে অনেক সময় বড় কোন দুর্ঘটনাও ঘটে যেতে পারে। উদাহরণস্বরূপ আপনি যদি গাড়ি চালান সেই সময় যদি আপনার এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনি বড় ধরনের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই এই পার্শ্ব প্রতিক্রিয়া টি দেখা দিলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

    বমি বমি ভাব হওয়া

    uliroid ট্যাবলেট টি সেবন করার পর অনেক সেবনকারীর এই বমি বমি ভাব অথবা গা গুলিয়ে ওঠার মতো নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। অনেকে মনে করেন এটি পরিপাকতন্ত্রের বিশেষ করে পাকস্থলীর হজমের সমস্যার কারণে হয়ে থাকে। কিন্তু তাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কেননা uliroid ট্যাবলেট সেবন করার পর শরীরের অভ্যন্তরীণ হরমোনের বিশৃঙ্খলার দেখা দিতে পারে। যার বহিঃপ্রকাশ হলো বমি বমি ভাব হওয়া অথবা গা গুলিয়ে ওঠা। এটি uliroid ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া।
    লেভোথাইরোজিন যেটি ট্যাবলেটে উপস্থিত রয়েছে সেটি শরীরের প্রবেশ করার পর হঠাৎ বিপাকক্রিয়া ত্বরান্বিত করে দেয়। যার ফলস্বরূপ এটি পাকস্থলীর স্বাভাবিক ক্রিয়াকে ব্যাহত করে। এর ফলে পেটে গ্যাস, এসিডিটি, পেট ফাঁপা সহ নানা ধরনের অসুবিধা দেখা দেয়। এর ফলে বমি বমি ভাব হয় এবং উল্লেখ্য যে যদি এই ঔষধটি খালি পেটে সেবন করা হয় তাহলে এই ধরনের সমস্যা বেশি দেখা দেয়। এই পার্শ্বপ্রতিক্রিয়া টি অস্থায়ী হতে পারে এবং স্থায়ীও হতে পারে। এবং বমি বমি ভাবটি তীব্রতার হতে পারে।

    ঘুম ঘুম ভাব হওয়া

    uliroid ট্যাবলেট টি সেবন করার পর অনেকেরই ঘুম পায় অর্থাৎ ঘুম ঘুম ভাব হয় এবং ক্লান্তি অনুভব হয়। শরীর ক্লান্ত অনুভব করে এবং কোন কাজে আগ্রহ পাওয়া যায় না। কেননা শরীর যখন বিশ্রাম চাইবে তখন প্রকৃতপক্ষে কোন কাজেই আগ্রহ পাওয়া যাবে না। আর যখন ঘুম ঘুম ভাব পায় তখনই শরীর বিশ্রাম চায়। এই ট্যাবলেটটির আরো একটি পার্শ্ব প্রতিক্রিয়া হল ঘুম ঘুম ভাব হওয়া। এই ঘুম ঘুম ভাব হওয়া প্রকৃতপক্ষে শরীরের ক্লান্তি নয় বরং এটি হরমোন জনিত ভারসাম্য হীনতার প্রতিফলন।
    uliroid-ট্যাবলেট-পার্শ্ব-প্রতিক্রিয়া
    এখানেও শরীরের বিপাক হার হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণটি প্রভাবক হিসেবে কাজ করে। শরীরের বিপাক হার হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণে শরীর থেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত শক্তি বের হয়ে যেতে থাকে। এর ফলে মস্তিষ্ক ক্লান্ত অনুভব করে। যার ফলস্বরূপ ঘুমঘুম ভাব পায়। অনেক সময় এই ঘুম ঘুম ভাব হওয়ার পাশাপাশি স্মৃতিশক্তি ঝাপসা হয়ে আসে এবং সেবনকারী মনসংযোগ হীনতায় ভোগে এবং এই অনুভূতিটি বিরক্তিকর হয় তাদের জন্য যারা অফিস আদালতে কাজ করে অথবা সেই সকল শিক্ষার্থী যারা পড়ালেখা করে।

    ত্বকে এলার্জি দেখা দেওয়া

    uliroid ট্যাবলেট টি সেবন করার পর অনেক সেবনকারীর ত্বকে এলার্জি দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়া টি কখনো হালকা আবার কখনো মারাত্মক আকার ধারণ করতে পারে। এর শুরুতে সাধারণত লালচে দাগ অথবা র‍্যাশ অথবা ফুসকুড়ির মত কিছু দেখা দিতে পারে। যদি সময় মত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে পরবর্তীতে এটি সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এবং যেটি বিরক্তির কারণ হতে পারে এবং শারীরিকভাবে অস্বস্তির কারণ হতে পারে। দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
    এই ট্যাবলেটটির ভেতরে থাকা হরমোনটি কে শরীর বহিরাগত হরমোন হিসেবে পরিগণিত করে যার প্রতিক্রিয়া হিসেবে ত্বকে এলার্জি দেখা দেয় এবং এই প্রতিক্রিয়ায় হিস্টামাইন নামক এক রাসায়নিক মুক্ত হয় যেটি এলার্জির কারণ হিসেবে দাঁড়ায়। সেবনকারি গণের মধ্যে যাদের ত্বক সংবেদনশীল এবং যাদের পূর্বে এলার্জির কোন ইতিহাস আছে তাদের মধ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়া টি বেশি পরিলক্ষিত হয়। যদি পার্শ্বপ্রতিক্রিয়াটি দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

    পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়া

    uliroid ট্যাবলেট টি সেবন করার পর অনেকের পেটে গ্যাস্ট্রিক এসিডিটি অথবা হজম জনিত নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই ট্যাবলেটটি হরমোন প্রতিস্থাপক ঔষধ হলেও সেটি বিপাকক্রিয়ার উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে থাকে। এই ট্যাবলেট রয়েছে লেভোথাইরোজিন নামের এক ধরনের হরমোন। এই হরমোনটি শরীরের বিপাক ক্রিয়ার হার বাড়িয়ে দেয় এবং যার ফলস্বরূপ এর প্রভাব পাকস্থলীর ওপর ও পরে। পাকস্থলীতে স্বাভাবিক এর তুলনায় বেশি এসিড ক্ষরণ হওয়া অতিরিক্ত মাত্রায় শুরু করে।

    যখন প্রয়োজনের তুলনায় বেশি এসিড ক্ষরণ হবে তখন পাকস্থলীতে এসিডিটির সমস্যা দেখা দেবে অর্থাৎ এই প্রক্রিয়াটির নামই এসিডিটি। যার কারণে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং পেট ফুলে যাওয়া অর্থাৎ ফেপে ওঠা অথবা পেট জ্বালা পোড়া করার মত সমস্যা দেখা দিতে পারে। যদি খালি পেটে এই ট্যাবলেট টি সেবন করা হয় তাহলে এই সমস্যাটি প্রকট আকার ধারণ করতে পারে। ঔষধটি সেবন করার পর এমন সমস্যা দেখা দিলে এটিকে সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা না মনে করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

    মেজাজ খিটমিটে হয়ে যাওয়া

    uliroid ট্যাবলেট টি সেবনের পর অনেক সেবনকারীর মধ্যেই নানা পার্শ্ব প্রতিক্রিয়ার পরিলক্ষিত হওয়ার জন্য এছাড়াও এই ঔষধেরই আরো একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মেজাজ খিটমিটে হয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকেই লক্ষ্য করে অযথাই তার রাগ হয়, মেজাজ খিটমিটে হয়ে যায়, বিরক্তিভাব হয় যেগুলো মানসিকভাবে ব্যাপক প্রভাব ফেলে। এমনকি শান্ত স্বভাবের মানুষের মধ্যেও এই উপসর্গগুলো পরিলক্ষিত হয়। হঠাৎ চেঁচিয়ে ওঠা অথবা সামান্য বিষয়ে রাগ করা এর লক্ষণ।

    এর কারণ হলো এই ট্যাবলেট এর ভেতরে থাকা লেভো থাইরোজিন হরমোনটি সরাসরি মস্তিষ্কে প্রভাব বিস্তার করে। যার ফলস্বরূপ মস্তিষ্কের সেরটোনিন ও ডোপামিন হরমোনের ভারসাম্য নষ্ট হয় অর্থাৎ এই হরমোন গুলো বেড়ে যায়। যার কারণে মেজাজ খিটমিটে হয়ে যায় এবং মস্তিষ্ক অস্থির হয়ে ওঠে। সেবনকারী নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে চাইলেও নিয়ন্ত্রণ করতে পারেন না এবং এ বিষয়টি তার নিজের কাছেও বিরক্তি কর হয়ে ওঠে। এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে ডাক্তারের পরামর্শ নিন।

    বুক ধরফর করতে থাকা

    uliroid ট্যাবলেট টি সেবন করার ফলে অনেক সেবনকারী বলে থাকেন তাদের বুকের মধ্যে ধরফর করছে হৃদপিন্ডের স্পন্দন যেন বেড়ে যাচ্ছে এবং কেমন একটা অস্থিরতা ভেতরে কাজ করছে। আবার তাদের কাছে এটি মনে হয় যে হৃদয়টি যেন হঠাৎ করে লাফ দিয়ে উঠছে। এটিকে বলা হয় প্যালপিটেশন যার বাংলা অর্থ বুক ধরফর করা। এটি কোন স্বাভাবিক ক্রিয়া নয় বরং এটি অস্বাভাবিক ক্রিয়ার মধ্যে একটি এবং এটি বেশ অস্বস্তিকর। অর্থাৎ ঔষধটি সেবন করার পর বুক ধরফর করলে বুঝবেন এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
    uliroid-ট্যাবলেট-পার্শ্ব-প্রতিক্রিয়া
    এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারন হলো লেভো থাইরোজিন নামক হরমোনটি যেটি এই ট্যাবলেটের প্রধান উপকরণ সেটি সরাসরি হৃদপিন্ডে প্রভাব বিস্তার করে এবং হৃদপিন্ডের রক্ত চলাচল বাড়িয়ে দেয়। যাদের আগে থেকেই হার্ট এর কোন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াটি বেশ প্রকট আকার ধারণ করতে পারে এবং তাদেরকে বেশ অসুবিধায় ফেলতে পারে। অনেক সময় সেবনকারীর কাছে মনে হতে পারে বোধহয় হার্ট অ্যাটাক হবে। এই অবস্থা কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে কার্ডিয়াক এনজাইটি।

    মন্তব্যঃ uliroid ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া

    uliroid ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া আজকের আর্টিকেলে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। লেখার মাধ্যমেই চিত্রাকারে মস্তিষ্কের ভেতরে যাতে ভেসে ওঠে সেভাবেই আজকের আর্টিকেলটি উপস্থাপন করা হয়েছে। দেখানো হয়েছে হরমোন জনিত ঔষধ সেবনের ফলে কি কি সমস্যা হতে পারে। বিশেষ করে uliroid ট্যাবলেট টি সেবনের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কখনো মাথা ঘোরা, কখনো বুক ধরফর করা এবং কখনো বমি বমি ভাববার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেটি বেশ মারাত্মক এবং অস্বস্তিকর।

    যদি উপরোক্ত বর্ণিত কোন পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটি সেবনের পরিলক্ষিত হয় তাহলে সেটিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে এই ঔষধটি পরিবর্তন করতে হবে অথবা এই ঔষধটি খাওয়া বা সেবন করা একেবারেই পরিত্যাগ করতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধটি কতটুকু মাত্রায় সেবন করা নিরাপদ হবে সেটি পরিষ্কারভাবে জেনে নিতে হবে। আজকের আর্টিকেলটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।250510

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url