ব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি
ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নিয়মব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি সম্পর্কে হয়তো অনেকেই ভালো করে জানেন না। তাই আপনাদের উচিত এই বিষয় গুলো নিয়ে জানা। ব্যাকলিংক সাইট গুলো ব্লগারদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
এখন অনেকেই ব্লগ সাইটে বিভিন্ন ধরণের ব্লগ লিখে থাকেন। তাই তাদের জন্যে ব্যাকলিংক স্ট্র্যাটেজি সম্পর্কে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন ব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো ভাবে জেনে নিই।
পেজ সূচিপত্র : ব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি
- ব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি
- ব্যাকলিংক কি
- ডু ফলো ব্যাকলিংক কি
- নো ফলো ব্যাকলিংক কি
- ব্লগে ভিজিটর বৃদ্ধি করার উপায়
- সাইটের জন্য এস ই ও কি
- ব্লগ থেকে আয়
- ব্যাকলিংকের কাজ কি
- অফ পেজ এসইওতে ব্যাকলিংক
- লেখকের শেষ মন্তব্য
ব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি
ব্যাকলিংক বলতে বুঝায় একটি ওয়েবসাইটে থাকা কোনো পোস্টের লিংক অন্য ওয়েব সাইটের কোনো পোস্টে সংযুক্ত করে নেওয়া। যদি কোনো একটি ওয়েব সাইট থেকে আপনার ওয়েব সাইটে লিংক করা হয়ে থাকে তবে তাকে বলা হয়ে থাকে ব্যাক লিংক। ব্যাক লিংক একজন ব্লগারের জন্যে খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এটি একটি ব্লগ কন্টেন্ট কে র্যাংকিং এ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। এই ব্যাক লিংক আবার দুই ধরণের হয়ে থাকে। একটি হলো নো ফলো ব্যাক লিংক আর অন্যটি হলো ডু ফলো ব্যাক লিংক।
ব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি সম্পর্কে জেনে নিন।
১. Quora এর মাধ্যমে ব্যাক লিংক তৈরি
এই ওয়েব সাইটটি হলো বিশ্বব্যাপী প্রশ্নোত্তর করার জন্য একটি জনপ্রিয় ওয়েব সাইট। এই সাইটে অনেকেই বিভিন্ন ধরণের প্রশ্ন করে থাকে, তাই আপনি সে প্রশ্নের উত্তর দিয়ে এবং প্রাসঙ্গিক বিষয়ে আপনার কোনো কন্টেন্ট থাকলে তা লিংক করে দিতে পারেন। এই প্ল্যাটফর্মের ঠিকানা হলো www.quoara.com। এই প্ল্যাটফর্মে সবাই তাদের বিভিন্ন ধরণের প্রশ্ন রেখে থাকে, এই প্রশ্ন গুলোর সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আপনার বিশ্বাস যোগ্যতা বৃদ্ধি পাবে। তাই এই সাইটে যদি আপনি সময় দিয়ে থাকেন তাহলে নিজেকে একজন মূল্যবান রিসোর্স দাতা হিসেবে গড়ে তুলতে পারবেন।
আপনি যদি অনেক প্রশ্নোত্তর দেওয়ার মাধ্যমে নিজে কে একজন মূল্যবান রিসোর্স দাতা হিসেবে গড়ে তুলতে পারেন।এর ফলে আপনার পরিচিতি অনেক বেশী পরিমাণ বেড়ে যাবে। এর ফলে খুব সহজেই আপনি এখান থেকে ব্যাক লিংক ব্যবহার করতে পারবেন। আপনার বেশ ভালো পরিচিতি থাকার কারণে সবাই তখন আপনার ব্যাক লিংকে প্রবেশ করবে। যার ফলে আপনার সাইটে ট্রাফিক বৃদ্ধি পাবে।
২. MyBlogU এর মাধ্যমে ব্যাকলিংক তৈরি
এটি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যেখানে মূলত লেখক, সাংবাদিক ও ব্লগাররা ভিড় করে থাকে। তা ছাড়া যারা নিজেদের সাইটে কন্টেন্ট এর মান বাড়ানোর জন্য একজন অভিজ্ঞ লোক খুঁজে থাকেন তাদের জন্যে এটি বেশ জনপ্রিয়। এই সাইটের লিংক হলো www.myblogu.com। তাই আপনি এই সাইটে প্রবেশ করে মোট চারটি উপায়ে ব্যাক লিংক তৈরি করে নিতে পারেন।
- Brainstorm প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার মাধ্যমে।
- ইন্টারভিউ ও সার্ভে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে।
- বিভিন্ন ধরণের মিডিয়া ফাইল বিশেষ করে ছবি, অডিও ইত্যাদির মাধ্যমে।
- সাইট থেকে দেওয়া নির্দিষ্ট আর্টিকেল সম্পাদনা করে।
৩. HARO ওয়েবসাইটের মাধ্যমে
এই ওয়েব সাইটটি ব্যাক লিংক তৈরি করার জন্যে ক্রমে ক্রমে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। এই সাইটটি অনেকে অভিহিত করে থাকে বিশ্বের সাংবাদিকদের মিলন মেলা হিসেবে। হ্যারো ওয়েবসাইটে ব্যাক লিংক তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণে সময় ব্যয় করতে হয়। আপনি যদি অল্প সময়ে কাজ করে এখান থেকে ভালো একটা ব্যাক লিংক পাওয়ার চেষ্টা করে থাকেন তাহলে সেটা আপনার পক্ষে সম্ভব না। এখানে প্রবেশ করার লিংক হলো www.haro.com। এখান থেকে ব্যাক লিংক পাওয়ার জন্য করণীয় কাজ গুলো যথাক্রমে হলো :
- ইমেইল একাউন্টের মাধ্যমে সাইন আপ করে নেওয়া।
- ডেইলি ইমেইল সার্ভিস অন করে রাখা।
- হ্যারো ওয়েবসাইট থেকে আসা বিভিন্ন কোয়েরি আপনার ইমেইল আসবে প্রতিদিন। তাই সে গুলো চেক করে পছন্দ অনুযায়ী ক্লিক করে সেখানে প্রবেশ বা যোগাযোগ করুন।
- আপনার লেখা যদি তাদের পছন্দ হয়ে থাকে তবে সেটি তারা বিভিন্ন জার্নাল বা ওয়েবে প্রকাশ করবে। যার ফলে আপনি একটি ব্যাক লিংক পেয়ে যেতে সক্ষম হবেন।
৪. SourceBottle ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকলিংক তৈরি করা
এই সাইটটি হ্যারো ওয়েবসাইটের মতোই একটি বিখ্যাত প্ল্যাটফর্ম। এই সাইটে আপনি বিভিন্ন লেখক, সাংবাদিক ও ব্লগারদের কন্টেন্ট গুলোতে রেসপন্স করার মাধ্যমে ব্যাক লিংক পেয়ে যেতে পারেন। এটি শুরুতে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমান সময়ে এটি বিশ্বের যে কেউ ব্যবহার করতে পারে ও সুবিধা নিতে পারে। অর্থাৎ আপনি বিশ্বের যেকোন প্রান্তে বসেই এটি ব্যবহার করতে সক্ষম হবেন। তবে ব্যবহারকারী কে এখানে তার দেশ নির্বাচন করে নিতে হয়। এই সাইটে প্রবেশ করার জন্য লিংক হচ্ছে www.sourcebottle. com।
এই সাইটে আপনি ইমেইল এর মাধ্যমে সাইন আপ করে নিবেন। তারপর আপনার ইনবক্সে আসা কোয়েরি গুলোতে যোগাযোগ করার মাধ্যমে ব্যাক লিংক পেয়ে যেতে পারেন। এই সাইটে প্রবেশ করে মেনু বারের Be a source অপশনে ক্লিক করে নিবেন। এরপর সেখান থেকে browse free publicity opportunities by topic অপশনটি নির্বাচন করলেই বিভিন্ন ধরণের কোয়েরি পেয়ে যাবেন। তারপর আপনার পছন্দ মতো কোনো কোয়েরিতে কাজ করার মাধ্যমে ব্যাকলিংক পেয়ে যাবেন।
৫. Business 2 Community ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকলিংক তৈরি
এই বি টু সি সাইটটি মূলত একটি বাণিজ্যিক সাইট। এই সাইটে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন ধরণের কন্টেন্ট তৈরি করা হয়ে থাকে। এই সাইটে বিভিন্ন ধরণের লেখা, সাক্ষাৎকার ও শ্বেত পত্র প্রবেশ করা হয়ে থাকে। এখানে প্রবেশ করার লিংক হলো www.business2community.com। তাই আপনি এখানে প্রবেশ করে নিজের জন্য প্রয়োজনীয় একটি ব্যাক লিংক তৈরি করার কাজ করতে পারেন। এখানে তাদের নির্দেশনা গুলো মেনে চলার চেষ্টা করবেন। সাবধানতা অবলম্বন করে ভালে ভাবে কাজ করে এখান থেকে আপনি ভালো মানের একটি ব্যাকলিংক ওয়েবসাইট পেয়ে যাবেন।
৬. Bizsugar ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকলিংক তৈরি
ভালো মানের ব্যাকলিংক পাওয়ার জন্যে এই ওয়েবসাইট এর অনেক সুনাম রয়েছে। এই সাইটে মূলত ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিভিন্ন ধরণের কন্টেন্ট ও ব্লগ প্রকাশ করা হয়ে থাকে৷ এটি হলো একটি সীমিত আকারের কমিউনিটি। এখানে অনেক হাই প্রোফাইলের কন্টেন্ট গুলো প্রকাশিত হয়ে থাকে। আপনার নিজস্ব কোনো ক্ষুদ্র ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান থেকে থাকলে আপনি এই ওয়েবসাইট থেকে নানা ভাবে উপকৃত হতে পারেন। এই ওয়েব সাইটে প্রবেশ করার লিংক হলো www.bizsugar.com।
আপনি কোনো ক্ষুদ্র ব্যবসা কিংবা বাণিজ্য সম্পর্কিত আর্টিকেল গুলো এখানে লিখে প্রকাশ করতে পারেন। এখান থেকে প্রাপ্ত ব্যাক লিংক অনেক কার্যকরী হয়ে থাকে। তাই আপনি যদি এই ব্যাক লিংক গুলো ব্যবহার করতে পারেন তবে তা আপনার কন্টেন্ট গুলোর রিচ বাড়াতে বা ভালো মানের র্যাংকিং বাড়াতে অনেক উপকার করতে পারে।
৭. GrowthHackers ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকলিংক তৈরি
এই সাইটটি মূলত ব্যবসা বাণিজ্য কিভাবে প্রসার করা হয়ে থাকে তা সম্পর্কিত একটি প্ল্যাটফর্ম। সারা বিশ্বের সকল প্রান্তের মানুষ এই সাইটে নিজেদের মতামত বা আইডিয়া গুলো প্রকাশ করে থাকে। এখানে বিভিন্ন উঁচু মানের কন্টেন্ট গুলো প্রকাশ করা হয়ে থাকে। বিভিন্ন ধরণের ভালো মন্দ আইডিয়া শেয়ার করা হয়ে থাকে এখানে। এর ফলে কন্টেন্ট ক্রিয়েটররা বিনামূল্যে এখানে ব্যাক লিংক পেয়ে থাকেন।
এই সাইটে প্রবেশ করার লিংক হলো www.growthhackers.com। যেহুতে এটি একটি আলোচনা মূলক প্ল্যাটফর্ম, তাই এখানে আপনার নিজেকে পরিচিত করতে হবে। যার জন্যে আপনার এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। অন্যের কন্টেন্টে গিয়ে আপনাকে বিভিন্ন ধরণের মন্তব্য রাখতে হবে। এই প্ল্যাটফর্মে যদি আপনি ব্যাক লিংক তৈরি করতে চান তাহলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে নিজস্ব কিছু কন্টেন্ট প্রকাশ করতে হবে। প্রথমে, সাইটে ডুকে সাইন আপ করতে হবে। এখানে যত বেশী মানুষ আপনার কন্টেন্ট নিয়ে আলোচনা করবে আপনি তত বেশী পরিমাণ ব্যাকলিংক পেয়ে যাবেন।
৮. Pen.io ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরি করার উপায়
এই সাইটটি নিজস্ব কন্টেন্ট প্রকাশ করার জন্য একটি সহজ ও সাধারণ প্ল্যাটফর্ম। এই সাইটি তে সাইন আপ করার মাধ্যমে আপনি কন্টেন্ট বিহীন একটি পেজ তৈরি করে নিতে সক্ষম হবেন। এই সাইটে ইমেইল ও পাসওয়ার্ড ছাড়া অন্য কোনো তথ্যের প্রয়োজন পড়ে না। যার ফলে খুব সহজেই এই সাইট থেকে ব্যাক লিংক পাওয়া সম্ভব হয়ে থাকে। এই সাইটে প্রবেশ করার লিংক হলো www.pen.io।
৯. DavianArt সাইটের মাধ্যমে ব্যাকলিংক তৈরি
ব্যাক লিংক তৈরি করার জন্য এটি হলো একটি নির্ভর যোগ্য সাইট। খুব সহজেই বেশী পরিমাণ ট্রাফিক পাওয়ার জন্যে এই সাইটটির কোনো বিকল্প নেই। এই সাইটে প্রবেশ করার লিংক হলো www.davianart.com। তবে এখানে সমস্যা হলো যখন এক্সটার্নাল লিংক ব্যবহার করা হয়ে থাকে তখন সে সম্পর্কে ব্যবহারকারী কে আগেই সতর্ক করে দেওয়া হয়।
১০. Tumblr ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকলিংক তৈরি
এই সাইটের মাধ্যমে আপনি খুব ভালো কিছু ব্যাকলিংক তৈরি করে নিতে পারেন।
আরো পড়ুন : Freelancer এ Identity Decline হলে কি করবেন
এই সাইটে লিংক গুলোর ক্ষেত্রে Redirect পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। এখানে জয়েন হয়ে আপনি বেশ বড় একটা কমিউনিটির সাথে যোগাযোগ তৈরি করতে পারেন। যার ফলে আপনি ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য এই সাইটে ব্যাকলিংক তৈরি করতে পারেন।
ব্যাকলিংক কি
ইতিমধ্যে ব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি সম্পর্কে জানা হয়েছে। ব্যাকলিংক বলতে বুঝানো হয়ে থাকে অন্য এক ওয়েবসাইটের সাথে নিজের ওয়েবসাইটের লিংক যুক্ত করে দেওয়া। এর ফলে নিজের সাইটে থাকা কন্টেন্ট গুলোতে অনেক বেশী পরিমাণে র্যাংক হয়ে থাকে। এই র্যাংকিং করার জন্যে সাধারণত র্যাংক বিল্ডিং করতে হয়। তাই অনেক বড় বড় যে সাইট গুলো রয়েছে বিশেষ করে যে গুলোতে বেশী মানুষ প্রবেশ করে সে ওয়েবসাইট একটি ব্যাক লিংক দিয়ে থাকে। এই লিংক যুক্ত করার মাধ্যমে তা ব্যবহার করে নিজ সাইটে র্যাংকিং বা ট্রাফিক বাড়ানো সম্ভব হয়ে থাকে।
সাধারণত ভালো ভাবে এস ই ও করার জন্যে এই ব্যাকলিংকের দরকার হয়। আপনি যদি একজন সাধারণ ব্লগার হয়ে থাকেন, তাহলে স্বাভাবিক ভাবেই আপনি টাকা উপার্জন করার জন্যে এই কাজটি করে যাচ্ছেন। আর আপনি যদি একটু ভালো পরিমাণে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই সাইটে রিচ বাড়াতে হবে। ট্রাফিক যেন বেশী হয়ে থাকে সে ব্যবস্থা করতে হবে। আর এই কাজকে এগিয়ে নিতে সাহায্য করে থাকে এই ব্যাকলিংক সুবিধা।
ব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি সম্পর্কে জেনেছি। এই ব্যাকলিংক গুলো কে দুই ভাবে ভাগ করা হয়ে থাকে। একটি হলো ডু ফলো ব্যাক লিংক। আর অন্যটি হলো নো ফলো ব্যাকলিংক। এই ব্যাক লিংকের মাধ্যমে সীমাবদ্ধ করে দেওয়া হয়ে থাকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কি অন্য কোনো ওয়েব সাইটে প্রবেশ করতে পারবে? এর ফলে দ্বিতীয় ওয়েবসাইটটি কোনো লাভবান হবে কি না, সে ব্যাপারেও এটি লক্ষ্য রেখে থাকে।
ডু ফলো ব্যাকলিংক কি
ডু ফলো লিংক এস ই ও তে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। যখন কোনো ওয়েবসাইট এ কোনো লিংক যুক্ত করা হয়ে থাকে অন্য কোনো ওয়েবসাইটের তাহলে সেই লিংকটি যদি ডু ফলো করা হয়ে থাকে তাহলে সেখান থেকে অনেক ট্রাফিক আসে। ডু ফলো লিংকের কারণে নতুন ওয়েবসাইটের কন্টেন্ট গুলোর ভালো র্যাংকিং হয়ে থাকে। যার কারণে এস ই ও এর ক্ষেত্রে দারুণ ভুমিকা রেখে থাকে এই ডু ফলো লিংক।
নো ফলো ব্যাকলিংক কি
এই লিংক এক ওয়েব সাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করার আগে কোনো কর্তৃত্ত প্রদান করে না। যার ফলে এস ই ও তে এই লিংক তেমন ভালো ভাবে কোনো কাজে আসে না। নো ফলো ব্যাকলিংকের মাধ্যমে কোনো কন্টেন্টে তেমন ভালো কোনো র্যাংক আসে না।
যার ফলে আপনি যদি নো ফলো লিংক করে থাকেন, তাহলে কোনো ইউজার যদি এখানে প্রবেশ করে তবে তাকে এই ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়ে থাকে। মোট কথা হলো নো ফলো লিংক এস ই ও এর জন্যে ভালো ভাবে কার্যকর নয়।
ব্লগে ভিজিটর বৃদ্ধি করার উপায়
ব্লগে ভিজিটর বৃদ্ধি করার বেশ কিছু উপায় রয়েছে। এই গুলো হলো যথাক্রমে এসইও, ডু ফলো ও ব্যাকলিংকের ব্যবহার করা। তাছাড়া নিজের সাইটের কন্টেন্ট গুলো কে বেশী পরিমাণে ফেসবুক, টুইটার ও গুগল প্লাসে শেয়ার করা। বিজ্ঞাপন ও মার্কেটিং করার মাধ্যমে নিজের সাইটে র্যাংকিং বাড়ানো। কোনো ধরণের কপি পোস্ট না করা। এই সব থেকে বিরত থাকা।
সাইটের জন্য এস ই ও কি
এস ই ও মানে হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। আমরা সাধারণত যখন গুগলে কোনো কিছু লিখে থাকি তখন গুগলে অনেক গুলো রেজাল্ট দেখিয়ে থাকে সে সম্পর্কে।
আরো পড়ুন : ১১টি উপায়ে আর্টিকেল লিখে আয়
তখন আমরা আমাদের পছন্দ মতো কোনো লেখায় ক্লিক করে সেখানে প্রবেশ করি। সেখানো গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য গুলো কালেক্ট করে থাকি। গুগল সার্চে যে লেখা গুলো দেখায় এটিই হলো এসইও বা SEO।
ব্লগ থেকে আয়
বেশীর ভাগ ব্লগাররাই শুধু মাত্র ইনকাম করার জন্য ব্লগ লিখে থাকে। গুগল ব্লগ লিখার মাধ্যমে একটা আয় করার পদ্ধতি দিয়েছে। এখানে ব্লগ লিখে তা সাইটে প্রকাশ করে বিভিন্ন ভাবে টাকা আয় করা যায়।অনেকেই এখন থেকে মাসে ৮০ হাজার থেকে এক লক্ষ টাকা বা তার থেকেও বেশী ইনকাম করে থাকে। তাই আপনি আপনার ব্লগে কন্টেন্ট লিখে টাকা ইনকাম করতে পারবেন। সেখানে অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে, কোর্স বিক্রি করে ইত্যাদি বিভিন্ন ভাবে ইনকাম করতে সক্ষম হবেন।
ব্যাকলিংকের কাজ কি
আপনার ওয়েবসাইটের জন্যে ব্যাকলিংক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এসইও কিংবা কনটেন্ট গুলো কে যদি গুগলের র্যাংকিংয়ে নিয়ে আসতে চান তাহলে ব্যাকলিংক, আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটে যদি গুগল অ্যাডসেন্সের জন্যে আবেদন করে থাকেন, কিন্তু আপনার কন্টেন্ট গুলোতে ট্রাফিক খুবই কম পরিমাণে থাকে তাহলে ব্যাকলিংক পাওয়াটা অনেক কঠিন হয়। তবে আপনার পোস্ট গুলো র্যাংকিং করলে আপনি খুব সহজেই গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তাই ব্যাকলিংক একজন ব্লগারের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
অফ পেজ এসইওতে ব্যাকলিংক
আপনি অফ পেজ এসইও করে থাকেন তাহলে এতেও ব্যাকলিংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। কন্টেন্ট গুলো কে র্যাংকিংয়ে নিয়ে যাওয়া, সাইটে বেশী পরিমাণে ট্রাফিক নিয়ে আসা, দীর্ঘ মেয়াদী এসইও সুবিধা প্রদান করে থাকে এই ব্যাকলিংক। আপনি যদি চান যে আপনার সাইটে বেশী পরিমাণে ভিজিটর আসুক, তাহলে এই ব্যাকলিংক নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই ব্যাকলিংকের মাধ্যমে আপনি বিভিন্ন সাইট গুলো বিশেষ করে সামাজিক সাইট গুলো থেকে ভালো পরিমাণে ট্রাফিক নিয়ে আসতে পারবেন। যা অফ পেজ এসইওতে ভুমিকা পালন করবে।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেলটি লেখা হয়েছে ব্লগ সাইটের জন্যে সেরা ১০টি ব্যাকলিংক স্ট্র্যাটেজি সম্পর্কে। আশা করি বিষয়টি সম্পর্কে ভালো ভাবে অনেক কিছু জানতে পেরেছেন। তাই এখানে আপনার মন্তব্য পাশাপাশি এটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। 250109



আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url