ফাইবারে কাজ পাওয়ার ১০টি সহজ উপায়
১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানুনফাইবারে কাজ পাওয়ার সহজ উপায় সম্পর্কে অনেকেই জানেন না। আপনি ফাইবারে কাজ পেতে চান তাহলে আপনাকে এই বিষয়ে জানতে হবে। তাহলে এখান থেকে ভালো মানের কাজ পেতে পারবেন।
ফাইবার ফ্রিল্যান্সিং এর জন্যে বেশ জনপ্রিয় একটি মাধ্যম। এখানে অনেকেই নানা ধরণের কাজ করে থাকেন এবং মাসে প্রচুর পরিমাণে টাকা আয় করে থাকে। তাই ফাইবারে কাজ পাওয়ার সহজ উপায় সম্পর্কে জেনে নিন।
পেজ সূচিপত্র : ফাইবারে কাজ পাওয়ার সহজ উপায়
- ফাইবারে কাজ পাওয়ার সহজ উপায়
- ফাইবারে কোন কাজের চাহিদা বেশী
- ফাইবারে প্রোফাইল খোলার নিয়ম
- ফাইবার গিগ কি
- ফাইবারে গিগ তৈরি করার নিয়ম
- ফাইবারে গিগ রিসার্চ করবেন কিভাবে
- ফাইবার কি
- মোবাইল দিয়ে ফাইবারে কি কাজ করা যায়
- ফাইবার মার্কেট প্লেসে কেমন কাজ পাওয়া যায়
- লেখকের শেষ মন্তব্য
ফাইবারে কাজ পাওয়ার সহজ উপায়
ফাইবারে কাজ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। কিন্তু তার জন্যে আপনাকে কাজ পেতে হবে। আপনি যদি অনেক গুলো কাজ পেতে পারেন ফাইবারে তাহলে অনেক বেশী পরিমাণ টাকা আয় করতে পারবেন। আর তাই এই বিষয়ে ভালো ভাবে জেনে নিন। ফাইবার থেকে প্রতি মাসে একেক জন লাখ লাখ টাকা আয় করে থাকেন। তাই আপনার জন্যে এটি ভালো একটি মাধ্যম হতে পারে টাকা আয় করার জন্যে। আপনি নিম্নোক্ত পদক্ষেপ গুলো নিতে পারেন ভালো পরিমাণ কাজ পাওয়ার জন্যে।
১. পেশাদার প্রোফাইল তৈরি করা
যখন একজন কাস্টমার আপনাকে খুঁজতে আসবে বা কাজ দিবে তখন তারা আপনার প্রোফাইল চেক করবে। আর তাই সকল তথ্য গুলো দিয়ে যদি আপনি পেশাদার প্রোফাইল তৈরি করে নিতে পারেন তাহলে আপনার পক্ষে কাজ পাওয়া অনেক সহজ হয়ে যায়।আপনার পেশাদার প্রোফাইল দ্বারা বুঝা যায় আপনি কাজ করতে কেমন দক্ষ। এই জন্যই একটি সুন্দর ও প্রফেশনাল প্রোফাইল আপনাকে বায়ার এর কাছে বিশ্বস্ত করে তুলে। আর তাই সুন্দর করে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করে নিন।
২. ভালো মানের গিগ তৈরি করা
ফাইবারে যদি কাজ পেতে চান তাহলে আপনাকে গিগ তৈরি করে নিতে হবে। আপনার ভালো মানের তৈরি করা গিগ আপনাকে কাজ পেতে অনেক সাহায্য করে থাকে৷ আর তাই আপনার প্রফেশনাল গিগ আপনাকে ভালো কাজ পাওয়াতে সাহায্য করে থাকে। আর তাই চেষ্টা করুন ভালো মানের গিগ তৈরি করে নেওয়া।
৩. আকর্ষণীয় গিগ ইমেইজ ও ভিডিও
একজন বায়ার যখন কাজের জন্যে লোক খুঁজে থাকে তখন সে যে বিষয়টি লক্ষ্য করে তা হলো আপনার পূর্বে এই বিষয়ে কোনো অভিজ্ঞতা রয়েছে কি না। তাই আপনার গিগে যদি আপনার পূর্বে করা ঐ বিষয়ে কিছু কাজের ডেমো দেওয়া থাকে তাহলে তা আপনার কাজ পাওয়াতে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আর তাই উক্ত বিষয়ে আপনার পূর্বে কোনো কাজ করা থাকলে তার ইমেজ ও ভিডিও গুলো যোগ করে নিন।
৪. ট্যাগ ও ডেসক্রিপশনে বেস্ট কী ওয়ার্ডের ব্যবহার
আপনি যদি আপনার গিগে উক্ত বিষয়ে বেস্ট কিওয়ার্ড গুলো ব্যবহার করে থাকেন তাহলে বায়ার সার্চ করলে আপনার গিগ প্রথমে চলে আসবে। ফলে বায়ার আপনার প্রোফাইলে চলে আসবে। আর তাই আপনি যদি আপনার গিগ র্যাংকিং বাড়াতে তাহলে আপনাকে বেস্ট কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে।
৫. সোশ্যাল মিডিয়াতে গিগ প্রচার করা
আপনি আপনার গিগ গুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারেন। এই ভাবে যদি আপনার গিগে ট্রাফিক বাড়ে তাহলে আপনার গিগ র্যাংকিংয়ে চলে যাবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো যেমন ফেসবুক, টুইটার, লিংকডিন ইত্যাদি গুলো তে গিগ শেয়ার দিতে পারেন।
৬. অনলাইন থাকার চেষ্টা করুন
ফাইবার হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। তাই এখানে বিভিন্ন দেশের মানুষ আসে। যার জন্যে সকল জায়গায় অনেক সময়ের পার্থক্য রয়েছে। তাই আপনি চেষ্টা করুন যথা সম্ভন অনলাইনে থাকার জন্যে। যখন বায়ার আপনাকে নক করবে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। রিপ্লাই দেরিতে করলে আপনার কাজ পাওয়ার সম্ভবনা অনেক কমে যায়। তাই অনলাইনে থাকার চেষ্টা করুন ও ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জন করুন।
৭. স্কিল টেস্ট দেওয়া
ফাইবারে স্কিল টেস্ট রয়েছে যার মাধ্যমে আপনি আপনার দক্ষতা যাচাই করতে পারবেন। এই দক্ষতা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার নির্দিষ্ট বিষয়ে দক্ষতা সম্পর্কে জানা যাবে। এখানকার স্কিল স্কোর আপনার প্রোফাইলে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। তাই আপনি যে বিষয়ে দক্ষ তা নিয়ে স্কিল টেস্ট দিন ও ভালো একটা স্কোর অর্জন করুন।
৮. টাইমলি কাজ জমা দেওয়া
সময় মতো যদি আপনি কাজ জমা দিতে পারেন তাহলে তা আপনাকে আরো বেশী কাজ পাওয়ার সুবিধা করে দিতে পারে।
আরো পড়ুন : ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নিয়ম
সময় মতো কাজ জমা দেওয়া আপনার সময়ানুবর্তিতা গুণ প্রকাশ করে থাকে। তাই ভালো কাজের মান নিশ্চিত করার পাশাপাশি সে গুলো সময় মতো জমা দিন।
৯. লেবেল আপ করা
ফাইবারে প্রোফাইল গুলো বিভিন্ন লেবেলের হয়ে থাকে। লেবেল বেশী হলে সেই বিক্রেতা অনেক ভালো মানের সেবা প্রদান করে থাকে। যাদের লেবেল বেশী মানের হয়ে থাকে তাদের কে ক্লায়েন্টরা বেশী কাজ দিয়ে থাকে। তাই আপনি যদি আপনার প্রোফাইলে লেবেল বাড়াতে চান তাহলে ভালো ভাবে কাজ করুন, সময় মতো কাজ গুলো জমা দেন ও সবশেষে ক্লায়েন্ট কে সন্তুষ্ট করে রাখুন। এটি আপনার লেবেল আপ করাতে সাহায্য করবে।
১০. ফাইবার ফোরামে অংশ নেওয়া
আপনি যদি ফাইবার ফোরামে অংশ নেন তাহলে এখান থেকে আপনি কাজ গুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ফাইবার ফোরামে অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে থাকে। আপনি এখানে অংশ গ্রহণ করার ফলে এখান থেকে ভালো মানের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
ফাইবারে কোন কাজের চাহিদা বেশী
ফাইবারে কাজ পাওয়ার সহজ উপায় সম্পর্কে জেনেছেন। ফাইবারে অনেক গুলো কাজের চাহিদা রয়েছে অনেক। এই গুলো হলো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও প্রোডাকশন ও এডিটিং করা, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং ইত্যাদি কাজ গুলোর চাহিদা ভালো মানের রয়েছে। আপনি যে কোন কাজের দক্ষতা অর্জন করে ফাইবারে কাজ করতে পারেন। ফাইবার সহ অন্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে গুলোতেই গ্রাফিক্স ডিজাইন হলো বেশ জনপ্রিয় একটি পেশা। এখানে আপনি বিভিন্ন ধরণের কাজ করতে পারবেন যেমন লোগো ডিজাইন করা, ব্যানার ও সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ব্যবহার করা, ইনফো গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি সম্পর্কে ভালো মানের দক্ষতা থাকলে সহজেই কাজ পেতে পারবেন।
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট জনপ্রিয় একটি কাজ ফাইবারে। তাই আপনি যদি এই কাজ শিখেও থাকেন তাহলে ভালো মানের কাজ পাবেন ফাইবার থেকে। যেমন এখানে আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইন করে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। তা ছাড়া বিভিন্ন ই-কমার্স সাইট গুলোর ডিজাইন করানোর জন্যে বায়ারা লোক খুঁজে থাকে। আবার ভিডিও প্রোডাকশন ও এডিটিং করার কাজ গুলোরও ভালো মানের চাহিদা রয়েছে। আপনি এখান থেকে ভালো মানের ভিডিও এডিটিং এর কাজ পাবেন।
ফাইবারে প্রোফাইল খোলার নিয়ম
ফাইবারে যদি আপনি প্রফেশনাল প্রোফাইল খুলতে চান তাহলে আপনাকে নিম্নোক্ত পদক্ষেপ গুলো সম্পর্কে জানতে হবে।
- প্রথমেই আপনাকে নাম ব্যবহার করতে হবে। তাই আপনার আসল নাম ব্যবহার করবেন। এতে করে আপনার আসল পরিচয় পাওয়া যাবে ফলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন।
- আপনাকে একটি পেশাদার ছবি ব্যবহার করতে হবে। আর তাই আপনার প্রোফাইলে পেশাদারিত্ব রক্ষা করার জন্যে আপনার সুন্দর একটি ছবি ব্যবহার করুন।
- এরপরে আপনাকে প্রোফাইল বর্ণনা করতে হবে। এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা গুলো তুলে ধরবেন। আপনার উপস্থাপন যেন অনেক সুন্দর হয় তা খেয়াল রাখবেন।
- এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেকশন করে নিতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ৷ কেননা এখানে সারা বিশ্বের বায়াররা আপনার সাথে কাজ করবে। তাই তাদের সাথে কথা বলার জন্যে আপনার ভাষা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একাধিক ভাষা সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে তা উল্লেখ করবেন। ইংরেজি অবশ্যই রাখবেন বা এখানে কাজ প্রায় সকল ক্ষেত্রে ইংরেজিতেই কথা বলতে হবে। আপনার ভাষা যদি বায়ারের ভাষার সাথে মিলে যায় তবে কাজ পাওয়ার চান্স অনেক বেড়ে যায়।
- এখন আপনাকে আপনার দক্ষতা সম্পর্কে জানাতে হবে। ফাইবার প্রোফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই স্কিল বা দক্ষতা। আর তাই আপনার দক্ষতা গুলো কে ভালো ভাবে হাইলাইট করে দিন। এই গুলো আপনার গিগ র্যাংক করাতে সাহায্য করে থাকে।
- এরপর আপনার প্রোফাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন সে বিষয়টিও ভালো ভাবে উল্লেখ করে দিতে হবে। আর তাই এটি সুন্দর ভাবে উল্লেখ করে দিন।
- আপনি যে কাজ করেন বা আপনার দক্ষতা কিংবা অভিজ্ঞতার উপরে কোনো সার্টিফিকেট থাকলে তা আপনাকে কাজ পেতে খুবই সাহায্য করে থাকে। আর এটি দেখে বায়ার আপনাকে কাজ দিতে আগ্রহী বোধ করবে।
- সবশেষে আপনার প্রোফাইলে সোশ্যাল মিডিয়ার লিংক গুলো যোগ করে নিতে পারেন। ফাইবারের অ্যালগরিদম দিয়ে আপনার প্রোফাইলের র্যাংক বাড়াতে পারেন।
ফাইবার গিগ কি
গিগ হলো এক ধরণের সিভি। এখানে আপনার কাজ সম্পর্কিত দক্ষতা গুলো উপস্থাপন করবেন। আপনি আপনার সার্ভিস বিক্রি করার জন্যে যে সুবিধা গুলো প্রদান করে থাকেন তা এখানে উল্লেখ করা থাকবে। একজন বায়ার যখন আপনাকে কাজ দিতে আসবে তখন এই গিগ চেক করবে।তাই যদি ভালো মানের গিগ তৈরও করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার পরিমাণ অনেক বেশী পরিমাণে বেড়ে যাবে। তাই বেশী বেশী কাজ পাওয়ার জন্যে ভালো মানের গিগ তৈরি করে নিন।
ফাইবারে গিগ তৈরি করার নিয়ম
ফাইবারে কাজ পাওয়ার সহজ উপায় সম্পর্কে জেনেছেন। ফাইবারে গিগ তৈরি করবেন যে ভাবে তা নিম্নে দেওয়া হলো :
- গিগের শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ। এই শিরোনাম দেখেই বায়ার আপনার দিকে আকৃষ্ট হবে। আর তাই আপনি কি ধরণের সেবা দিবেন তা নিয়ে ভালো একটা শিরোনাম তৈরি করুন।
- এরপর আপনি যদি আপনার গিগ র্যাংকিং করতে চান তাহলে আপনাকে ভালো ভাবে গিগের বর্ণনা করতে হবে। আর তাই আপনি যদি নির্দিষ্ট কিওয়ার্ড বা ট্যাগের জন্যে ফাইবার সার্চে শীর্ষে থাকতে চান তাহলে উচ্চ মানের ও উন্নত মানের ভালো একটি বিবরণ দিয়ে উপস্থাপন করুন। সর্বাধিক ১২০০ শব্দের আপনার গিগের বর্ণনা লিখতে পারেন। আর আপনার কাজের কিওয়ার্ড গুলো বর্ণনায় একাধিক বার উপস্থাপন করুন।
- ভালো গিগ কিভাবে লিখতে তা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্যে বাকি গিগ দেখে নিন। আপনার ভালো মানের একটি গিগ আপনার কাজ পাওয়ার জন্যে অনেক কার্যকর ভুমিকা পালন করে। তবে কোনো জায়গা হতে গিগ টাইটেল বা বর্ণনা হুবহু কপি করা থেকে বন্ধ থাকুন।
ফাইবারে গিগ রিসার্চ করবেন কিভাবে
ফাইবারে যদি গিগ রিচার্জ করতে চান তাহলে আপনি যে কাজ করবেন (যেমন : SEO, Logo design, Facebook Ads) তা নিয়ে ফাইবারের সার্চ বক্সে এই কিওয়ার্ড গুলো লিখুন। অটো সাজেশনে আপনি ভালো মানের কিওয়ার্ড গুলোও দেখতে পাবেন। তারপর এখানে ট্রেন্ডিং সার্ভিস দেখতে ফাইবার চয়েজ ও বেস্ট সেলিং গুলোর দিকে লক্ষ্য করুন।
টপ সেলারদের গিগ বিশ্লেষণ করার জন্যে টাইটেল ও ডেসক্রিপশন গুলো দেখে সেখান থেকে ধারণা নিতে পারেন। তাদের প্রাইজিং এর বিষয়টিও খেয়াল করুন। ট্যাগ, কিওয়ার্ডস ও গ্যালরি, থাম্বনেইল গুলোর দিকে লক্ষ্য করুন। এই গুলোই আপনাকে ভালো মানের গিগ রিসার্চ করতে সাহায্য করবে।
ফাইবার কি
ফাইবারে কাজ পাওয়ার সহজ উপায় সম্পর্কে জেনেছেন। ফাইবার হলো একটি ফ্রিল্যান্সিং অনলাইন মার্কেট প্লেস। এখানে অনেক ফ্রিল্যান্সিং তাদের প্রোফাইল ক্রিয়েট করে থাকে এবং বায়াররা তাদের নক করে কাজ দেওয়ার জন্যে। এই ব্যাপারটি অন্য সকল প্ল্যাটফর্ম গুলো থেকে ভিন্ন। এখানে কাজের জন্যে অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। আপনার প্রোফাইলের আকর্ষণীয় মানের গিগ আপনাকে কাজ পেতে সাহায্য করে থাকে।
মোবাইল দিয়ে ফাইবারে কি কাজ করা যায়
ফাইবারে যেহুতো অনেক বড় মানের ফ্রিল্যান্সাররা থাকেন তাই তাদের সাথে পাল্লা দিতে হলে আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে। তবে আপনি যদি চান মোবাইল দিয়ে কাজ করতে তাহলে কিছু কাজ করতে পারেন। যেমন ব্লগিং বা আর্টিকেল লেখার কাজ গুলো আপনি ফোন ব্যবহার করে করতে পারেন। তা ছাড়া অনুবাদ বা ট্রান্সলেশন এর কাজও করতে পারেন। হালকা পাতলা যে লোগো ডিজাইন গুলো করা হয় বা এই জাতীয় কিছু তা আপনি মোবাইল ব্যবহার করে সহজেই করতে পারবেন। তাছাড়া ভিডিও এডিট করার কাজও করতে পারবেন।
ফাইবার মার্কেট প্লেসে কেমন কাজ পাওয়া যায়
ফাইবার হচ্ছে অনেক বড় একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখানে আপনি হাজার হাজার কাজ পাবেন। অনেক বড় বড় ফ্রিল্যান্সার রয়েছে যারা এখানে কাজ করে থাকে। তাই আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজ শিখে থাকেন এবং ফাইবারে কাজ করতে চান তাহলে কাজ পাওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখানে আপনি অনেক ধরণের কাজই পাবেন।
আরো পড়ুন : Freelancer এ Identity Decline হলে কি করবেন
যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইমেইল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি, লেখালেখি করা, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি সকল ধরনের কাজ গুলো পাবেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেলটি লেখা হয়েছে ফাইবারে কাজ পাওয়ার সহজ উপায় সম্পর্কে। এখানে আপনি অনেক ধরনের কাজ পেতে পারবেন। আশা করি এই বিষয়টি সম্পর্কে সকল কিছু জানতে পেরেছেন। এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা জানাতে পারেন। ধন্যবাদ। 250109
আড্ডাভিউ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url