Camera কত প্রকার?

 1 মিটার সমান কত ফুট | 1 মিটার সমান কত ইঞ্চি | Camera কত প্রকার হতে পারে সে বিষয়ে অনেকেই ইন্টারনেট সার্চ করে থাকেন। এজন্য আজকে আপনাদের জন্য ক্যামেরা সম্পর্কিত আর্টিকেল নিয়ে এসেছি। আপনি এই একটি পোস্ট থেকেই ক্যামেরার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে তথ্য পাবেন। বিভিন্ন ক্যামেরার মধ্যে কোন ক্যামেরা ভালো সে বিষয়েও আমি আলোচনা করব।

Camera-কত-প্রকার
আপনি এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে Camera কত প্রকার ও কি কি সে সম্পর্কে এটুজেট তথ্য জানতে পারবেন আশা করছি। তাহলে চলুন শুরু করা যাক।

পোস্ট সূচীপত্রঃ Camera কত প্রকার?

Camera কত প্রকার?

Camera কত প্রকার তা অধিকাংশ মানুষ জানে না। অনেক ধরনের ক্যামেরা সময়ের সাথে সাথে আবিষ্কৃত হয়েছে। সময় যত এগিয়ে গিয়েছে ক্যামেরার ধরন তত পাল্টেছে। অতীত থেকে বর্তমান পর্যন্ত দশ ধরনের ক্যামেরা দেখতে পাওয়া যায়। যেমনঃ

ডিএসএলআর ক্যামেরাঃ এই ক্যামেরা আপনি পেশাদার কাজের জন্য ব্যবহার করতে পারবেন কারণ এই ক্যামেরা থেকে খুব ভালো ফটো এবং ভিডিও রেকর্ডিং করা যায়। এই ক্যামেরা ওজনে একটু ভারী হয়ে থাকে। এই ক্যামেরায় আপনি অতিরিক্ত ভাবে লেন্স ব্যবহার করে ফটো তুলতে পারবেন।

ব্রিজ ক্যামেরাঃ এই ক্যামেরাটি অনেকটা ডিএসএলআর ক্যামেরার মতই কিন্তু ডিএসএলআর ক্যামেরার মত ভারী নয় অর্থাৎ এই ক্যামেরাটি হালকা হয়।

আয়নাবিহীন ক্যামেরাঃ সাধারণত ডিএসএলআর ক্যামেরা এবং আয়নাবিহীন ক্যামেরার মধ্যে তেমন কোন পার্থক্য নেই ছবির কোয়ালিটির দিক দিয়ে। পার্থক্য শুধু এইটুকুই আয়না বিহীন ক্যামেরা গুলোতে সরাসরি ভিউ ফাউন্ডারে টার্গেট করে ছবি তুলতে হয়।

ফিল্ম ক্যামেরাঃ ফিল্ম ক্যামেরা অত্যন্ত ছোট ও হালকা হয় এবং এটির কোন স্ক্রিন থাকে না। ছবি তোলার জন্য কোন সেটিংস করার প্রয়োজন পড়ে না অর্থাৎ ক্লিক করে যা ফটো আসবে তা আউটপুট আকারেই প্রদান করবে।

কমপ্যাক্ট ডিজিটাল ক্যামেরাঃ এই ক্যামেরা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সহজে ব্যবহার করা যায় অর্থাৎ ওজনে হাল্কা এবং ছোট। এই ক্যামেরায় জুম লেন্স রয়েছে এবং সবথেকে বড় ব্যাপার হলো এই ক্যামেরাতে ছবি তুললে নেগেটিভ ছবি প্রদান করে। পরবর্তীতে এই নেগেটিভ ছবি থেকে আসল ছবি বের করা যায়।

অ্যাকশন ক্যামেরাঃ এই ক্যামেরা অত্যন্ত ছোট হয় কিন্তু খুব পাওয়ারফুল হয়। যারা রাই্ডিং পছন্দ করেন এবং এডভেঞ্চার পছন্দ করেন তারা এই ক্যামেরা কিনে থাকে কারণ এই ক্যামেরা রানিং অবস্থায় ভালো ভিডিও প্রদান করে।

360 ক্যামেরাঃ ৩৬০ ডিগ্রী ক্যামেরা নাম শুনে বুঝতে পারছেন এই ক্যামেরা দিয়ে ৩৬০ ডিগ্রি ছবি তোলা যায়। এই ক্যামেরা গুলি অ্যাকশন ক্যামেরার মত ছোট।

স্মার্টফোন ক্যামেরাঃ মোবাইলের ক্যামেরা গুলোকে স্মার্টফোন ক্যামেরা বলা হয়। সময়ের সাথে সাথে স্মার্টফোনের ক্যামেরা গুলো আগের থেকে অনেক উন্নতি সাধন করছে।

তাত্ক্ষণিক ক্যামেরাঃ তাৎক্ষণিক ক্যামেরা এমন এক ধরনের ক্যামেরা যা আপনাকে ফটো তোলার সাথে সাথে আউটপুট প্রদান করবে কাগজের মাধ্যমে অর্থাৎ ফটো তোলার সাথে সাথে সে ফটোটি কাগজের মাধ্যমে বের হয়ে আসবে।

মিডিয়াম ফরম্যাটের ক্যামেরাঃ আমরা অনেক আগে যেই ভিডিওগুলা দেখতাম চলচ্চিত্র তৈরীর কাজে সেই ভিডিওগুলো মিডিয়াম ফরম্যাটের ক্যামেরা দিয়ে শুট করা হতো।

আশা করি উপরের আলোচনা থেকে বুঝতে পেরেছেন ক্যামেরা কত প্রকার এবং কি কি।

বিভিন্ন ধরনের ক্যামেরার দাম ২০২৪

বিভিন্ন ধরনের ক্যামেরার দাম ২০২৪ জানতে চান? আপনাদের বলে রাখি ক্যামেরার দাম বাজারে সব সময় ওঠানামা করে। সুতরাং কোন ক্যামেরার কত দাম তা সময় ভেদে দামের পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। 
জনপ্রিয় দশটি সেরা ক্যামেরার দাম নিচে দেওয়া হলো এবং এই ক্যামেরাগুলো আপনি কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত পেয়ে যাবেন। আমি সকলের চাহিদার কথা মাথায় রেখে সকল ধরনের বাজেটের ডিএসএলআর ক্যামেরার লিস্ট নিচে দিয়ে দিলাম।

Nikon D3300

SPECIFICATION DETAILS
Model Nikon D3300
Image Sensor 24.2 MP CMOS Sensor
Lens 18-55mm Lens
Viewfinder & Monitor 3 Inch TFT-LCD Diagonal Monitor
Flash Yes
Auto Focus Yes
Video Features 1080p Full HD Video with Sound
ISO 100 - 12800
Shutter Electronically Controlled Vertical-Travel Focal-Plane
Storage SD / SDHC / SDXC
Interfaces Stereo Mini-Pin Jack, Type C Mini-Pin HDMI Connector, Hi-Speed USB
Price 16000 taka

Canon EOS 4000D

SPECIFICATION DETAILS
Model Canon EOS 4000D
Image Sensor APS-C sensor
Lens 18-55mm
Viewfinder & Monitor 2.7" / 68.5 mm LCD screen Monitor
Flash Built-in
Auto Focus Yes
Video Features 1920 x 1080
ISO AUTO, 100 - 6400
Shutter 1/4000 sec - 30 sec
Storage SD, SDHC, SDXC
Interfaces USB, WiFi, HDMI
Price 16000 taka

Canon 600D

SPECIFICATION DETAILS
Model Canon 600D
Image Sensor 18.0 MP
Lens unknown
Viewfinder & Monitor Optical 3 Inch
Flash up to 17mm Focal Length
Auto Focus Automatic and manual selection, AI focus one-shot
Video Features 1080p
ISO Auto 100-6400
Shutter 30-1/4000 sec
Storage SD, SDHC or SDXC Card
Interfaces Hi-Speed USB
Price 18000 taka

Nikon D3400

SPECIFICATION DETAILS
Model Nikon D3400
Image Sensor 24 MP APS-C CMOS Sensor
Lens 18 - 55mm
Viewfinder & Monitor Optical 3 Inch
Flash X=1/200 s, Synchronizes With Shutter At 1/200 s Or Slower
Auto Focus Yes
Video Features H.264/MPEG-4 Advanced Full HD Video Coding
ISO ISO 100 - 6400 In Steps Of 1 EV
Shutter Electronically-Controlled Vertical-Travel Focal-Plane Shutter
Storage SD, SDHC, SDXC
Interfaces USB, Bluetooth
Price 20500 taka

Nikon D5300

SPECIFICATION DETAILS
Model Nikon D5300
Image Sensor 24 MP APS-C CMOS Sensor
Lens 18-55 mm VR
Viewfinder & Monitor Eye-Level Pentamirror Single-Lens Reflex Viewfinder, 3.2" TFT LCD Monitor
Flash Yes
Auto Focus Single-Point AF, 9-, 21-, or 39- Point Dynamic-Area AF, 3D-Tracking, Auto-Area AF
Video Features H.264/MPEG-4 Advanced Video Coding
ISO ISO 100, f/1.4 Lens, 20°C/68°F
Shutter Electronically Controlled Vertical-Travel Focal-Plane Shutter
Storage SD and UHS-I Compliant SDHC and SDXC Memory Cards
Interfaces UBS, HDMI
Price 30000 taka

Canon EOS 70D

SPECIFICATION DETAILS
Model Canon EOS 70D
Image Sensor 20.2 MP CMOS Sensor
Lens unknown
Viewfinder & Monitor 3" TFT Touch Panel LCD
Flash Yes
Auto Focus Yes
Video Features Full HD 1920 x 1080
ISO 100 -12800
Shutter 1/8000 to 30 Sec
Storage SD, SDHC, SDXC
Interfaces USB
Price 34000 taka

Canon EOS 800D

SPECIFICATION DETAILS
Model Canon EOS 800D
Image Sensor 24.2 megapixel
Lens 18-55mm f/4-5.6 IS STM Lens
Viewfinder & Monitor 3.0 Inch Dot Vari-Angle Touchscreen
Flash Built-In
Auto Focus Yes
Video Features 1920 x 1080p
ISO ISO 100 - ISO 12800 Set Automatically
Shutter Electronically Controlled Focal Plane Shutter
Storage SD / SDHC / SDXC Memory Cards
Interfaces NFC, Bluetooth, HDMI
Price 40000 taka

Canon EOS 250D

SPECIFICATION DETAILS
Model Canon EOS 250D
Image Sensor 24.2 Megapixel CMOS Sensor
Lens 18-55mm f/4-5.6 IS STM Lens
Viewfinder & Monitor 3.0 Inch optical
Flash Yes
Auto Focus Face Detection Technology Automatically Detects Faces
Video Features 1080p
ISO 100-25600
Shutter Electronically-Controlled Focal-Plane, 30-1/4000 Sec Speed
Storage SD, SDHC, SDXC
Interfaces Bluetooth, NFC
Price 45000 taka

Canon EOS 80D

SPECIFICATION DETAILS
Model Canon EOS 80D
Image Sensor 24.2MP
Lens Unknown
Viewfinder & Monitor 3.0" optical
Flash Built-in Flash
Auto Focus Yes
Video Features 1080p
ISO Unknown
Shutter 1/8000 to 30 sec
Storage SD, SDHC and SDXC Memory Cards
Power Battery Pack LP-E6N
Price 52000 taka

Canon EOS 6D Mark II

SPECIFICATION DETAILS
Model Canon EOS 6D Mark II
Image Sensor 26.2 MP CMOS Sensor
Lens Micro
Viewfinder & Monitor 3" 1.04m-Dot Clear View LCD Monitor
Flash Built-in Flash
Auto Focus Yes
Video Features Full HD
ISO Native ISO 25600, Extended to ISO 102400
Shutter 1/4000 to 30 sec., X-sync at 1/180 sec
Storage 2 SD / SDHC / SDXC Memory Card
More Features 144.0 x 110.5 x 74.8 mm Dimension, Red-Eye Reduction
Price 78000 taka

সিসিটিভি ক্যামেরা কত প্রকার?

সিসিটিভি ক্যামেরা কত প্রকার তা আপনাদের জানা প্রয়োজন। সিসিটিভি ক্যামেরা (CCTV) হলো এমন একটি সিস্টেম যা নির্দিষ্ট স্থানের ভিডিও ফুটেজ ধারণ, সংরক্ষণ এবং সম্প্রচার করে। এটি সাধারণত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। সিসিটিভি ক্যামেরা চার প্রকার হয়ে থাকে। যেমনঃ

বুলেট ক্যামেরাঃ এই ক্যামেরাগুলো লম্বা হয় এবং আউটডোরের ব্যবহারের জন্য উপযুক্ত। এই ক্যামেরাগুলো ওয়াটারপ্রুফ হয়। বিভিন্ন দোকানের বাইরে সিকিউরিটি হিসেবে এই ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়।

ডোম ক্যামেরাঃ এই ক্যামেরাটি দোকানের ভেতরে নজরদারের জন্য লাগানো হয়। এই ক্যামেরাটির আকার হালকা লম্বা এবং গোলাকার হয়। 

আইপি ক্যামেরাঃ বর্তমানে আইপি ক্যামেরা অন্যান্য ক্যামেরার তুলনায় অনেক জনপ্রিয়তা লাভ করেছে কারণ এই ক্যামেরা দিয়ে অন্যান্য ক্যামেরার তুলনায় হাই কোয়ালিটি রেকর্ডিং হয়। এই ক্যামেরার আকৃতি গোলাকার। 

ওয়াইফাই ক্যামেরাঃ এই ক্যামেরাটি ইন্টার মাধ্যমে আপনি যে কোন জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন এবং ইন্টারনেটের মাধ্যমে যেকোনো জায়গা থেকে আপনার দোকান বা বাড়ি ঘর মোবাইল এর মাধ্যমে দেখতে পাবেন। 

আশা করছি আপনারা জানতে পেরেছেন সিসিটিভি Camera কত প্রকার সে সম্পর্কে। এখান থেকে ধারনা নিয়ে আপনারা আপনার পছন্দমত সিসিটিভি ক্যামেরা কিনতে পারবেন।

ক্যামেরার বিভিন্ন অংশের নাম

ক্যামেরার বিভিন্ন অংশের নাম আপনি কি জানেন?  যদি না জানেন তাহলে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন একটি ক্যামেরায় কি কি অংশ রয়েছে। একটি ক্যামেরার বিভিন্ন অংশ রয়েছে। অংশগুলির নাম হচ্ছেঃ
  • ফিল্ম
  • ডায়াফ্রাম 
  • লেন্স 
  • স্লাইড 
  • শাটার
  • ভিউ ফাইন্ডার ইত্যাদি

কোন ক্যামেরার ব্যবহার দিন দিন বাড়ছে? 

এখন আপনাদের জানাবো কোন ক্যামেরার ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে ডিএসএলআর ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা এবং একশন ক্যামেরার ব্যবহার দিন দিন বাড়ছে। আমরা সকলেই জানি ডিএসএলআর ক্যামেরা দিয়ে কত ভালো মানের ছবি এবং ভিডিও পাওয়া যায়। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন স্মৃতি ধরে রাখার জন্য একটি ডিএসএলআর ক্যামেরা অত্যন্ত জরুরি। 
কোন-ক্যামেরার-ব্যবহার-দিন-দিন-বাড়ছে
এছাড়া বর্তমান ইন্টারনেট প্রযুক্তির যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সকলেই dslr এর ছবি এবং ভিডিও প্রদান করে। এছাড়া আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনার একটি ডিএসএলআর ক্যামেরার অবশ্যই প্রয়োজন।

ডিএসএলআর ক্যামেরার পাশাপাশি বর্তমানে অ্যাকশন ক্যামেরারও চাহিদা বাড়ছে। কারণ একজন ক্যামেরা দিয়ে অ্যাডভেঞ্চার ব্লগিং ভিডিও করা সবচাইতে সহজ। এমনকি ডিএসএলআর ক্যামেরার থেকেও ভালো ভালো ফল পাওয়া যায় একশন ক্যামেরা তে।

এছাড়া সমস্ত পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে সিসিটিভি ক্যামেরা ব্যবহৃত হয় না। সিকিউরিটি মেন্টেন করার জন্য প্রতিটি জায়গায় মানুষ সিসিটিভি ব্যবহার করছে। এই তিনটি ক্যামেরা বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে এবং আগামী দিনে  এসব ক্যামেরার ব্যবহার আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে।

ক্যামেরা কি?

Camera কত প্রকার তা জানার পাশাপাশি আপনাদের জানতে হবে ক্যামেরা কি সে সম্পর্কে। ক্যামেরা হচ্ছে ফটো তোলার বা ভিডিও করার একটি যন্ত্র। মানুষ তার শখের স্মৃতিগুলোকে প্রেমে বন্দী করার জন্য ক্যামেরা ব্যবহার করে আসছে। বর্তমানে ক্যামেরার চাহিদা প্রবল। আমাদের সকলেরই একটি করে ক্যামেরা প্রয়োজন রয়েছে। এখনকার সময়ের আধুনিক ক্যামেরা গুলো আগের চেয়ে অনেক উন্নত। ক্যামেরার ভেতরে বিভিন্ন অংশ সংযোজন এবং আপডেট করার মাধ্যমে ক্যামেরা আগের থেকে আরো ভালো ছবি এবং ভিডিও প্রদান করছে।

ক্যামেরা কত সালে আবিষ্কার করেন?

ক্যামেরা কত সালে আবিষ্কার করেন এবং কে আবিষ্কার করেছেন তা অনেকেরই অজানা রয়েছে। তাই আমি এখন আলোচনা করব ক্যামেরার আবিষ্কার নিয়ে। ১৫০০ শতাব্দীতে একদল চিত্রকার তাদের তৈরি কৃত চিত্রকর্ম কপি তৈরি করার জন্য সর্বপ্রথম ক্যামেরা তৈরির প্রচেষ্টা শুরু করে।  কিন্তু তারা সফল হয়নি। পরবর্তীতে ১৫৬০ শতাব্দীতে জার্মানির একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে রোলামো কারদানো, তিনি সর্বপ্রথম ক্যামেরা তে লেন্স বসানোর কাজ শুরু করেন। কিন্তু তখনকার ক্যামেরাগুলো  দিয়ে ছবি তোলা  যেত না কারণ ওই ক্যামেরাগুলো শুধুমাত্র একাধিক কপির ছবি আঁকার জন্য ব্যবহৃত হতো।

এরপর ১৮২৬ সালে  জোসেপ নাইসপোর নিপস সর্বপ্রথম এমন ক্যামেরা নিয়ে আসেন যে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে। ঠিক এরপর থেকেই ক্যামেরা জগতের এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে ক্যামেরাকে আরো উন্নত করা হয়েছে যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। 

এরপর জর্জ ইস্টম্যান ১৮৮৫ সালে এমন একটি ক্যামেরা নিয়ে আসেন যে ক্যামেরা দিয়ে ফিল্ম বানানোর ভিডিও করা হত। প্রথম অবস্থায় সাদাকালো ফিল্ম করা যেত কিন্তু পরবর্তীতে উন্নত প্রযুক্তির মাধ্যমে জর্জ ইস্টম্যান এর এই আবিষ্কার কে আরো উন্নতি সাধিত করে রঙিন ফিল্ম ভিডিও ক্যামেরা গুলো। এভাবে আস্তে আস্তে ক্যামেরার আবিষ্কার হয়েছে।

ভিডিও ক্যামেরা কত সালে আবিষ্কার হয়?

ভিডিও ক্যামেরা কত সালে আবিষ্কার হয় তা জানার জন্য পড়ুন। যে ক্যামেরা দিয়ে শুধুমাত্র ভিডিও করা যায় সেটা হচ্ছে ভিডিও ক্যামেরা। এই ধরনের ক্যামেরা দিয়ে আপনি কোন ছবি তুলতে পারবেন না শুধুমাত্র ভিডিও করতে পারবেন। এই ক্যামেরার সর্বপ্রথম সূচনা শুরু হয় জর্জ ইস্টম্যান এর হাত ধরে ১৮৮৫ সালে। 
এরপর ১৯১৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত সময়ে জন লগি বেয়ার্ডের ভিডিও ক্যামেরা গুলো পরীক্ষামূলকভাবে প্রচারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ১৯৮০ সাল পর্যন্ত এই ভিডিও ক্যামেরা গুলো মানুষ ব্যবহার করতে থাকে। এরপর থেকে শুরু হয় আধুনিক যুগের ভিডিও ক্যামেরার সূত্রপাত।

ডিজিটাল ক্যামেরা কে আবিষ্কার করেন?

ডিজিটাল ক্যামেরা কে আবিষ্কার করেন আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে এখান থেকে আপনি জেনে নিতে পারবেন ডিজিটাল ক্যামেরার আবিষ্কারকের নাম। ডিজিটাল ক্যামেরা ১৯৯৫ সালে স্টিভেন স্যাসোন এর হাত ধরে উদ্ভাবিত হয়। 
ডিজিটাল ক্যামেরা কে আবিষ্কার করেন
ডিজিটাল ক্যামেরা উদ্ভাবনের ফলে আজ বিশ্ব ভিডিও এবং ছবি  প্রদর্শনের কোয়ালিটিতে এত উন্নতি করতে পেড়েছে। স্টিভেন স্যাসোন ডিজিটাল ক্যামেরা আবিষ্কার না করলে আমাদের সেই পুরনো যুগে এখনো থাকতে হতো।

ক্যামেরার লেন্স কত প্রকার কি কি?

ক্যামেরার লেন্স কত প্রকার কি কি জানতে চান? ক্যামেরার লেন্স পাঁচ প্রকার। যেমনঃ

কিট লেন্সঃ এই লেন্সগুলো সাধারণত নতুনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যারা ফটোগ্রাফিতে নতুন তাদের জন্য এই লেন্স।

প্রাইম লেন্সঃ এই লেন্সগুলো সাধারণত পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ব্যবহৃত হয়ে থাকে।

জুম লেন্সঃ সাধারণত দূরের কোন অবজেক্ট এর ছবি তোলার জন্য জুম লেন্স ব্যবহার করা হয়।

টেলিফটো লেন্সঃ এই লেন্স দিয়েও দূরের ফটো তোলার জন্য ব্যবহৃত হয়।

ওয়াইড-এঙ্গেল লেন্সঃ এই লিংকগুলো চারিদিকের ফটো তোলার জন্য অর্থাৎ বিস্তৃত ফটো তোলার জন্য ব্যবহৃত হয়।

শেষ মন্তব্য

আশা করছি আপনি Camera কত প্রকার এবং কি কি এই বিষয়ে সকল তথ্য জানতে পেরেছেন। আপনি আমার এই আর্টিকেলটি থেকে ক্যামেরার সম্পর্কে সকল তথ্য জেনে ভালো মানের একটি ক্যামেরা কিনতে পারবেন। ক্যামেরা অনেক শখের একটা জিনিস তাই একটি ক্যামেরা কেনার আগে অবশ্যই কিছু কিছু জিনিস মাথায় রেখে কেনা উচিত। আশা করছি আপনি এই আর্টিকেল থেকে এমন সব তথ্য পেয়েছেন যেসব তথ্যের মাধ্যমে আপনি আপনার শখের ক্যামেরাটি কিনতে পারবেন। 33817

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url